Difference between revisions of "Java/C2/Getting-started-java-Installation/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 334: Line 334:
 
| 06.24
 
| 06.24
 
| টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
 
| টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
 
  
 
|-
 
|-
Line 343: Line 342:
 
| 06.30
 
| 06.30
 
| বিস্তারিত তথ্যের জন্য '''contact@spoken-tutorial.org''' তে ইমেল করুন।
 
| বিস্তারিত তথ্যের জন্য '''contact@spoken-tutorial.org''' তে ইমেল করুন।
 
  
 
|-
 
|-
Line 352: Line 350:
 
| 06.41
 
| 06.41
 
| এটি ভারত সরকারের '''ICT, MHRD''' এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত।
 
| এটি ভারত সরকারের '''ICT, MHRD''' এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত।
 
  
 
|-
 
|-

Revision as of 11:29, 9 May 2014

Time Narration


00.01 Java (জাভা) সংস্থাপনের সাথে শুরু করার এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00.07 এই টিউটোরিয়ালে শিখব:
00.09 সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার দ্বারা JDK সংস্থাপিত করা।
00.13 Java কেন?
00.14 Java এর অ্যাপ্লিকেশন্স এবং ধরন।
00.17 এখানে আমরা
00.19 উবুন্টু সংস্করণ 11.10 এবং
00.21 জাভা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট JDK 1.6 ব্যবহার করছি।
00.26 টিউটোরিয়ালটি অনুসরণ করতে ইন্টারনেটের সাথে যুক্ত থাকা আবশ্যক।
00.31 সিস্টেমে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার সংস্থাপিত থাকা দরকার।
00.35 লিনাক্সে টার্মিনাল, টেক্সট এডিটর এবং সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজারের ব্যবহার সম্পর্কেও জানা দরকার।
00.43 না হলে, দয়া করে spoken-tutorial.org তে উপলব্ধ, লিনাক্স এর কথ্য টিউটোরিয়াল দেখুন।
00.51 Java প্রোগ্রাম রান করতে, JDK, Java Development Kit সংস্থাপিত করতে হবে।
00.57 JDK সম্পর্কে আরো জানতে আপনি নিম্নলিখিত লিঙ্ক-এ দেখুন।
01.02 এখন, সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে JDK সংস্থাপিত করব।
01.07 এই জন্য, root permissions এর প্রয়োজন।
01.10 Repository চয়ন করা সম্পর্কেও জানা দরকার।
01.14 এটি লিনাক্সে পূর্বে উল্লিখিত টিউটোরিয়ালে আগেই ব্যাখ্যা করা হয়েছে।
01.19 এখন, ডেস্কটপের বাম কোনায়, আপনি Taskbar (টাস্কবার) পাবেন।
01.25 উপরে আপনি Dash Home পাবেন।
01.28 DashHome এ টিপুন।
01.31 সার্চ বারে Synaptic (সিন্যাপটিক) লিখুন।
01.35 এখানে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার পাবেন।
01.38 Synaptic Package Manager এ টিপুন।
01.42 Authentication (অনুমোদন) এর জন্য আপনাকে, আপনার পাসওয়ার্ড লিখতে বলা হবে।
01.47 সুতরাং আপনার পাসওয়ার্ড লিখুন এবং Authenticate এ টিপুন।
01.56 এটি সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার খোলে।
02.03 এখন Quick Filter বাক্সে jdk লিখুন।
02.08 আমরা openjdk-6-jdk নামক একটি প্যাকেজ দেখি।
02.13 এর উপর রাইট ক্লিক করুন এবং Mark for Installation এ টিপুন।
02.17 Apply এ টিপুন।
02.20 আপনাকে চিহ্নিত পরিবর্তনের তালিকা নিশ্চিত করতে বলা হবে।
02.24 তাই To be Installed এ টিপুন এবং তারপর Apply এ টিপুন।
02.30 সংস্থাপন কয়েক সেকেন্ড নেবে।
02.38 এখন, আমরা দেখতে পারি যে openjdk-6-jdk সবুজ রঙে রয়েছে।
02.48 সুতরাং সংস্থাপন সম্পূর্ণ হয়ে গেছে।
02.52 এখন, সংস্থাপন যাচাই করি, এটি করতে Ctrl, Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন।
03.03 টার্মিনাল ইতিমধ্যে এখানে খোলা রয়েছে।
03.06 কমান্ড প্রম্পটে java space hyphen version লিখুন এবং Enter (এন্টার) টিপুন।
03.15 আমরা দেখি যে, jdk এর সংস্করণ সংখ্যা প্রদর্শিত হয়।
03.20 বিতরণের উপর নির্ভর করে, আপনার ব্যবহৃত সংস্করণ সংখ্যা ভিন্ন হতে পারে।
03.26 সুতরাং, আমরা সফলভাবে jdk সংস্থাপিত করেছি।
03.30 এখন, একটি সহজ Java প্রোগ্রাম রান করে দেখি যে এটি কাজ করছে কিনা।
03.35 আমি ইতিমধ্যে TestProgram dot java নামক ফাইলে নিম্ন কোড সংরক্ষিত করেছি।
03.42 এখন, কোড কম্পাইল করে রান করি।
03.45 এই কোড স্পষ্টরূপে প্রদর্শন করে যে, We have successfully run a Java Program on the Terminal.
03.53 সুতরাং এখন টার্মিনালে ফিরে যাই।
03.57 মনে রাখুন,TestProgram dot java ফাইল হোম ডিরেক্টরিতে সংরক্ষিত করেছি
04.03 এবং এখন আমি হোম ডিরেক্টরিতে রয়েছি।
04.07 সুতরাং কমান্ড প্রম্পটে লিখুন, javac স্পেস TestProgram ডট java
04.19 কোড কম্পাইল করতে।
04.21 Enter (এন্টার) টিপুন।
04.25 কোড রান করি।
04.27 তাই লিখুন java স্পেস TestProgram এবং Enter (এন্টার) টিপুন।
04.35 আমরা আউটপুট পাই, We have successfully run a java program.
04.44 সুতরাং, আমাদের সংস্থাপন নিখুঁত হয়েছে।
04.48 এখন স্লাইডে ফিরে যাই।
04.51 এখন আমি ব্যাখ্যা করব, Java কেন উপযোগী।
04.55 Java খুব সহজ।
04.57 Java হল object oriented (অবজেক্ট ওরিয়েন্টেড)।
04.59 এটি স্বাধীন প্ল্যাটফর্ম।
05.01 এটি সুরক্ষিত।
05.02 Java তে উচ্চ কার্যকারিতা রয়েছে।
05.04 Java হল মাল্টি-থ্রেডেড।
05.07 এখন আমরা Java এর কিছু ধরণ এবং অ্যাপ্লিকেশন্স দেখব।
05.11 -JSP, বা Java Server Pages: এটি সাধারণ HTML ট্যাগসের সাথে কোড ভিত্তিক।
05.18 JSP প্রগতিশীল ওয়েব পেজ তৈরি করতে সাহায্য করে।
05.22 -Java Applets: এটি ওয়েব অ্যাপ্লিকেশনকে মিথস্ক্রিয় বৈশিষ্ট্য প্রদান করতে ব্যবহৃত হয়।
05.28 -J2EE বা Java Enterprise Edition: কোম্পানি J2EE ব্যবহার করে।
05.33 এটি XML কাঠামোগত ডকুমেন্ট স্থানান্তরিত করতে উপযোগী।
05.38 -JavaBeans: JavaBeans একটি পুনঃ ব্যবহারযোগ্য সফটওয়্যার কম্পোনেন্ট।
05.43 এর ব্যবহার নতুন এবং উন্নত অ্যাপ্লিকেশন নির্মান করতে করা যাবে।
05.47 -Mobile Java: এটি বিভিন্ন বিনোদন যন্ত্রের জন্য ব্যবহৃত হয়, যেমন মোবাইল ফোন।
05.53 সুতরাং এই টিউটোরিয়াল আমরা শিখেছি,
05.56 সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে JDK সংস্থাপিত করা।
05.59 Java প্রোগ্রাম কম্পাইল করে রান করা।
06.02 Java ব্যবহারের উপকারিতা।
06.04 Java এর ধরন এবং অ্যাপ্লিকেশন্স।
06.08 এই প্রকল্প সম্পর্কে অধিক জানতে, এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
06.14 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
06.17 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন।
06.22 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল,
06.24 টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
06.27 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়।
06.30 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
06.36 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
06.41 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত।
06.47 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য,
06.52 http://spoken-tutorial.org/NMEICT-Intro
06.58 টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
07.01 আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।
07.04 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, PoojaMoolya, Pratik kamble