Java/C2/Hello-World-Program-in-Eclipse/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 16:33, 24 September 2013 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 HelloWorld in Java on Eclipse এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা Eclipse ব্যবহার করে Java তে সহজ Hello World প্রোগ্রাম কিভাবে লেখে তা শিখতে যাচ্ছি।
00:13 এই টিউটোরিয়ালের জন্য আমরা eclipse 3.7.0 এবং উবুন্টু 11.10 ব্যবহার করছি।
00:20 এই টিউটোরিয়াল অনুসরণ করতে আপনার সিস্টেমে Eclipse সংস্থাপিত থাকা দরকার।
00:25 এবং আপনার Eclipse এ ফাইল তৈরী করা, সংরক্ষণ করা এবং রান করা সম্পর্কে জানা উচিত।
00:30 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন।
00:36 এখানে জাভা কোডের একটি লাইন রয়েছে যা Hello World ম্যাসেজ প্রিন্ট করে।
00:44 এখন এটি Eclipse এ চেষ্টা করি।
00:46 Alt এবং F2 টিপুন। ডায়ালগ বাক্সে Eclipse লিখুন এবং Enter টিপুন।
00:56 ওয়ার্কস্পেসে OK টিপুন এবং এখানে Eclipse IDE রয়েছে।
01:09 একটি নতুন প্রকল্প যুক্ত করি।
01:12 File তারপর New তে টিপে Project নির্বাচন করুন।
01:19 প্রকল্পের তালিকা থেকে Java Project নির্বাচন করুন এবং Next টিপুন।
01:26 Project name এ DemoProject লিখুন ( Demo ও Project এর মধ্যে কোনো স্থান নেই এবং D ও P বড় হাতের অক্ষরে আছে)
01:40 Finish এ টিপুন যা উইজার্ডের নীচের ডানদিকের কোনায় অবস্থিত।
01:46 DemoProject তৈরি করা হয়েছে।
01:49 এখন প্রকল্পে একটি নতুন ক্লাস যুক্ত করি।
01:52 Project এ ডান ক্লিক করে New তে গিয়ে Class নির্বাচন করুন। এটি একটি New Java Class Portlet খোলে।
01:59 Class name এ DemoProgram লিখুন এবং method stubs থেকে public static void main বিকল্পটি নির্বাচন করুন।
02.13 Finish এ টিপুন যা উইজার্ডের নীচের ডানদিকের কোণায় অবস্থিত।
02.20 আপনি দেখতে পারেন যে DemoProject এ source directory এবং Demo program.Java নামক ফাইল রয়েছে।
02:27 এর কারণ হল জাভায় প্রতিটি ক্লাস তার নিজস্ব ফাইলে থাকা উচিত। তাই ক্লাস ডেমো প্রোগ্রাম শুধুমাত্র Demo program.Java ফাইলে থাকতে পারে।
02:40 আমরা দেখতে পারি যে এখানে এডিটরের জন্য খুব অল্প স্থান রয়েছে এবং দৃশ্য ঝাপসা দেখায়। অন্যান্য portlets মিনিমাইজ করি এবং এখানে এডিটর আছে।
02:55 লক্ষ্য করুন যে এই লাইন দুটি স্ল্যাশ দ্বারা শুরু হয় যার মানে এই লাইনটি হল কমেন্ট এবং আমাদের কোড দ্বারা কিছু করার দরকার নেই।
03:05 এই লাইনটি মুছে ফেলি। একইভাবে স্ল্যাশ Astrix এবং Astrix স্ল্যাশের মধ্যের প্রতিটি জিনিস ও সাথে থাকবে।
03:17 সুতরাং এই কমেন্ট ও মুছে ফেলা যাক।
03:22 এখানে কোডের bare bone রয়েছে।
03:27 এখন প্রিন্ট স্টেটমেন্ট যোগ করি, System.
03:35 লক্ষ্য করুন যে eclipse সকল সম্ভব সমাপ্তির একটি তালিকা দেয়।
03:38 এখন আমরা ম্যানুয়ালি কমান্ডটি লিখতে যাচ্ছি;
03:43 Out.println. বন্ধনীর মধ্যে উদ্ধৃতির মধ্যে HelloWorld লিখুন।
03:56 জাভাতে, প্রতিটি স্টেটমেন্ট একটি সেমিকোলন দ্বারা শেষ হয়।
03:59 সুতরাং একটি সেমিকোলন যোগ করি।
04:03 এখানে এটি হল Java তে সম্পূর্ণ HelloWorld প্রোগ্রাম।
04:06 সংরক্ষণ করতে Ctrl + S টিপুন।
04:11 ডান ক্লিক করে Run as এবং java application এ টিপুন। কোড Run করুন।
04:19 যেমনকি আমরা দেখি আউটপুট কনসোলে HelloWorld ম্যাসেজ প্রিন্ট করা হয়েছে।
04:24 এখন World কে Java তে পরিবর্তন করি।
04:30 এটি Ctrl + S দ্বারা সংরক্ষণ করি এবং Run করি।
04:41 যেমনকি আমরা দেখি এখন প্রিন্ট করা ম্যাসেজ হল Hello Java.
04:45 কোডের প্রতিটি অংশ কি করে তা বোঝা যাক।
04:48 প্রথম লাইন নির্দেশ করে যে ক্লাস নেম হল DemoProgram এবং এটি একটি Public class.
04:55 প্রথম লাইন নির্দেশ করে যে এটি হল main method. অন্য কথায় পদ্ধতি যার দ্বারা জাভাতে সম্পাদন শুরু হয়।
05:04 এখানে এটি একটি প্রিন্ট স্টেটমেন্ট।
05:07 এবং এখানে কিভাবে আমরা Java তে একটি HelloWorld প্রোগ্রাম লিখি।
05:14 আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
05:17 এই টিউটোরিয়ালে, আমরা জাভাতে 'HelloWorld' প্রোগ্রাম লেখা এবং এছাড়া জাভা কোডে কোডের প্রতিটি অংশ কি করে তাও শিখেছি।
05:27 এই টিউটোরিয়ালের নির্দেশিত কাজ হিসাবে
05:29 Greet নামক একটি জাভা ক্লাস তৈরী করুন, সম্পাদনের সময় এটি Program Successful প্রিন্ট করা উচিত।
05:37 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে,
05:39 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
05:42 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
05:45 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন।
05:51 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল
05:53 কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
05:55 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেওয়া হয়।
05:59 এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
06:05 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ
06:09 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত।
06:14 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। http:// spoken- tutorial.org/NMEICT-Intro
06:19 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta