JChemPaint/C2/Introduction-to-JChemPaint/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 13:38, 25 February 2017 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 Introduction to JChemPaint এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00:08 JChemPaint সম্পর্কে।
00:10 উইন্ডোজ অপারেটিং সিস্টেমে JChemPaint সংস্থাপন করা।
00:13 উবুন্টু OS 12.04JChemPaint সংস্থাপন করা।
00:18 আমরা এও শিখব:
00:20 JChemPaint ইন্টারফেসের মেনু বার, টুল বার এবং প্যানেল।
00:25 প্রেফেরেন্সেস উইন্ডো।
00:27 টুল ব্যবহার করে কাঠামো আঁকা এবং
00:30 .mol এক্সটেনশন দ্বারা অঙ্কন সংরক্ষণ করা।
00:34 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি, উবুন্টু লিনাক্স OS সংস্করণ 12.04,
00:41 উইন্ডোজ সংস্করণ 7,
00:43 JChemPaint সংস্করণ 3.3-1210,
00:48 ফায়ারফক্স ব্রাউজার 31.0,
00:52 জাভা সংস্করণ 7.
00:55 টিউটোরিয়ালটি অনুসরণ করতে প্রয়োজন ইন্টারনেট সংযোগ,
00:59 সিস্টেমে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার সংস্থাপন,
01:03 উবুন্টুতে টার্মিনালের ধারণা,
01:06 উইন্ডোজে কমান্ড প্রম্পটের ধারণা।
01:10 মনে রাখুন যে JChemPaint রান করতে আপনার সিস্টেমে Java সংস্থাপনের প্রয়োজন।
01:16 Java সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে উবুন্টুতে সংস্থাপন করা যাবে।
01:21 উদাহরণস্বরূপ: openjdk-7-jre
01:27 এখন JChemPaint সম্পর্কে শিখি।
01:30 JChemPaint একটি 2D কেমিকাল স্ট্রাকচার এডিটর এবং ভিউয়ার।
01:35 এটি Java তে বিকশিত বিনামূল্য এবং ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন।
01:43 এটি SMILES, Molfile, CML এবং InChi কী এর এর মত প্লেন টেক্সট ফরম্যাটে স্ট্রাকচার ডেটা ইম্পোর্ট এবং এক্সপোর্টের অনুমতি দেয়।
01:56 উবুন্টু 12.04 OSJChemPaint সংস্থাপন দিয়ে শুরু করি।
02:02 ফায়ারফক্স ওয়েব ব্রাউজার খুলুন।
02:06 উবুন্টুতে JChemPaint সংস্থাপন করতে এড্রেস বারে, এই URL লিখুন http://jchempaint.github.io/
02:21 আপনি সরাসরি JChemPaint এর ডাউনলোড পৃষ্ঠায় যাবেন।
02:26 ওয়েব পৃষ্ঠায়, download a recent jar file from github (current is 3.3-1210): খুঁজুন।
02:37 the desktop application (6.8 MB) তে টিপুন।
02:42 Save file ডায়লগ বাক্স খোলে, Save File বোতামে টিপুন এবং OK তে টিপুন।
02:48 এখন সংরক্ষিত ফাইল Downloads ফোল্ডার থেকে Desktop এ সরানো যাক।
02:53 সংরক্ষিত ফাইলে ডান ক্লিক করে Move to এবং Desktop নির্বাচন করুন।
03:00 একটি নতুন JChemPaint উইন্ডো খুলতে, আমাদের টার্মিনাল প্রয়োজন।
03:04 টার্মিনাল খুলতে Ctrl + Alt এবং T কী একসাথে টিপুন।
03:10 লিখুন cd স্পেস Desktop এবং Enter টিপুন।
03:16 লিখুন java স্পেস ./jchempaint-3.3-1210.jar এবং Enter টিপুন।
03:32 JChemPaint উইন্ডো খোলে।
03:35 লক্ষ্য করুন JChemPaint শুধুমাত্র টার্মিনাল থেকে খোলা যাবে।
03:41 এখন উইন্ডোজের সংস্থাপন প্রক্রিয়ায় যাই।
03:45 এখন Windows OS এ জাভা সংস্থাপন করি।
03:50 আপনার উইন্ডোজ মেশিনে ফায়ারফক্স ওয়েব ব্রাউজার খুলুন।
03:55 এড্রেস বারে, লিখুন jre-7-downloads এবং Enter টিপুন।
04:02 একটি নতুন ওয়েব পৃষ্ঠা খোলে।
04:06 Java SE Runtime Environment 7 Downloads-Oracle লিঙ্কে টিপুন।
04:14 Downloads পৃষ্ঠা খোলে।
04:17 ওয়েব পৃষ্ঠায়, Accept License Agreement চয়ন করুন।
04:22 jre-7-windows-i586.exe লিঙ্ক চয়ন করুন।
04:31 Save file ডায়ালগ বাক্স খোলে।
04:35 Save File বোতামে টিপুন।
04:38 ফাইল Downloads ফোল্ডারে ডাউনলোড হবে।
04:42 ডাউনলোড করা ফাইলে টিপুন।
04:46 Java সংস্থাপন করতে সংস্থাপনের প্রক্রিয়া অনুসরণ করুন।
04:51 Close এ টিপুন।
04:54 Jre-7 আপনার মেশিনে সংস্থাপিত হবে।
04:59 এখন JChemPaint সংস্থাপন করি।
05:02 আপনার উইন্ডোজ মেশিনে ফায়ারফক্স ওয়েব ব্রাউজার খুলুন।
05:06 উইন্ডোজে JChemPaint সংস্থাপন করতে এড্রেস বারে, এই URL লিখুন http://jchempaint.github.io/
05:21 আপনি JChemPaint এর ডাউনলোড পৃষ্ঠায় যাবেন।
05:26 ওয়েব পৃষ্ঠায়, download a recent jar file from github (current is 3.3-1210): সনাক্ত করুন।
05:39 the desktop application (6.8 MB) তে টিপুন।
05:44 Save file ডায়ালগ বাক্স খোলে।
05:47 Save File বোতামে টিপুন।
05:51 .jar ফাইল Downloads ফোল্ডারে ডাউনলোড হবে।
05:57 Downloads ফোল্ডার খুলুন এবং jchempaint-3.3-1210.jar ফাইল নির্বাচন করুন।
06:08 আপনি উপলব্ধ সবচেয়ে আধুনিক সংস্করণ ডাউনলোড করতে পারেন।
06:13 এক্সিকিউটেবল ফাইলে ডান ক্লিক করুন।
06:16 JChemPaint খুলতে Open এ টিপুন।
06:20 অথবা, কমান্ড প্রম্পট ব্যবহার করে JChemPaint খুলতে পারেন।
06:26 কমান্ড প্রম্পট খুলতে, আপনার কীবোর্ডে Windows এবং R কী একসাথে টিপুন।
06:34 Run প্রম্পট বাক্স খোলে।
06:37 Open box এ লিখুন cmd এবং OK তে টিপুন।
06:43 কমান্ড প্রম্পট খোলে।
06:46 এখন Downloads ফোল্ডারে যান যেখানে আমরা ডাউনলোড করা .jar ফাইল সংরক্ষণ করেছি।
06:54 প্রম্পটে লিখুন cd স্পেস Downloads এবং Enter টিপুন।
07:00 লিখুন java স্পেস -jar স্পেস jchempaint-3.3-1210.jar এবং Enter টিপুন।
07:13 JChemPaint উইন্ডো খোলে।
07:17 কমান্ড প্রম্পটে এরর দেখালে
07:20 java ফোল্ডারে স্থিত Program files এ যান এবং এটিতে টিপুন।
07:27 bin ফোল্ডার খুঁজুন এবং এতে ডান ক্লিক করুন।
07:32 Properties এ যান।
07:35 C:\Program Files within brackets (x86)\Java\jre7 এড্রেস কপি করুন।
07:48 পাথ সেট করতে পদক্ষেপগুলি অনুসরণ করুন।
07:51 My Computer এর এ ডান ক্লিক করে Properties বিকল্প নির্বাচন করুন।
07:57 Advanced System settings এ টিপুন, এবং তারপর Environment Variables এ টিপুন।
08:04 System VariablesPath সন্ধান করুন।
08:09 Edit এ টিপুন।
08:11 Edit system Variable ডায়লগ বাক্স খোলে।
08:16 C:\Program Files within brackets (x86)\Java\jre7 এড্রেস পেস্ট করুন।
08:28 OK তে টিপুন এবং উইন্ডো বন্ধ করুন।
08:32 JChemPaint উইন্ডো এরকম দেখায়।
08:36 এটি হল মেনু বার।
08:38 মেনু বারে এইরকম মেনু আইটেম থাকে: File, Edit, View, Atom, Bond, Tools, R-groups, Templates এবং Help.
08:54 JChemPaint এর সাথে কাজ করতে টুল বারে সকল প্রয়োজনীয় টুল রয়েছে।
09:02 JChempaint উইন্ডোতে রয়েছে:
09:04 উপরে Formatting টুল
09:07 বামদিকে Bond টুল
09:09 ডানদিকে Ring টুল এবং
09:12 নীচে Element টুল।
09:15 প্যানেল আঁকা কাঠামো দেখায়।
09:18 এখন JChemPaint প্রেফেরেন্সেস উইন্ডো দেখি।
09:22 Draw a chain টুলে টিপুন।
09:24 এটিতে টিপে এবং ড্রেগ করে প্যানেলে 6 টি কার্বন পরমাণুতে যান।
09:30 লক্ষ্য করুন কার্বন চেনে কোনো পরমাণু নেই।
09:35 Edit মেনুতে যান, Preferences এ যান এবং এটিতে টিপুন।
09:42 Preferences উইন্ডো খোলে।
09:45 Preferences উইন্ডোর দুটি ট্যাব রয়েছে Display Preferences এবং Other Preferences.
09:54 ডিফল্টরূপে Display Preferences ট্যাব নির্বাচিত।
10:00 লক্ষ্য করুন যে কোনো চেকবাক্স নির্বাচিত নয়।
10:05 এখন কয়েকটি চেকবাক্সে টিপি এবং দেখি যে তারা কিভাবে জরুরি।
10:12 চেনে মিথাইল গ্রুপ দেখাতে Show explicit methyl groups এ টিপুন।
10:18 হাইড্রোজেন দেখাতে Show implicit hydrogens এ টিপুন।
10:23 Apply তে টিপুন এবং পরিবর্তনগুলি প্রয়োগ করতে OK টিপুন।
10:29 উদাহরণ হিসাবে ফসফরিক অ্যাসিড (H3PO4) এর কাঠামো আঁকি।
10:35 আঁকতে Phosphorus(P) টুলে টিপুন এবং তারপর Panel এ টিপুন।
10:42 Phosphine(PH3) প্রদর্শিত হবে।
10:46 Oxygen(O) টুলে টিপুন এবং তারপর Single bond টুলে টিপুন।
10:51 কার্সার P এর উপর রাখলে এর উপর একটি ছোট 'নীল' রঙের বৃত্ত প্রদর্শিত হবে।
10:57 P তে টিপুন এবং চারটি হাইড্রক্সি বন্ধন আঁকতে ড্র্যাগ করুন।
11:02 আপনি Phosphorus পরমাণুর নীচে লাল লাইন লক্ষ্য করবেন।
11:07 এর অর্থ হল যোজ্যতা সম্পূর্ণ নয়।
11:11 যোজ্যতা সম্পূর্ণ করতে শীর্ষের Phosphorus-hydroxy বন্ধনকে দ্বিবন্ধন হিসাবে রাখুন।
11:19 double bond টুলে টিপুন।
11:21 শীর্ষের Phosphorus-hydroxy বন্ধনে টিপুন।
11:26 প্রাপ্ত কাঠামো হল ফসফরিক অ্যাসিড।
11:30 লক্ষ্য করুন যে কাঠামোতে সকল পরমাণু কালো রঙে রয়েছে।
11:36 এলিমেন্টের Rasmol রঙ প্রদর্শন করতে
11:39 Edit মেনুতে গিয়ে Preferences এ যান।
11:44 উইন্ডোতে Color atoms by element চেক বাক্সে টিপুন।
11:50 এটি এলিমেন্টের Rasmol রঙ দেখায়।
11:55 Apply তে টিপুন এবং পরিবর্তনগুলি প্রয়োগ করতে OK টিপুন।
12:00 দ্রষ্টব্য যে এলিমেন্ট তার Rasmol রঙের সাথে প্রদর্শিত হয়।
12:05 ফাইলটি সংরক্ষণ করি।
12:07 File মেনুতে টিপুন এবং Save as নির্বাচন করুন।
12:12 Save as ডায়লগ বাক্স খোলে।
12:15 ডেস্কটপে ফাইল সংরক্ষণ করতে Desktop ফোল্ডার নির্বাচন করুন।
12:21 ফাইলের নাম হিসাবে Phosphoric acid লিখুন এবং Save বোতামে টিপুন।
12:27 ফাইলটি .mol এক্সটেনশন সহ সংরক্ষণ হবে.
12:31 সংক্ষিপ্তকরণ করি।
12:33 এই টিউটোরিয়ালে শিখেছি:
12:36 JChemPaint সম্পর্কে।
12:38 উইন্ডোজ অপারেটিং সিস্টেমে JChemPaint সংস্থাপন করা।
12:42 উবুন্টু অপারেটিং সিস্টেম 12.04JChemPaint সংস্থাপন করা।
12:47 JChemPaint ইন্টারফেসের মেনু বার, টুল বার এবং প্যানেল।
12:52 প্রেফেরেন্সেস উইন্ডো।
12:55 টুল ব্যবহার করে কাঠামো আঁকা এবং
12:58 .mol এক্সটেনশন সহ অঙ্কন সংরক্ষণ করা।
13:02 নির্দেশিত কাজ হিসাবে
13:04 JChemPaint সংস্থাপন করুন।
13:06 বিভিন্ন মেনু আইটেম অন্বেষণ করুন।
13:09 এই ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
13:12 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
13:18 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে।
13:22 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
13:27 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
13:34 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
13:39 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
13:46 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro ]
13:52 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta