Geogebra/C2/Understanding-Quadrilaterals-Properties/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 12:03, 26 February 2017 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 নমস্কার বন্ধুগণ।
00:02 জীয়োজেব্রাতে চতুর্ভুজের বৈশিষ্ট্যাবলী বোঝার উপর এই কথ্য টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত জানাই।
00:08 দয়া করে লক্ষ্য করুন যে, এই টিউটোরিয়ালের উদ্দেশ্য প্রকৃত কম্পাস বাক্স প্রতিস্থাপন করা নয়।
00:14 জীয়োজেব্রাতে বস্তুগুলি গঠন করা হয় সেগুলির বৈশিষ্ট্য বোঝার জন্য|
00:19 আমরা ধরে নেই যে, আপনার জীয়োজেব্রা সম্পর্কে মৌলিক জ্ঞান আছে।
00:24 যদি না হয়, তাহলে জীয়োজেব্রার উপর প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য কথ্য টিউটোরিয়ালের ওয়েবসাইট পরিদর্শন করুন।
00:30 এই টিউটোরিয়াল-এ আমরা চতুর্ভুজ, সহজ চতুর্ভুজ, কর্ণের সঙ্গে চতুর্ভুজ গঠন করা শিখব এবং এছাড়াও, তাদের বৈশিষ্ট্যাবলী সম্পর্কেও শিখব।
00:42 এই টিউটোরিয়ালটি রেকর্ড করার জন্য
00:45 আমি লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু সংস্করণ 11,10, জীয়োজেব্রা সংস্করণ 3.2.47 ব্যবহার করছি।
00:55 আমরা নির্মাণ করার জন্য নিম্নলিখিত জীয়োজেব্রা সরঞ্জামগুলি ব্যবহার করব।
01:00 Circle with centre through point

Polygon

Angle

Parallel line

Segment between two points and

Insert text

01:10 নতুন জীয়োজেব্রা উইন্ডোতে যাওয়া যাক।
01:13 এর জন্যে ক্লিক করুন dash home, media applications,
01:17 Type-এর মধ্যে, Education এবং Geogebra তে টিপুন।
01:25 'A'-কে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকুন, যা বিন্দু 'B'-এর মধ্যে দিয়ে যায়।
01:30 এটি করার জন্য, টুলবারের মধ্যে “Circle with Center through Point” টুলে টিপুন।
01:35 অঙ্কন প্যাডে টিপুন। কেন্দ্র হিসাবে বিন্দু 'A'
01:38 এবং আবার টিপুন, আমরা বিন্দু 'B' পাবো। বৃত্ত সম্পূর্ণ হয়ে গেছে।
01:44 'C'-কে কেন্দ্র করে আর একটি বৃত্ত আঁকুন, যা বিন্দু 'D'-এর মধ্যে দিয়ে যায়।
01:49 অঙ্কন প্যাডে টিপুন। এটা বিন্দু 'C' কে দেখায়।
01:53 তারপর আবার টিপুন, আমরা বিন্দু 'D' পাবো। দুটি বৃত্ত দুটি বিন্দুতে ছেদ করে।
02:00 “New Point”-এর নীচে “Intersect Two Objects” টুলে টিপুন। পাওয়া ছেদবিন্দুগুলিকে 'E' এবং 'F' হিসেবে ক্লিক করুন।
02:10 এর পরে, "polygon" টুলে টিপুন।
02:16 বিন্দু 'A', 'E', 'C', 'F' এবং একবার আবার 'A' টিপুন। এখানে একটি চতুর্ভুজ তৈরী হয়ে গেছে।
02:32 আমরা “Algebra View” থেকে দেখতে পারি যে সন্নিহিত বাহুগুলি সমান।
02:38 আপনি কি জানেন কেন ? আপনি কি এই চতুর্ভুজের নাম সন্ধান করতে পারবেন ?
02:43 এখন ফাইলটি সংরক্ষণ করি। “File”>> "Save As" টিপুন।
02:48 আমি ফাইলের নাম "simple-quadrilateral" লিখব এবং “Save” টিপব।
03:04 এখন কর্ণের সঙ্গে একটি চতুর্ভুজ গঠন করা যাক।
03:08 নতুন জীয়োজেব্রা উইন্ডো খুলুন, “File” >> ”New ” টিপুন।
03:16 রেখাংশ আঁকার জন্যে টুলবার থেকে “Segment between Two Points” টুল নির্বাচন করুন।
03:23 অঙ্কন প্যাড-এ ক্লিক করুন, বিন্দু 'A' এবং তারপর বিন্দু 'B' টিপুন, রেখাংশ 'AB' তৈরী হয়ে গেছে।
03:30 A'-কে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকুন, যা বিন্দু 'B'-এর মধ্যে দিয়ে যায়।
03:36 এটা করার জন্যে, “Circle with Centre through Point” টুলের উপর টিপুন।
03:40 কেন্দ্র হিসাবে বিন্দু 'A' এবং তারপর বিন্দু 'B' টিপুন। টুলবার থেকে “New Point” টুল নির্বাচন করুন। পরিধি হিসাবে বিন্দু 'C' তে টিপুন।
03:57 'A' এবং 'C' যুক্ত করুন। “Segment between Two Points” টুল নির্বাচন করুন।
04:03 বিন্দু 'A' এবং বিন্দু 'C' টিপুন. চলুন এখন রেখাংশ 'AB'-এর উপর একটি সমান্তরাল রেখা অঙ্কন করি, যা বিন্দু 'C'-এর মধ্যে দিয়ে যায়।
04:13 এটা করার জন্যে, টুলবার থেকে "Parallel Line" টুল নির্বাচন করুন। বিন্দু 'C' এবং তারপর রেখাংশ 'AB' টিপুন।
04:25 আমরা বিন্দু 'B'-এর জন্য প্রক্রিয়ার পুনরাবৃত্তি করব। বিন্দু 'B' এবং তারপর রেখাংশ 'AC' টিপুন।
04:33 উল্লেখ্য যে, রেখাংশ 'AB'-এর সমান্তরাল রেখা এবং রেখাংশ 'AC'-এর সমান্তরাল রেখা একটি বিন্দুতে ছেদ করে। ছেদ বিন্দুকে 'D' হিসাবে চিহ্নিত করুন।
04:47 “Segment between Two Points” টুল ব্যবহার করে, বিন্দু 'A' 'D', 'B' 'C' যুক্ত করুন।
05:01 আমরা দেখতে পারি যে কর্ণ AD এবং BC-এর সঙ্গে চতুর্ভুজ ABCD তৈরী হয়ে গেছে।
05:09 কর্ণদুটি একটি বিন্দুতে ছেদ করবে। ছেদ বিন্দুকে 'E' হিসাবে চিহ্নিত করুন।
05:20 “Distance” টুল ব্যবহার করে, যাচাই করুন যে কর্ণগুলি একে অপরকে সমদ্বিখন্ডিত করে কিনা।
05:25 "Angle" টুলের অধীনে, "distance or length" টুলের উপর টিপুন।
05:30 বিন্দু A, E, E, D, C, E, E, B -এর উপর টিপুন।
05:47 এর পরে, আমরা যাচাই করব যে কর্ণগুলি সমকোণী সমদ্বিখণ্ডক কিনা।
05:51 কোণ পরিমাপ করার জন্যে "Angel" টুলের উপর ক্লিক করুন। বিন্দু A,E,C C,E,D.-এর উপর টিপুন।
06:08 এখন টুলবার থেকে "move" টুল নির্বাচন করুন। বিন্দু 'A' স্থানান্তরিত করার জন্যে "move" টুল ব্যবহার করুন।
06:16 "move" টুলে টিপুন, 'A'-এর উপর মাউস পয়েন্টার রাখুন এবং মাউস দিয়ে একে টেনে আনুন। উল্লেখ্য যে, কর্ণগুলি সবসময় একে অপরকে সমদ্বিখণ্ড করে এবং সমকোণী সমদ্বিখণ্ডক হয়।
06:35 এখন ফাইলটি সংরক্ষণ করি। “File”>> "Save As" টিপুন। আমি ফাইলের নাম "quadrilateral” লিখব এবং "save" বাটনে টিপব।
06:53 এর সঙ্গে আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষেপে…
07:01 এই টিউটোরিয়াল-এ, আমরা নিম্নলিখিত সরঞ্জামগুলি ব্যবহার করে চতুর্ভুজ গঠন করা শিখেছি।
07:06 'Circle with centre through point', 'Polygon', 'Angle', 'Parallel line', 'Segment between two points' এবং 'Insert Text'
07:15 আমরা সাধারণ চতুর্ভুজ এবং কর্ণযুক্ত চতুর্ভুজ-এর বৈশিষ্ট্য সম্পর্কেও শিখলাম।
07:21 একটি নির্দেশিত কাজের রূপে আমি চাই যে আপনি একটি রেখাংশ AB আঁকুন, রেখার উপরে বিন্দু C চিহ্নিত করুন, C-দিয়ে AB -এর সমান্তরাল একটি রেখা আঁকুন।
07:33 সমান্তরাল রেখার উপর দুটি বিন্দু D এবং E আঁকুন, বিন্দু AD এবং EB-কে যুক্ত করুন।
07:43 রেখাংশ AB-এর উপর D এবং E থেকে উল্লম্ব রেখা আঁকুন, AB-এর উপর উল্লম্ব রেখার বিন্দু F এবং G কে চিহ্নিত করুন, DE-এর দূরত্ব এবং DF-এর উচ্চতা গণনা করুন।
08:01 নির্দেশিত কাজের আউটপুট এরকম দেখতে হওয়া উচিত।
08:08 এই url-এ উপলব্ধ ভিডিওটি দেখুন।
08:11 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে। যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন।
08:18 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার ও আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট)ও দেওয়া হয়।
08:27 আরো বিস্তারিত জানার জন্য contact@spoken-tutorial.org তে লিখুন।
08:34 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প talk to a teacher প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত। আপনি এই সম্বন্ধে আরও তথ্য এই ওয়েবসাইটে দেখতে পারেন।
08:49 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল-টি অনুবাদ করেছি, এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble