Inkscape/C2/Align-and-distribute-objects/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 10:27, 26 October 2018 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Align and distribute objects এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00:09 বিভিন্ন অবজেক্ট সারিবদ্ধ এবং বিন্যস্ত করা।
00:12 রো এবং কলামে অবজেক্ট সুসজ্জিত করা।
00:16 অবজেক্টের মাঝে স্পেস সেট করা এবং টাযেল প্যাটার্ন তৈরী করা।
00:22 টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি ব্যবহার করছি:
00:24 উবুন্টু লিনাক্স 12.04 OS,
00:27 Inkscape সংস্করণ 0.48.4.
00:31 Dash home এ যান এবং লিখুন Inkscape.
00:35 এখন লোগোতে টিপুন।
00:37 এখন ইতিমধ্যে সংরক্ষণ করা Inkscape ডকুমেন্ট খুলি।
00:44 এখানে ক্যানভাসে এলোমেলোভাবে স্থিত 5টি বিভিন্ন আকার দেখতে পারি।
00:50 ইনকস্কেপ ক্যানভাসে, 5 টি আকার এঁকে যেভাবে দেখানো হয়েছে সেভাবে রাখুন।
00:55 এখন, অবজেক্ট সারিবদ্ধ করা দেখি।
00:59 Object মেনুতে যান এবং Align and distribute এ টিপুন।
01:04 Align and distribute ডায়লগ বাক্স ইন্টারফেসের ডান দিকে খোলে।
01:09 পজিশনিং এর দুই ধরন এখানে উপলব্ধ।
01:12 Align যেখানে অবজেক্টের কেন্দ্র বা প্রান্ত একে অপরের সাথে সারিবদ্ধ থাকে।
01:18 Distribute যেখানে অবজেক্ট তাদের কেন্দ্র বা প্রান্তের উপর ভিত্তি করে অনুভূমিক বা উল্লম্ব দিকে বিন্যস্ত থাকে।
01:29 আমরা এই বিকল্প এবং তাদের সাব-বিকল্প ব্যবহার করে বিভিন্ন ভাবে অবজেক্ট সারিবদ্ধ করতে পারি।
01:36 এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে: Relative to.
01:39 এটি ব্যবহার করে আমরা অন্য কিছুতে রেফারেন্স করে অবজেক্ট সারিবদ্ধ করতে পারি।
01:44 এখানে বিকল্পগুলি দেখতে ড্রপ ডাউন তালিকায় টিপুন।
01:47 সুতরাং আমাদের কাছে Last selected, First selected, Biggest object, Smallest object, Page, Drawing এবং Selection রয়েছে।
02:00 ডিফল্টরূপে অবজেক্ট Page এর ভিত্তিতে সারিবদ্ধ হবে।
02:04 যার মানে নির্বাচিত অবজেক্ট আপনার Page মাত্রা অনুযায়ী, Align and Distribute অপারেশনে জবাব দেবে।
02:13 ক্যানভাসে সকল অবজেক্ট নির্বাচন করতে Ctrl + A টিপুন।
02:17 প্রথম 5 টি আইকন অবজেক্টকে উল্লম্ব দিকে সারিবদ্ধ করবে।
02:22 প্রথম আইকনে টিপি।
02:25 যেমনকি টুল টিপ বলছে অবজেক্টের ডান প্রান্ত anchor এর বাম প্রান্তে সারিবদ্ধ রয়েছে।
02:32 আবার কল করুন। এখানে anchor point হল page যেহেতু Relative to বিকল্প হল Page.
02:38 লক্ষ্য করুন যে 2 অবজেক্ট এখন ওভারল্যাপ রয়েছে।
02:43 ওভারল্যাপ পূর্ববর্তী ব্যবস্থায় আপনার অবজেক্টের ঘনিষ্ঠতার উপর ভিত্তি করে হতে পারে।
02:48 আমরা Remove overlaps বিকল্পে টিপে এটি সঠিক করতে পারি যা Distribute বিকল্পের নীচে রয়েছে।
02:56 এখন, ওভারল্যাপ মুছে গেছে।
02:58 এখন অবজেক্টের মাঝের স্থান অনুভূমিক এবং উল্লম্ব উভয় দিকে নিয়ন্ত্রণ করতে H এবং V বিকল্প ব্যবহার করুন।
03:06 এখন, Align এর নীচের বিকল্পে টিপুন এবং দেখুন যে অবজেক্ট কিভাবে নিজেদের সারিবদ্ধ করে।
03:14 সারিবদ্ধতা ভাল মত বুঝতে CTRL+ Z আনডু বিকল্প ব্যবহার করুন।
03:21 সারিবদ্ধতা বোঝার জন্য টুল টিপস বেশ উপযোগী।
03:28 অন্তিম আইকন শুধুমাত্র টেক্সটের উপর কাজ করে। তাই আমরা এই সম্পর্কে অন্য টিউটোরিয়ালে শিখব।
03:35 এরপর আমরা Distribute বিকল্প ব্যবহার অবজেক্টের মাঝের স্থান নিয়ন্ত্রণ করব।
03:40 যেহেতু অবজেক্ট উল্লম্ব দিকে রয়েছে আমাদের Distribute বিকল্পের নীচে থাকা অন্তিম চারটি আইকন ব্যবহার করতে হবে।
03:48 প্রথমে তাদের কেন্দ্রে সারিবদ্ধ করি।
03:51 এখন Distribute এর নীচের বিকল্পে টিপুন এবং অবজেক্ট তাদের কিভাবে সারিবদ্ধ করে তা দেখুন।
03:58 আবার, ভালমত সারিবদ্ধতা বুঝতে, আনডু বিকল্প CTRL + Z ব্যবহার করুন।
04:07 সারিবদ্ধতা ভালমত বুঝতে টুল টিপস পড়ুন।
04:13 Relative to এর নীচে একটি বিকল্প লক্ষ্য করুন, Treat selection as group.
04:19 এটি একটি সম্পূর্ণ দল হিসেবে অবজেক্ট সারিবদ্ধ করবে।
04:22 চেক বাক্সে টিপুন।
04:24 এখন, আইকনে এক এক করে টিপুন এবং দেখুন যে অবজেক্ট একটি গ্রুপ হিসাবে সারিবদ্ধ রয়েছে এবং স্বতন্ত্রভাবে নয়।
04:34 বাক্স আনচেক করুন।
04:36 এখন, অবজেক্ট পৃথকভাবে সারিবদ্ধ করা হবে।
04:40 এরপর Last selected অনুযায়ী অবজেক্ট সারিবদ্ধ এবং বিন্যস্ত করুন।
04:45 Relative to বিকল্প Last selected হিসাবে বদলান।
04:49 তাই, সকল অবজেক্ট ক্যানভাসের ভিতরে নিয়ে আসুন এবং তাদের এলোমেলোভাবে রাখুন।
05:01 এক এক করে অবজেক্ট নির্বাচন করুন। শেষে বৃত্ত নির্বাচন করুন।
05:06 আগের মত, এক এক করে আইকনে টিপুন।
05:10 যেহেতু অন্তিম নির্বাচিত অবজেক্ট হল বৃত্ত, লক্ষ্য করুন যে অবজেক্ট বৃত্ত অনুযায়ী সারিবদ্ধ হয়েছে।
05:19 একইভাবে, Relative to তে তালিকাভুক্ত সকল বিকল্প চেষ্টা করুন এবং অবজেক্টের সারিবদ্ধতা লক্ষ্য করুন।
05:26 আমরা পরের টিউটোরিয়ালে Align and Distribute ডায়ালগ বাক্সে অ্যাডভান্স বিকল্প সম্পর্কে শিখব।
05:32 সুতরাং, এখন এই ডায়লগ বাক্স বন্ধ করি।
05:37 এরপর আমরা রো এবং কলামে অবজেক্ট ব্যবস্থিত করা শিখব।
05:41 Object মেনুতে যান।
05:43 Rows and Columns টিপুন।
05:46 Rows and Columns ডায়লগ বাক্স খোলে।
05:50 এই বিকল্প ব্যবহার করে আমরা প্রয়োজনীয় স্পেস দিয়ে রো এবং কলাম ব্যবস্থিত করতে পারি।
05:57 ক্যানভাসে এলোমেলোভাবে অবজেক্ট সুসজ্জিত করুন।
06:01 এখন, এই অবজেক্ট 2 টি রো এবং 3 টি কলামে ব্যবস্থিত করি।
06:05 তাই রো প্যারামিটার 2 তে বদলান।
06:09 লক্ষ্য করুন যখন রো প্যারামিটার স্বয়ংক্রিয়ভাবে কলাম প্যারামিটারে পরিবর্তিত হয়।
06:15 নীচের ডানদিকে Arrange বোতামে টিপুন।
06:19 Align বিকল্প ডান, কেন্দ্র এবং বাম দিকে অবজেক্ট সারিবদ্ধ করতে সাহায্য করে।
06:29 এক এক করে এটি যাচাই করুন এবং পরিবর্তন লক্ষ্য করুন।
06:37 আমরা Set spacing বিকল্প ব্যবহার করে রো এবং কলাম উভয়ের জন্য অবজেক্টের মাঝে স্পেস সেট করতে পারি।
06:45 এখন উভয় রো এবং কলামের জন্য 5 হিসাবে স্পেস প্যারামিটার বদলান।
06:50 Arrange বোতামে টিপুন।
06:53 অবজেক্টের মাঝে স্পেস লক্ষ্য করুন।
06:56 এখন আমি দেখাবো যে Align and Distribute ব্যবহার করে প্যাটার্ন তৈরী করা।
07:01 আমার কাছে বিভিন্ন আকার এবং রঙের 4 টি বর্গক্ষেত্রের সাথে নতুন ইনকস্কেপ ফাইল রয়েছে।
07:06 সবগুলি নির্বাচন করে বর্গক্ষেত্র রোটেট করুন যাতে এটি হীরার আকারে দেখায়।
07:12 Align and Distribute ডায়ালগ বাক্স খুলুন।
07:15 Centre on vertical axis এ টিপুন।
07:18 Centre on horizontal axis এ টিপুন।
07:22 এখন ক্যানভাসে একটি টায়েলের প্যাটার্ন তৈরী হয়।
07:25 এই বিকল্প ব্যবহার করে আমরা অনেক অনন্য প্যাটার্ন গঠন করতে পারি।
07:30 সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:
07:34 বিভিন্ন অবজেক্ট বিন্যস্ত এবং সারিবদ্ধ করা।
07:37 রো এবং কলামে অবজেক্ট সুসজ্জিত করা।
07:40 অবজেক্টের মাঝে স্পেসিং সেট করা এবং টায়েল প্যাটার্ন তৈরী করা।
07:45 এখানে দুটি নির্দেশিত কাজ রয়েছে।
07:47 নিম্নলিখিত ডাইমেনশন থাকা 5 টি বৃত্ত তৈরী করুন।
07:54 ক্যানভাসে তাদের এলোমেলোভাবে সুসজ্জিত করুন এবং সবকিছু নির্বাচন করুন।
07:59 Align and Distribute ব্যবহার করে Relative to বিকল্প Biggest selected এ বদলান।
08:04 Align left edges এ টিপুন।
08:06 Centre on horizontal axis এ টিপুন।
08:10 নীল রঙের ছটি বর্গক্ষেত্র তৈরী করুন এবং তার আকার 100 * 100 পিক্সেল।
08:17 সকল বর্গক্ষেত্র নির্বাচন করুন এবং Rows and columns খুলুন।
08:21 তাদের 2 টি রো এবং 3 টি কলামে ব্যবস্থিত করুন।
08:25 উভয় উল্লম্ব এবং অনুভূমিক স্পেস প্যারামিটার 20 তে সেট করুন।
08:29 আপনার সম্পন্ন নির্দেশিত কাজ এই রকম হওয়া উচিত।
08:35 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
08:43 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
08:51 বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
08:54 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
09:03 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
09:07 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
09:09 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta