Java/C2/Primitive-type-conversions/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 12:00, 25 February 2017 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 জাভাতে Type Conversion (টাইপ কনভার্সন) এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা শিখব
00:08 এক ডেটা টাইপ থেকে অন্যতে কিভাবে রূপান্তর করে।
00:13 কনভার্সন গুলি হল ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট কনভার্সন
00:18 এবং স্ট্রিং সংখ্যায় কিভাবে রূপান্তর করে।
00:23 এখানে আমরা

উবুন্টু 11.10

JDK 1.6 এবং

এবং Eclipse 3.7 ব্যবহার করছি।

00:33 টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে ডেটা টাইপ সম্পর্কে জানতে হবে।
00:38 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন।
00:47 টাইম কনভার্সনের অর্থ এক ডেটা টাইপ থেকে অন্যতে রূপান্তর করা।
00:53 এখন দেখি যে এটি কিভাবে করে।
00:55 এখন Eclipse এ যাই।
01:02 এখানে বাকি কোডের জন্য eclipse IDE এবং প্রয়োজনীয় কাঠামো রয়েছে।
01:07 আমরা TypeConversion নামক ক্লাস তৈরি করে এতে মেন মেথড যুক্ত করেছি।
01:13 এখন এখানে কয়েকটি ভ্যারিয়েবল তৈরি করি।
01:19 int a ইকুয়াল টু 5

float b

b ইকুয়াল টু a

01:33 আমি a নামে একটি ইন্টিজার ভ্যারিয়েবল এবং b নামে একটি ফ্লোট ভ্যারিয়েবল তৈরী করেছি।
01:39 আমি ফ্লোট ভ্যারিয়েবলে ইন্টিজার ভ্যালু সংরক্ষণ করছি।
01:43 এখন ফ্লোট ভ্যারিয়েবলে কি রয়েছে তা দেখি।
01:48 System dot out dot println (b); '
01:58 ফাইলটি সংরক্ষণ করুন এবং রান করুন।
02:07 আমরা দেখতে পারি যে ইন্টিজার 5 ফ্লোট 5.0 তে বদলে গেছে।
02:13 এই ধরনের কনভার্সনকে Implicit (ইমপ্লিসিট) কনভার্সন বলা হয়।
02:17 নামের সাথে সাথে, ভ্যালু স্বয়ংক্রিয়ভাবে ডেটা টাইপের অনুসারে পরিবর্তিত হয়।
02:24 এখন একই মেথড ব্যবহার করে, float কে int এ বদলাই।
02:30 5 মুছে ফেলুন, float b ইকুয়াল টু 2.5f এবং a কে b এর বদলে, b কে a তে সংরক্ষণ করুন এবং a এর মান প্রিন্ট করুন।
02:50 ফাইলটি সংরক্ষণ করুন।
02:56 আমরা দেখি যে এখানে একটি এরর রয়েছে।
03:00 এটি বলে Type mismatch: cannot convert from float to int.
03:06 এর অর্থ ইমপ্লিসিট কনভার্সন শুধুমাত্র int থেকে float এ করা সম্ভব কিন্তু বিপরীতক্রমে নয়।
03:13 float কে int এ বদলাতে এক্সপ্লিসিট কনভার্সন ব্যবহৃত হয়।
03:17 এটি কিভাবে করে এখন এটি দেখি।
03:23 আমরা এটি ভ্যারিয়েবলের পূর্বে প্রথম বন্ধনীতে int ব্যবহার করে করি।
03:34 এই স্টেটমেন্ট বলে যে b ভ্যারিয়েবলের ডেটা int ডেটা টাইপে রুপান্তরিত হয়েছে এবং a তে সংরক্ষিত হয়েছে।
03:43 এখন ফাইলটি সংরক্ষণ করুন এবং রান করুন।
03:51 আমরা দেখতে পারি যে, float ভ্যালু int এ রুপান্তরিত হয়েছে।
03:56 কিন্তু ডেটা টাইপের অনুসারে, ডেটা সেইমত পরিবর্তন করা হয়েছে।
04:01 এক্সপ্লিসিট কনভার্সন int কে float এ ডেটা রূপান্তর করতেও ব্যবহৃত হয়।
04:07 পূর্ববর্তী উদাহরণ চেষ্টা করি।
04:10 int a =5, float b, b = (float) a
04:32 System.out.println(b);
04:36 ইন্টিজারকে ফ্লোটে রূপান্তরিত করতে এক্সপ্লিসিট কনভার্সন ব্যবহার করছি।
04:42 ফাইলটি সংরক্ষণ করুন এবং এটি রান করুন।
04:51 আমরা দেখি যে int ভ্যালু float ভ্যালুতে রুপান্তরিত হয়েছে।
04:58 এখন দেখি যে যখন character কে integer এ রূপান্তরিত করি তখন কি ঘটে।
05:06 int a, char c ইকুয়াল টু উদ্ধৃতি চিনহে m;
05:24 a ইকুয়াল টু (int) c
05:32 System dot out dot println ' (a);
05:36 আমরা ক্যারেক্টার m কে ইন্টিজারে রুপান্তরিত করছি এবং মান প্রিন্ট করছি।
05:43 এটি সংরক্ষণ করুন এবং রান করুন।
05:53 আউটপুট হল 109 যা m এর আস্কী ভ্যালু।
05:58 char, int এ রুপান্তরিত হলে আস্কী ভ্যালু সংরক্ষিত হয়।
06:03 এটি একটি সংখ্যা দ্বারা চেষ্টা করি।
06:06 char c = 5
06:11 এটি সংরক্ষণ করুন এবং রান করুন।
06:18 আউটপুট হল 53 যা ক্যারেক্টার 5 এর আস্কী ভ্যালু।
06:24 এটি 5 নয়।
06:26 সংখ্যাটি পেতে, স্ট্রিং ব্যবহার করে তা ইন্টিজারে রূপান্তর করতে হবে।
06:31 এখন দেখি যে এটি কিভাবে করি।
06:33 মেন ফাংশন মুছে ফেলুন।
06:38 লিখুন
06:40 String sHeight ইকুয়াল টু ডাবল উদ্ধৃতিতে 6.
06:58 int h ইকুয়াল টু এক্সপ্লিসিট কনভার্সন int of sHeight এবং
07:11 System dot out dot println h এখন ফাইলটি সংরক্ষণ করুন।
07:27 মান 6 এর সাথে স্ট্রিং ভ্যারিয়েবল তৈরী করে তা ইন্টিজারে রূপান্তর করার চেষ্টা করছি কিন্তু আমরা দেখি যে সেখানে একটি এরর রয়েছে।
07:37 এটি বলে যে Cannot cast from String to int.
07:42 স্ট্রিং রূপান্তর করতে, ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট কনভার্সন ব্যবহার করতে পারি না।
07:48 এটি অন্য মেথড দ্বারা অবশ্যই করতে হবে। এখন সেগুলি ব্যবহার করি।
07:58 int sHeight মুছে ফেলুন এবং লিখুন Integer dot parseInt sHeight.
08:21 ফাইলটি সংরক্ষণ করুন এবং রান করুন।
08:29 আমরা দেখি যে ভ্যালু সফলভাবে একটি ইন্টিজারে রূপান্তরিত করা হয়েছে।
08:35 এটি করতে ইন্টিজার মডিউলের parseInt মেথড ব্যবহার করি।
08:41 এখন দেখি কি হয় যদি সেখানে 6543 এর মত একাধিক সংখ্যা থাকে।
08:49 ফাইলটি সংরক্ষণ করুন এবং এটি রান করুন।
08:55 আমরা দেখি যে স্ট্রিং এ সংগ্রহিত সংখ্যা আবার সফলভাবে ইন্টিজারে রূপান্তরিত হয়েছে।
09:03 এখন দেখি কি হয় যদি স্ট্রিং একটি ফ্লোটিং পয়েন্ট নম্বর হয়।
09:10 6543 কে 65.43 তে বদলান। সুতরাং স্ট্রিং এ ফ্লোটিং পয়েন্ট নম্বর রয়েছে এবং আমরা এটি ইন্টিজারে রুপান্তরিত করছি।
09:22 ফাইলটি সংরক্ষণ করুন এবং এটি রান করুন।
09:31 সেখানে এরর রয়েছে এর কারণ হল আমরা স্ট্রিং ইন্টিজারে রুপান্তরিত করতে পারি না যাতে ফ্লোটিং পয়েন্ট নম্বর থাকে।
09:41 এটি ফ্লোটে কিভাবে রূপান্তর করে তা দেখি।
09:45 প্রথমে ডেটা টাইপ float হতে হবে।
09:51 দ্বিতীয়ত আমরা ব্যবহার করব float.parsefloat
10:07 স্ট্রিংকে প্রকৃত ফ্লোটিং পয়েন্ট নম্বরে রুপান্তরিত করতে যাতে ফ্লোটিং পয়েন্ট নম্বর থাকে আমরা ফ্লোট ক্লাসের Parsefloat মেথড ব্যবহার করছি।
10:18 ফাইলটি সংরক্ষণ করে রান করুন। আমরা দেখতে পারি যে স্ট্রিং যাতে ফ্লোটিং পয়েন্ট নম্বর থাকে সফলভাবে ফ্লোটিং পয়েন্ট নম্বরে রুপান্তরিত হয়েছে।
10:33 এবং এইভাবে আমরা ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট কনভার্সন করি এবং স্ট্রিংকে নম্বরে রূপান্তরিত করি।
10:45 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
10:48 এই টিউটোরিয়ালে এক ডেটা টাইপ থেকে অন্যতে রুপান্তরিত করা শিখেছি।
10:54 ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট কনভার্সন কি।
10:57 এবং স্ট্রিং সংখ্যায় কিভাবে রূপান্তর করে।
11:01 নির্দেশিত কাজ রূপে Integer.toString এবং Float.toString সম্পর্কে পড়ুন।
11:07 এবং দেখুন যে তারা কি করে?
11:14 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে, এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
11:20 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
11:23 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
11:27 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে।
11:31 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়।
11:34 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
11:40 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
11:44 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
11:50 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro
11:55 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble