Geogebra/C3/Spreadsheet-View-Advanced/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 15:21, 30 January 2014 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
VISUAL CUE NARRATION


00:00 নমস্কার বন্ধুগণ।
00:01 স্প্রেডশীট ভিউ এডভান্সড-এর উপর জীয়োজেব্রার এই টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত জানাই।
00:05 যদি আপনি এই প্রথমবার জীয়োজেব্রার জন্য স্প্রেডশীট ব্যবহার করছেন, তাহলে দয়া করে স্প্রেডশীট ভিউ মৌলিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইট দেখুন।
00:15 এই টিউটোরিয়াল-এ আমরা স্প্রেডশীট ভিউ ব্যবহার করব।
00:19 একটি স্লাইডার ব্যবহার করে ফাংশন বরাবর আঁকিয়া, একটি বিন্দুর X এবং Y স্থানাঙ্ক নথিভুক্ত করার জন্যে।
00:24 নম্বরের নমুনা চেনার জন্যে তথ্যের ব্যবহার করা এবং ফাংশন গ্রাফ সম্পর্কে ভবিষ্যবাণী করা।
00:29 জীয়োজেব্রা নিয়ে কাজ শুরু করতে, আমি নতুন লিনাক্স অপারেটিং সিস্টেমের উবুন্টু সংস্করণ 10.04 LTS এবং জীয়োজেব্রা সংস্করণ 3.2.40 ব্যবহার করছি।
00:40 এখন জীয়োজেব্রা উইন্ডোতে।
00:43 স্প্রেডশীট দৃশ্যমান করার জন্য view মেনু বিকল্পতে যান এবং spreadsheet view বিকল্প যাচাই করুন।
00:52 এখন চলুন আমরা এখানে xValue নামক একটি স্লাইডার তৈরী করি। আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ ডিফল্ট মান ত্যাগ করব এবং increment কে 1-এ পরিবর্তন করি।
01:07 xValue কে সর্বনিম্ন মানের দিকে স্থানান্তর করুন।
01:12 একটি বিন্দু A আঁকুন। বিন্দুর উপর রাইট ক্লিক করে এবং object properties নির্বাচন করে বিন্দু A-এর স্থানাঙ্ককে X স্থানাঙ্ক-এর জন্য xValue এবং Y স্থানাঙ্ক-এর জন্য xValue তিনগুনে পরিবর্তন করুন।
01:36 এখানে আমরা রেখার ঢাল নির্ধারণ করছি যা এই বিন্দুর দ্বারা 3 পর্যন্ত আঁকা হবে। কীবোর্ডে ট্যাব টিপুন, এছাড়াও শো ট্রেস অন (show trace on) নির্বাচন করুন।
01:50 এবং close টিপুন। চলুন স্প্রেডশীট ভিউকে সরানো যাক যাতে আমরা কলাম A এবং B দেখতে পাই।
02:02 এখন চলুন এখানে প্রথম টুল তৃতীয় বিকল্পতে record to spreadsheet বিকল্প নির্বাচন করি।
02:10 বিন্দু A নির্বাচন করুন। যদি এটি অঙ্কন প্যাড থেকে দৃশ্যমান না হয় দয়া করে এটি বীজগণিত ভিউ থেকে নির্বাচন করুন। এবং তারপর স্লাইডার xValue কে সর্বনিম্ন থেকে সর্বাধিক-এ নিয়ে যান।
02:23 বিজ্ঞপ্তি যে, বিন্দু A-এর X স্থানাঙ্ক স্প্রেডশীটের কলাম A-এর মধ্যে আঁকা হয়েছে এবং বিন্দু A-এর Y স্থানাঙ্ককে কলাম B-এর মধ্যে আঁকা হয়েছে।
02:34 একবার এই পাঠ প্রস্তুত হয়ে গেলে আপনি ছাত্রদের স্প্রেডশীট ভিউতে ভিসুয়াল ট্রেস বা তথ্য দেখে ফাংশনের পূর্বাভাস করতে জিজ্ঞাসা করতে পারেন।
02:44 পূর্বাভাস করা ফাংশন ইনপুট বারে f(x) = 3 x হিসাবে ইনপুট হতে পারে। জীয়োজেব্রাতে টাইম্স-এর জন্য আমরা স্পেস ব্যবহার করতে পারি, এবং enter টিপুন।
03:05 যদি পূর্বানুমান সঠিক হয় তাহলে সব অঙ্কিত বিন্দু রেখার উপর হবে যা ইনপুট ছিল বা ফাংশন যা ইনপুট ছিল।
03:15 সংক্ষেপে…
03:18 আমরা একটি স্লাইডার 'xValue' তৈরী করেছি। আমরা (xValue, 3 xValue) স্থানাঙ্ক-এর সঙ্গে একটি বিন্দু A তৈরী করেছি।
03:27 আমরা 'Record to Spreadsheet' বিকল্প বিভিন্ন xValues-এর ​​জন্য বিন্দু A-এর X এবং Y স্থানাঙ্ক নথিভুক্ত করতে ব্যবহার করেছি।
03:34 আমরা নম্বর নমুনা অধ্যয়ন করে একটি ইনপুট ফাংশনের পূর্বানুমান করেছি।
03:40 এখন পাঠের দ্বিতীয় অংশে। চলুন প্রথমে বিন্দু A থেকে ট্রেস সরাই।
03:53 চলুন Y প্রতিচ্ছেদ পরামিতি যোগ করি।
03:56 অন্য একটি স্লাইডার তৈরি করুন এবং এর নাম দিন b, সর্বনিম্ন এবং সর্বোচ্চ ডিফল্ট মান ত্যাগ করি এবং increment কে 1-এ পরিবর্তন করি, এবং apply টিপি।
04:10 এরপর মুভ টুল ব্যবহার করে আমরা b-এর মান সরাবো, এবং b-এর মান 2 পর্যন্ত সরাবো, xValue সর্বনিম্ন মানের দিকে পরিবর্তন করুন।
04:24 তারপর বিন্দু A-তে রাইট ক্লিক করুন। object properties নির্বাচন করুন y স্থানাঙ্ককে 3 xValue + b তে পরিবর্তন করুন, কীবোডে ট্যাব টিপুন।
04:40 show trace on যাচাই করুন। তারপর স্প্রেডশীট ভিউ সরান যাতে আপনি কলাম C এবং D দেখতে পান।
04:50 আপনার কার্সার কক্ষ(সেল)C1-এর উপর রাখুন, আবার record to spreadsheet বিকল্পটি ব্যবহার করুন। প্রথমে বিন্দু A নির্বাচন করুন যা আপনি ট্রেস করতে চান এবং তারপর xValue সর্বনিম্ন থেকে সর্বোচ্চ তে নিয়ে যান।
05:06 আপনি দেখতে পারেন যে বিন্দু A-এর x স্থানাঙ্ক স্প্রেডশীটের কলাম C তে এবং বিন্দু A-এর y স্থানাঙ্ক কলাম D তে আঁকা হয়েছে।
05:17 এই তথ্য থেকে আপনি ছাত্রদের জিজ্ঞাসা করতে পারেন যে নমুনা সম্পর্কে বুঝুক এবং ফাংশনের পূর্বানুমান করুক।
05:22 এই পদ্ধতি b-এর বিভিন্ন মানের জন্য পুনরাবৃত্তি করুন। পূর্বঅনুমানিত ফাংশন ইনপুট বারের মধ্যে ইনপুট হতে পারে।
05:29 যেহেতু আমাদের কাছে ইতিমধ্যেই f(x)আছে আমি g(x)= 3 x + b ব্যবহার করব এখানে 'b'-এর মান হল 2। এবং এন্টার টিপুন।
05:51 সংক্ষেপে, আমরা b নামক অন্য একটি স্লাইডার তৈরী করেছি, বিন্দু A-এর স্থানাঙ্ককে xValue এবং y স্থানাঙ্ক-এর জন্য 3 xValue + b তে পরিবর্তন করেছি।
06:02 বিন্দু A-এর বিভিন্ন 'xValue' এবং 'b'-এর মানের জন্য x এবং y স্থানাঙ্ক নথিভুক্ত করতে Record to Spreadsheet বিকল্পটি ব্যবহার করেছি।
06:11 আমরা একটি ইনপুট ফাংশন f(x) = 3 x + b-এর পূর্বানুমান করেছি। এখানে ফাংশনকে আমরা শুধু g(x)বলেছি।
06:23 এখন নির্দেশিত কাজ।
06:25 নির্দেশিত কাজে স্লাইডার 'xValue' এবং 'a'তৈরী করে দ্বিঘাতীয় ফাংশন ট্রেস করা নিহিত।
06:33 x স্থানাঙ্ক-এর জন্য xValue এবং y স্থানাঙ্ক-এর জন্য a xValue^2-এর সাথে একটি বিন্দু A আঁকুন।
06:43 বিন্দু A-এর বিভিন্ন 'xValue' এবং 'a'-এর মানের জন্য x এবং y স্থানাঙ্ক নথিভুক্ত করতে Record to Spreadsheet বিকল্পটি ব্যবহার করছি।
06:51 এবং পূর্বানুমান করুন এবং ফাংশন f(x)= a x^2 ইনপুট করুন। নির্দেশিত কাজ অবিরত রাখার জন্য, আমরা একটি দ্বিঘাত সমীকরণ a x^2 + bx + 3 ট্রেস করব।
07:05 আমরা অন্য আরেকটি স্লাইডার 'b' তৈরী করছি। স্থানাঙ্ক xValue, a xValue^2 + b xValue + 3-এর সাথে y স্থানাঙ্ক-এর জন্য একটি বিন্দু A আঁকুন।
07:18 বিন্দু A-এর বিভিন্ন 'a' এবং 'b'-এর মিলিত মানের জন্য x এবং y স্থানাঙ্ক নথিভুক্ত করতে Record to Spreadsheet বিকল্পটি ব্যবহার করছি।
07:26 পূর্বানুমান করুন এবং ফাংশন f(x) = a x^2 + b x + 3 কে ইনপুট করুন ।
07:32 আমি ইতিমধ্যে এই জীয়োজেব্রা ফাইল নির্মিত করে রেখেছি। এই ক্ষেত্রে আমরা trace on নির্বাচন করি, এটি ইতিমধ্যে নির্বাচিত আছে।
07:43 আমরা x এর মান সর্বনিম্নতে পরিবর্তন করব, এবং record to spreadsheet ব্যবহার করব, বিন্দু A নির্বাচন করুন এবং xValue স্লাইডার সরান।
08:05 আমরা পুর্বানুমানিত ফাংশন f(x) = 2 x^2 + 2 x + 3 কে ইনপুট করতে পারি যা আমি ধ্রুবক মানের মত সেট করার জন্যে ব্যবহার করেছি।
08:28 এই অধিবৃত্ত বরাবর ট্রেসগুলি লক্ষ্য করুন।
08:36 এই ওয়েবসাইটে উপলব্ধ ভিডিওটি দেখুন, এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে। যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন।
08:47 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার ও আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট) ও দেওয়া হয়। আরো বিস্তারিত জানার জন্য তাদের সাথে এই ই-মেল এড্রেসে যোগাযোগ করুন।
09:02 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প talk to a teacher প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত। আপনি এই সম্বন্ধে আরও তথ্য এই ওয়েবসাইটে দেখতে পারেন।
09:16 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল-টি অনুবাদ করেছি, এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble