Difference between revisions of "Java/C2/Logical-Operations/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00:02 | জাভাতে Logical Operators (লজিক্যাল অপারেটরস) এর টিউটোরিয…')
 
Line 4: Line 4:
 
|-
 
|-
 
| 00:02
 
| 00:02
|  জাভাতে Logical Operators (লজিক্যাল অপারেটরস) এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
+
|  জাভাতে '''Logical Operators''' (লজিক্যাল অপারেটরস) এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
  
 
|-
 
|-
Line 18: Line 18:
 
| এখানে আমরা
 
| এখানে আমরা
  
উবুন্টু 11.10,
+
উবুন্টু '''11.10''',
  
JDK 1.6 এবং
+
'''JDK 1.6''' এবং
  
Eclipse 3.7 ব্যবহার করছি।
+
'''Eclipse 3.7''' ব্যবহার করছি।
  
 
|-
 
|-
Line 42: Line 42:
 
|-
 
|-
 
| 00:54
 
| 00:54
| and, or, not. আমরা এদের প্রতিটি বিষদভাবে দেখবো। Eclipse এ যাই।
+
| '''and, or, not'''. আমরা এদের প্রতিটি বিষদভাবে দেখবো। '''Eclipse''' এ যাই।
  
 
|-
 
|-
 
| 01:04
 
| 01:04
|  এখানে বাকি কোডের জন্য Eclipse IDE এবং প্রয়োজনীয় skeleton রয়েছে।
+
|  এখানে বাকি কোডের জন্য '''Eclipse IDE''' এবং প্রয়োজনীয় '''skeleton''' রয়েছে।
  
 
|-
 
|-
 
| 01:10
 
| 01:10
| আমরা Logical অপারেশনস নামক ক্লাস তৈরী করে মেন মেথড যোগ করেছি।
+
| আমরা '''Logical''' অপারেশনস নামক ক্লাস তৈরী করে মেন মেথড যোগ করেছি।
  
 
|-
 
|-
Line 61: Line 61:
 
|-
 
|-
 
| 01:23
 
| 01:23
| আমরা b তে কন্ডিশনের ফলাফল সংরক্ষণ করব।
+
| আমরা '''b''' তে কন্ডিশনের ফলাফল সংরক্ষণ করব।
  
 
|-
 
|-
 
| 01:29
 
| 01:29
'''''int age''' is equal to '''11 '''   
+
|  '''int age''' is equal to '''11 '''   
  
 
|-
 
|-
 
| 01:35
 
| 01:35
| '''''int weight '''is equal to '''42 '''
+
| '''int weight''' is equal to '''42 '''
 
   
 
   
 
|-
 
|-
Line 77: Line 77:
 
|-
 
|-
 
| 01:46
 
| 01:46
| ব্যক্তির বয়স 18 বছরের কম এবং ওজন অন্তত 40 কেজি যাচাই করব।
+
| ব্যক্তির বয়স '''18''' বছরের কম এবং ওজন অন্তত '''40''' কেজি যাচাই করব।
  
 
|-
 
|-
Line 85: Line 85:
 
|-
 
|-
 
|  01:57
 
|  01:57
| '''b''' is equal to'''age''' ''less than '''''18''' ''ampersand ampersand'' '''weight''' ''greater than equal to'' '''40'''
+
| '''b''' is equal to '''age''' less than '''18''' ''ampersand ampersand'' '''weight''' greater than equal to '''40'''
  
 
|-
 
|-
 
| 02:19
 
| 02:19
| এই স্টেটমেন্টের দুটি এক্সপ্রেশন রয়েছে এবং মাঝে একটি ডবল ampersand চিহ্ন রয়েছে।
+
| এই স্টেটমেন্টের দুটি এক্সপ্রেশন রয়েছে এবং মাঝে একটি ডবল '''ampersand''' চিহ্ন রয়েছে।
  
 
|-
 
|-
 
| 02:24
 
| 02:24
| এটি যাচাই করে বয়স 18 এর চেয়ে কম এবং ওজন 40 এর অধিক বা সমান কি নয়।
+
| এটি যাচাই করে বয়স '''18''' এর চেয়ে কম এবং ওজন '''40''' এর অধিক বা সমান কি নয়।
  
 
|-
 
|-
 
| 02:31
 
| 02:31
| এই অপারেশনকে and অপারেশন বলে।
+
| এই অপারেশনকে '''and''' অপারেশন বলে।
  
 
|-
 
|-
 
|  02:35
 
|  02:35
|  এখন b এর মান প্রিন্ট করি।
+
|  এখন '''b''' এর মান প্রিন্ট করি।
  
 
|-
 
|-
 
| 02:40
 
| 02:40
| '''''System '''dot '''out '''dot '''println(''b'');'''''
+
| '''System dot out dot println(''b'')''';
  
 
|-
 
|-
Line 113: Line 113:
 
|-
 
|-
 
| 02:56
 
| 02:56
|  আমরা দেখতে পারি যে, আউটপুট true কারণ উভয় কন্ডিশন সঠিক।
+
|  আমরা দেখতে পারি যে, আউটপুট '''true''' কারণ উভয় কন্ডিশন সঠিক।
  
 
|-
 
|-
Line 121: Line 121:
 
|-
 
|-
 
| 03:08
 
| 03:08
| 42 কে 32 তে পরিবর্তন করুন।
+
| '''42''' কে '''32''' তে পরিবর্তন করুন।
  
 
|-
 
|-
Line 129: Line 129:
 
|-
 
|-
 
|  03:21
 
|  03:21
|  আউটপুট হল false.
+
|  আউটপুট হল '''false'''.
  
 
|-
 
|-
 
| 03:24
 
| 03:24
| এর কারণ হল কন্ডিশন age less than 18 হল সঠিক
+
| এর কারণ হল কন্ডিশন '''age less than 18''' হল সঠিক
  
 
|-
 
|-
 
| 03:29
 
| 03:29
| কিন্তু কন্ডিশন weight greater than or equal to 40 সঠিক নয়।
+
| কিন্তু কন্ডিশন '''weight''' greater than or equal to '''40''' সঠিক নয়।
  
 
|-
 
|-
 
| 03:34
 
| 03:34
| ফলাফল true হতে and অপারেটরের উভয় কন্ডিশন সঠিক হওয়া প্রয়োজন।
+
| ফলাফল '''true''' হতে '''and''' অপারেটরের উভয় কন্ডিশন সঠিক হওয়া প্রয়োজন।
  
 
|-
 
|-
 
| 03:39
 
| 03:39
| তাই আউটপুট হিসাবে false পাই।
+
| তাই আউটপুট হিসাবে '''false''' পাই।
  
 
|-
 
|-
 
| 03:43
 
| 03:43
| এইভাবে, ডাবল ampersand চিহ্ন ব্যবহার করে আমরা and অপারেশন সঞ্চালন করতে পারি।
+
| এইভাবে, ডাবল '''ampersand''' চিহ্ন ব্যবহার করে আমরা '''and''' অপারেশন সঞ্চালন করতে পারি।
 
   
 
   
 
|-
 
|-
Line 161: Line 161:
 
|-
 
|-
 
| 04:05
 
| 04:05
| এটি or অপারেশন দ্বারা সম্পন্ন হয়।
+
| এটি '''or''' অপারেশন দ্বারা সম্পন্ন হয়।
  
 
|-
 
|-
Line 173: Line 173:
 
|-
 
|-
 
| 04:17
 
| 04:17
| '''age''' ''less than equal to'' '''15''' ''pipe pipe'' '''weight''' ''less than equal to '''''30'''
+
| '''age''' less than equal to '''15''' ''pipe pipe'' '''weight''' less than equal to '''30'''
  
 
|-
 
|-
 
| 04:35
 
| 04:35
| এখানে দুটি কন্ডিশন এবং মাঝে একটি ডাবল pipe চিহ্ন রয়েছে।
+
| এখানে দুটি কন্ডিশন এবং মাঝে একটি ডাবল '''pipe''' চিহ্ন রয়েছে।
  
 
|-
 
|-
Line 189: Line 189:
 
|-
 
|-
 
| 04:54
 
| 04:54
|  আউটপুট হল true.
+
|  আউটপুট হল '''true'''.
  
 
|-
 
|-
 
|  04:57  
 
|  04:57  
|  কারণ and অপারেশনের মত or অপারেশনের উভয় কন্ডিশন true হওয়া জরুরি নয়।
+
|  কারণ and অপারেশনের মত '''or''' অপারেশনের উভয় কন্ডিশন '''true''' হওয়া জরুরি নয়।
  
 
|-
 
|-
 
|  05:03
 
|  05:03
|  এখানে একটি কন্ডিশন true হওয়া প্রয়োজন।
+
|  এখানে একটি কন্ডিশন '''true''' হওয়া প্রয়োজন।
  
 
|-
 
|-
Line 205: Line 205:
 
|-
 
|-
 
| 05:13
 
| 05:13
|    আমরা আউটপুট true পাই।
+
|    আমরা আউটপুট '''true''' পাই।
  
 
|-
 
|-
 
| 05:18
 
| 05:18
|  এখন বয়স এইভাবে বদলাই যাতে উভয় কন্ডিশন false হয় এবং ফলাফল দেখি।
+
|  এখন বয়স এইভাবে বদলাই যাতে উভয় কন্ডিশন '''false''' হয় এবং ফলাফল দেখি।
  
 
|-
 
|-
 
| 05:25
 
| 05:25
|  11 কে 17 এ পরিবর্তন করি।
+
'''11''' কে '''17''' এ পরিবর্তন করি।
  
 
|-
 
|-
Line 221: Line 221:
 
|-
 
|-
 
| 05:36
 
| 05:36
| এখন আউটপুট হল false যেহেতু উভয় কন্ডিশন সঠিক নয়।
+
| এখন আউটপুট হল '''false''' যেহেতু উভয় কন্ডিশন সঠিক নয়।
  
 
|-
 
|-
 
|  05:41  
 
|  05:41  
|  এইভাবে, আমরা or অপারেশন করতে ডাবল PIPE চিহ্ন ব্যবহার করি।
+
|  এইভাবে, আমরা '''or''' অপারেশন করতে ডাবল '''PIPE''' চিহ্ন ব্যবহার করি।
  
 
|-
 
|-
 
| 05:50
 
| 05:50
|  এখন সেই ব্যক্তিকে যাচাই করতে হবে যার বয়স 15 এর বেশি এবং ওজন 30 কেজির বেশি হয়।
+
|  এখন সেই ব্যক্তিকে যাচাই করতে হবে যার বয়স '''15''' এর বেশি এবং ওজন '''30''' কেজির বেশি হয়।
  
 
|-
 
|-
Line 237: Line 237:
 
|-
 
|-
 
| 06:03
 
| 06:03
| এক্ষেত্রে, আমরা not অপারেশন ব্যবহার করি।
+
| এক্ষেত্রে, আমরা '''not''' অপারেশন ব্যবহার করি।
  
 
|-
 
|-
Line 253: Line 253:
 
|-
 
|-
 
|  06:32
 
|  06:32
|  আগের আউটপুট false হওয়ায় এখন এটি true হতে হবে।
+
|  আগের আউটপুট '''false''' হওয়ায় এখন এটি '''true''' হতে হবে।
  
 
|-
 
|-
Line 265: Line 265:
 
|-
 
|-
 
| 06:48  
 
| 06:48  
|  এইভাবে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করে not অপারেশন সম্পন্ন করি। ধরুন আমরা 15 বছরের চেয়ে কম
+
|  এইভাবে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করে '''not''' অপারেশন সম্পন্ন করি। ধরুন আমরা '''15''' বছরের চেয়ে কম
  
 
|-
 
|-
 
| 06:58
 
| 06:58
| বা 18 বছরের চেয়ে কম বয়সের এবং 40 কেজির তুলনায় কম ওজনের ব্যক্তি চাই।
+
| বা '''18''' বছরের চেয়ে কম বয়সের এবং '''40''' কেজির তুলনায় কম ওজনের ব্যক্তি চাই।
  
 
|-
 
|-
Line 281: Line 281:
 
|-
 
|-
 
| 07:12  
 
| 07:12  
| '''age '''''less than '''''15 '''
+
| '''age''' less than '''15'''
  
 
|-
 
|-
 
| 07:15
 
| 07:15
| ''or''''' age '''''less than '''''18 '''
+
| ''or'' '''age''' less than '''18'''
  
 
|-
 
|-
 
| 07:24
 
| 07:24
| ''and''''' weight '''''less than '''''40'''
+
| ''and'' '''weight''' less than 4'''0'''
  
 
|-
 
|-
Line 297: Line 297:
 
|-
 
|-
 
| 07:36
 
| 07:36
| আমরা জানি না যে or অপারেশন না and অপারেশন পূর্বে সঞ্চালিত হয়েছে।
+
| আমরা জানি না যে '''or''' অপারেশন না '''and''' অপারেশন পূর্বে সঞ্চালিত হয়েছে।
  
 
|-
 
|-
Line 316: Line 316:
 
|-
 
|-
 
| 08:13
 
| 08:13
| এখন যদিও প্রথম কন্ডিশন age less than 15 সঠিক নয়,
+
| এখন যদিও প্রথম কন্ডিশন '''age''' less than '''15''' সঠিক নয়,
  
 
|-
 
|-
Line 324: Line 324:
 
|-
 
|-
 
| 08:22
 
| 08:22
| age less than 18 and weight less than 40 হল সঠিক।
+
| '''age''' less than '''18''' ''and'' '''weight''' less than '''40''' হল সঠিক।
  
 
|-
 
|-
 
| 08:27
 
| 08:27
| তাই আউটপুট হল true.
+
| তাই আউটপুট হল '''true'''.
  
 
|-
 
|-
Line 372: Line 372:
 
|-
 
|-
 
| 09:30
 
| 09:30
| বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
+
| বিস্তারিত তথ্যের জন্য '''contact@spoken-tutorial.org''' তে ইমেল করুন।
  
 
|-
 
|-
 
|  09:36
 
|  09:36
| স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
+
| স্পোকেন টিউটোরিয়াল '''Talk to a Teacher''' প্রকল্পের অংশবিশেষ।
 
|-
 
|-
 
| 09:40
 
| 09:40
|  এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত।
+
|  এটি ভারত সরকারের '''ICT, MHRD''' এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত।
 
|-
 
|-
 
| 09:46
 
| 09:46

Revision as of 11:31, 30 May 2014

Time' Narration
00:02 জাভাতে Logical Operators (লজিক্যাল অপারেটরস) এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে, আমরা লজিক্যাল অপারেটরস সম্পর্কে শিখব।
00:11 লজিক্যাল অপারেটর ব্যবহার করে একাধিক এক্সপ্রেশন যাচাই করা এবং বন্ধনী ব্যবহার করে প্রিসিডেন্স ওভাররাইট করা।
00:20 এখানে আমরা

উবুন্টু 11.10,

JDK 1.6 এবং

Eclipse 3.7 ব্যবহার করছি।

00:30 টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে রিলেশনাল অপারেটর সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
00:35 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়াল জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন।
00:40 লজিক্যাল অপারেটর একাধিক কন্ডিশন যাচাই করতে ব্যবহৃত হয়।
00:48 এখানে জাভাতে উপলব্ধ লজিক্যাল অপারেটরের তালিকা রয়েছে।
00:54 and, or, not. আমরা এদের প্রতিটি বিষদভাবে দেখবো। Eclipse এ যাই।
01:04 এখানে বাকি কোডের জন্য Eclipse IDE এবং প্রয়োজনীয় skeleton রয়েছে।
01:10 আমরা Logical অপারেশনস নামক ক্লাস তৈরী করে মেন মেথড যোগ করেছি।
01:15 কিছু ভ্যারিয়েবল তৈরী করি।
01:20 boolean b ;
01:23 আমরা b তে কন্ডিশনের ফলাফল সংরক্ষণ করব।
01:29 int age is equal to 11
01:35 int weight is equal to 42
01:42 এখানে ব্যক্তির বয়স এবং ওজন রয়েছে।
01:46 ব্যক্তির বয়স 18 বছরের কম এবং ওজন অন্তত 40 কেজি যাচাই করব।
01:52 এটি কিভাবে করে তা দেখি।
01:57 b is equal to age less than 18 ampersand ampersand weight greater than equal to 40
02:19 এই স্টেটমেন্টের দুটি এক্সপ্রেশন রয়েছে এবং মাঝে একটি ডবল ampersand চিহ্ন রয়েছে।
02:24 এটি যাচাই করে বয়স 18 এর চেয়ে কম এবং ওজন 40 এর অধিক বা সমান কি নয়।
02:31 এই অপারেশনকে and অপারেশন বলে।
02:35 এখন b এর মান প্রিন্ট করি।
02:40 System dot out dot println(b);
02:48 সংরক্ষণ করে রান করুন।
02:56 আমরা দেখতে পারি যে, আউটপুট true কারণ উভয় কন্ডিশন সঠিক।
03:02 এখন ওজন পরিবর্তন করি যাতে একটি কন্ডিশন সঠিক না হয় এবং কোড আবার রান করি।
03:08 42 কে 32 তে পরিবর্তন করুন।
03:14 সংরক্ষণ করে রান করুন।
03:21 আউটপুট হল false.
03:24 এর কারণ হল কন্ডিশন age less than 18 হল সঠিক
03:29 কিন্তু কন্ডিশন weight greater than or equal to 40 সঠিক নয়।
03:34 ফলাফল true হতে and অপারেটরের উভয় কন্ডিশন সঠিক হওয়া প্রয়োজন।
03:39 তাই আউটপুট হিসাবে false পাই।
03:43 এইভাবে, ডাবল ampersand চিহ্ন ব্যবহার করে আমরা and অপারেশন সঞ্চালন করতে পারি।
03:53 এখানে বয়স ও ওজন রয়েছে এবং এটি যথেষ্ট যদি এদের একটি কন্ডিশন সঠিক হয়।
03:59 অর্থাৎ আমাদের দেখতে হবে যে যদি প্রথম বা দ্বিতীয় কন্ডিশন সঠিক হয়।
04:05 এটি or অপারেশন দ্বারা সম্পন্ন হয়।
04:09 প্রথমে আগের কন্ডিশন মুছে দিন।
04:15 এবং লিখুন
04:17 age less than equal to 15 pipe pipe weight less than equal to 30
04:35 এখানে দুটি কন্ডিশন এবং মাঝে একটি ডাবল pipe চিহ্ন রয়েছে।
04:40 এই স্টেটমেন্ট যাচাই করে যে প্রদত্ত দুটি কন্ডিশনের মধ্যে একটি সঠিক হয়।
04:46 আউটপুট দেখতে কোড রান করি। সংরক্ষণ করে রান করুন।
04:54 আউটপুট হল true.
04:57 কারণ and অপারেশনের মত or অপারেশনের উভয় কন্ডিশন true হওয়া জরুরি নয়।
05:03 এখানে একটি কন্ডিশন true হওয়া প্রয়োজন।
05:06 সুতরাং ওজনের কন্ডিশন সঠিক না হলেও, বয়সের কন্ডিশন সঠিক হওয়ায়
05:13 আমরা আউটপুট true পাই।
05:18 এখন বয়স এইভাবে বদলাই যাতে উভয় কন্ডিশন false হয় এবং ফলাফল দেখি।
05:25 11 কে 17 এ পরিবর্তন করি।
05:30 সংরক্ষণ করে রান করুন।
05:36 এখন আউটপুট হল false যেহেতু উভয় কন্ডিশন সঠিক নয়।
05:41 এইভাবে, আমরা or অপারেশন করতে ডাবল PIPE চিহ্ন ব্যবহার করি।
05:50 এখন সেই ব্যক্তিকে যাচাই করতে হবে যার বয়স 15 এর বেশি এবং ওজন 30 কেজির বেশি হয়।
05:57 অন্য কথায়,আমরা যা করেছি তার বিপরীত কন্ডিশন যাচাই করতে হবে।
06:03 এক্ষেত্রে, আমরা not অপারেশন ব্যবহার করি।
06:07 প্রথমে কন্ডিশন বন্ধনীতে লিখুন।
06:17 এবং কন্ডিশনের পূর্বে বিস্ময়বোধক চিহ্ন যোগ করুন।
06:25 বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করে, আমরা বন্ধনীর ভিতরের বিপরীত কন্ডিশন যাচাই করি।
06:32 আগের আউটপুট false হওয়ায় এখন এটি true হতে হবে।
06:38 সংরক্ষণ করে রান করুন।
06:44 এখন আউটপুট হল আগের বিপরীত।
06:48 এইভাবে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করে not অপারেশন সম্পন্ন করি। ধরুন আমরা 15 বছরের চেয়ে কম
06:58 বা 18 বছরের চেয়ে কম বয়সের এবং 40 কেজির তুলনায় কম ওজনের ব্যক্তি চাই।
07:04 এখন এই কন্ডিশন দেখি।
07:07 আগের কন্ডিশন মুছে ফেলুন এবং লিখুন,
07:12 age less than 15
07:15 or age less than 18
07:24 and weight less than 40
07:33 এখানে কন্ডিশন বিভ্রান্তিকর।
07:36 আমরা জানি না যে or অপারেশন না and অপারেশন পূর্বে সঞ্চালিত হয়েছে।
07:42 এটি অপারেটরের প্রিসিডেন্সের উপর নির্ভর করে।
07:46 এরকম ক্ষেত্রে, প্রিসিডেন্স ওভাররাইট করতে বন্ধনী ব্যবহার করি এবং কন্ডিশন ও স্পষ্ট করি।
07:53 সুতরাং বন্ধনী যোগ করা যাক।
08:06 প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন।
08:13 এখন যদিও প্রথম কন্ডিশন age less than 15 সঠিক নয়,
08:20 দ্বিতীয় কন্ডিশন, যা হল
08:22 age less than 18 and weight less than 40 হল সঠিক।
08:27 তাই আউটপুট হল true.
08:30 তাই অস্পষ্টতা এড়াতে বন্ধনী ব্যবহার করে এক্সপ্রেশন স্পষ্ট করুন।
08:36 এবং এইভাবে একাধিক কন্ডিশন যাচাই করতে আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করি।
08:44 টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
08:47 আমরা লজিক্যাল অপারেটর এবং এটি ব্যবহার করে একাধিক এক্সপ্রেশন যাচাই করা এবং
08:54 বন্ধনী ব্যবহার করে প্রিসিডেন্স ওভাররাইট করাও শিখেছি।
09:00 নির্দেশিত কাজ হিসাবে,
09:02 নীচের দুটি এক্সপ্রেশন, সমতুল্য কিনা তা যাচাই করুন।
09:10 এই প্রকল্প সম্পর্কে অধিক জানতে, এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
09:18 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
09:23 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল, টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
09:30 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
09:36 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
09:40 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত।
09:46 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken HYPHEN tutorial DOT org SLASH NMEICT HYPHEN Intro
09:52 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble