GIMP/C2/Two-Minutes-Edit/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 10:21, 14 December 2015 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:23 Meet The GIMP এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:25 এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত।
00:31 এখানে এই ইমেজে কি সমস্যা রয়েছে?
00:35 এখানে এই বোর্ডে কি রয়েছে তা ঠিক মত দেখাচ্ছে না।
00:39 তাই আমি এখানে এই লিখন বাইরে বের করতে চাই।
00:44 আমি আকাশ এইভাবেই রাখতে চাই তাই আমি এই layer ডাবল করি এবং curves টুল চয়ন করি।
00:56 ইমেজের এই অংশে দেখুন।
01:02 আমি এটি একটু হালকা করতে কার্ভ উপরে টানি।
01:10 এটি ভালো দেখায় এবং এখন আমি এখানে একটু গাঢ় করতে এই কালো পয়েন্টকে আরো উপরে টানছি।
01:19 আমার মনে হয় এটি কাজ করা উচিত।
01:25 এখন আমার সাইন বোর্ডে যা লেখা রয়েছে তা নীচের ইমেজে চাই।
01:32 তাই আমি layer mask চয়ন করি এবং লেয়ার মাস্ককে black দ্বারা ভরি।
01:43 এখন আমি আমার পুরোনো ইমেজে ফিরে আসি এবং লেয়ার মাস্কে কাজ করি যার বর্ডার হল সাদা।
01:54 এখন আমি এখানে paint টুল চয়ন করি।
02:00 ফোরগ্রাউন্ড কলর হিসাবে সাদা চয়ন করি।
02:05 আমি একটি ব্রাশ চয়ন করি এবং এটি বড় করি।
02:12 এখন আমি লেয়ার মাস্কে পেন্ট করছি।
02:18 এবং সম্ভবত আমাকে ইমেজে জুম ইন করা উচিত।
02:25 এটি বেশ ভালো।
02:27 ওটি ভালো।
02:31 আপনি সেই কী দেখাতে পারেন যা আমার কী ইন্ডিকেটরে টেপা হয়েছে।
02:37 এটি অনেক বেশী ভালো দেখায়।
02:40 এখন আমি লেয়ার আবার দ্বিগুন করি এওবং overlay মোড চয়ন করি এবং ব্যাকগ্রাউন্ডকে একটু বেশী দেখতে Opacity একটু কম করি।
03:03 আমার মনে হয় এটি এখন ভালো দেখায়।
03:07 এখন আমি আমার ইমেজে সংরক্ষণ করতে প্রস্তুত।
03:12 আমি এখানে কপিসের উপর কাজ করছি তাই আমি শুধু save এ টিপি বা Ctrl + S টিপি এবং অবশ্যই আমি এখানে সকল লেয়ার সংরক্ষণ করতে চাই না এবং আমি এই ইমেজ Jpeg হিসাবে সংরক্ষণ করছি।
03:32 এই ইমেজ ওয়েবে আপলোড করতে এটি রীসাইজ করা জরুরী তাই আমি Image, Scale Image এ যাই এবং আমি width কে 600 পর্যন্ত কম করি।
03:58 এখন আমাকে এটি একটু শার্পেন করতে হবে তাই আমি Filters, Enhance, Sharpen এ যাই।
04:20 আমি ইমেজে আর্ট ইফেক্ট যাচাই করি এবং এখানে আপনি কিছু লাইট দেখতে পারেন।
04:38 এখন আমি এটিকে copy এর মত সংরক্ষণ করছি।
04:44 আমি এটিকে small নাম দেই এবং সংরক্ষণ করি।
04:50 এবং আমি এই ইমেজ সমাপ্ত করে ফেলেছি।
04:53 আপনার এডিটিং করার সময় 2 টি জিনিসে ধ্যান দেওয়া উচিত।
04:58 প্রথম হল আপনি যদি ইমেজের একটি অংশ বদলাতে চান এবং বাকি একই রাখতে চান তাহলে সেই লেয়ারের একটি কপি তৈরী করুন এবং পরিবর্তন করুন এবং তারপর লেয়ার মাস্ক অন করুন।
05:15 কালো ইমেজকে লুকোয় এবং সাদা সেখানকার জিনিসগুলি দেখায়।
05:22 দ্বিতীয়ত আপনি যদি ওভারলে মোডে দ্বিতীয় লেয়ারকে এর উপরে রাখেন তাহলে ইমেজের কলর এবং কনট্রাস্ট ভালো হবে।
05:33 খুব তাড়াতাড়ি এডিট করার এটি হল দুই পদ্ধতি।
05:41 এই ইমেজে আপনি কম করে দুটি সমস্যা দেখতে পারেন।
05:46 প্রথম হল আমি লোকেদের পায়ের ইমেজ কেটে দিয়েছি যখনকি তাদের সাথে থাকা বেশী ভালো হত।
05:55 এবং দ্বিতীয় সমস্যা হল এই ইমেজে এটি ভবন পতিত হয় মনে হয় কারণ আমি ক্যামেরা উপরের দিকে রেখেছি।
06:08 আমি perspective টুল চয়ন করি।
06:15 আমি directions ডায়ালগে corrective backward চয়ন করি এবং preview তে grid নির্বাচন করি।
06:23 আমি outline বা image চয়ন করতে পারি কিন্তু আমি grid চয়ন করি।
06:30 এবং যখন আমি ইমেজে টিপি তখন আমি এখানে একটি ইনফো উইন্ডো পাই যাতে বেশী কাজের তথ্য থাকে না।
06:38 তাই আমি এটি এখান থেকে সরাই এবং এখন এখানে আমার কাছে এই গ্রিড রয়েছে এবং আমি এই ইমেজে গ্রিড লাইন উল্লম্বভাবে এলাইন করি।
06:52 আউটপুট ইমেজে এই গ্রিড লাইন নয়তো উল্লম্ব না হলে অনুভূমিক হবে এবং এটি উপরের লাইন ইমেজের শীর্ষ হবে।
07:02 তাই আমি এটি এখানে টানতে পারি।
07:07 আমি ইমেজ দেখি এবং আমার মনে হয় যে এটি একবারে সঠিক।
07:41 এবং এখন আমি transform এ টিপি।
07:45 আমাদের এটি ট্রান্সফর্ম অর্থাৎ রূপান্তরিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
07:51 এটি এখানে রয়েছে।
07:55 এখন আপনি এখানে অন্য সমস্যা দেখেন।
08:00 এর জমি ভালো নয়।
08:03 তাই আমাকে এই ইমেজ ক্রপ করতে হবে।
08:16 আমি আমার crop টুলে যাই।
08:19 এবং আমি পাশের বিল্ডিং সরাতে চাই এবং শুধুমাত্র তাদের সেখানে ছেড়ে দিন।
08:28 এটি একটু বর্গক্ষেত্রের মত দেখায় তাই আমি fixed aspect ratio তে টিপি এবং এটিকে 1 by 1 রাখি।
08:40 আমার কাছে স্কোয়ার ক্রপ রয়েছে।
08:45 ইমেজে লোকেদের রাখতে
08:51 আমার মনে হয় এই ক্রপ কাজ করা উচিত।
08:56 এটিতে টিপুন এবং এটি এখানে রয়েছে।
09:00 এখন আমি Curves টুল চয়ন করি।
09:04 এটিতে অধিক কনট্রাস্টের জন্য হাই লাইন্স একটু বেশী উপরে করি।
09:19 এখন এই ইমেজও সমাপ্ত হয়ে গেছে।
09:24 এটি হল পরের ইমেজ।
09:27 তাই এই ইমেজের সাথে কি করি।
09:37 আমি rotate টুল চয়ন করি এবং 1 টিপে ইমেজে জুম্ ইন করি।
09:49 এখানে ইমেজের মাঝে আমি ভালো উল্লম্ব সেকশনের জন্য দেখি এবং Direction এ আমি corrective backward rotation চয়ন করি।
10:04 আমি cubic interpolation চয়ন করি এবং preview তে grid চয়ন করি।
10:12 এখন গ্রিড লাইন প্রাপ্ত করতে আমি ইমেজে টিপি এবং এখন আমি ঘরের উল্লম্ব কাঠামোর সাথে এই গ্রিড লাইন এলাইন করি।
10:24 আমার মনে হয় এতটাই যথেষ্ঠ।
10:28 আমার কাছে এই ছোট উইন্ডো রয়েছে যা 2.90 ডিগ্রী দেখায় এবং আমি rotate টুলে টিপি এবং অন্তিম পরিণামের জন্য অপেক্ষা করি।
10:40 এটি এখানে রয়েছে।
10:44 এটি বেশ ভালো দেখায়।
10:48 আপনি দেখতে পারেন এখানে অনেক বিকৃতি রয়েছে এবং আমাকে এতে সংশোধন করতে হবে কিন্তু এখন আমি এই ইমেজ ক্রপ করছি।
11:07 আমার মনে হয় এটি সঠিক।
11:13 আমার মনে হয় যে আমি ইমেজকে ঠিক মত ঘোরাইনি।
11:23 আমি বেশি ঘোরাইনি এবং আমি সঠিক স্পট নির্বাচন করিনি।
11:34 তাই এটি আবার করি।
11:39 আমি Ctrl + Z টিপে আবার স্টেপ আনডু করি।
12:00 আমি rotate টুল আবার চয়ন করি।
12:10 প্রথমে চয়ন করা সেটিংসকে আমি বদলাই না এবং আমি ইমেজের কেন্দ্রকে এখানে এই TV টাওয়ারে সেট করছি।
12:34 শুধুমাত্র এই TV টাওয়ারে এলাইন করছি।
12:41 TV টাওয়ার ইমেজের মুখ্য অংশ এবং এটি সোজা না হলে ইমেজ সোজা লাগে না।
12:59 এটি বেশ ভালো দেখায়।
13:01 এখন আমি crop টুল নেই এবং এতে অধিক নেগেটিভ স্পেস ছাড়া ক্রপ চয়ন করি।
13:26 এখন অন্তিম জিনিস সম্ভবত ইমেজে একটু অধিক কনট্রাস্ট আনতে একটু কার্ভ।
13:44 এটি ঠিক। এখন আমি এই ইমেজ সমাপ্ত করেছি।
13:50 এই ইমেজ পোট্রেট অর্থাত ছায়াচিত্র মোডে হওয়া উচিত তাই এখানে এটি বদলাতে হবে।
13:59 আমি Image, Transform এবং rotate 90 degree anticlockwise এ যাই।
14:08 এখন আমায় আমার ইমেজ ঘুরিয়ে ফেলেছি।
14:11 যখন আমি আমার ইমেজ 90 ডিগ্রী ঘোরাই তখন এর কোয়ালিটিতে কোনো প্রভাব পরে না যা jpeg ইমেজের জন্য বিশেষরূপে গুরুত্বপূর্ণ।
14:28 এখন এই ইমেজের জন্য একটু বেশী কনট্রাস্টা আনি এবং আমি এটি করতে curves টুল প্রয়োগ করি।
14:37 আপনি levels টুল বা অন্য প্রয়োগ করতে পারেন কিন্তু আমার মনে হয় আমার জন্য curves টুল সবচেয়ে ভালো।
14:44 শুধু S কার্ভকে হালকা এর উপর রাখুন এবং আমার মনে হয় আমরা করে ফেলেছি, আমি ইমেজ সংরক্ষণ করি।
14:59 এখন পরের ইমেজ।
15:01 সবকিছু সাথে রাখতে, ইমেজেস তাড়াতাড়ি এডিটিং এর জন্য আপনার কিছু মৌলিক টুলের প্রয়োজন।
15:10 প্রথম হল rotate টুল।
15:13 Corrective mode এবং গ্রিডকে preview এর মত প্রয়োগ করুন এবং গ্রিড উল্লম্ব বা অনুভূমিক ভাবে এলাইন করুন।
15:24 কাত করা লাইনের জন্য আপনার perspective টুলের প্রয়োজন।
15:31 আবার corrective মোড এবং grid প্রয়োগ করুন এবং গ্রিডকে এই উল্লম্ব বা অনুভূমিক ভাবে এলাইন করুন।
15:48 ইমেজের কনট্রাস্ট এবং লাইটনেস ঠিক করতে curves টুল চয়ন করুন এবং একটি S কার্ভ প্রয়োগ করুন, এটি অধিকতর ক্ষেত্রে সহায়ক হয়, বা কিছু ক্ষেত্রে আপনি যদি একটি সফ্ট ইমেজ চান তাহলে উল্টো S কার্ভ প্রয়োগ করুন এবং আপনি এখানে বাস্তব কুয়াশা দেখতে পারেন।
16:23 Image এবং Transform মেনুতে যান, যেখানে আপনি ইমেজকে rotate অর্থাৎ ঘোরান এবং আউটপুটের আকার Scale করুন।
16:37 অবশেষে filters দ্রুত সম্পাদনার জন্য গুরুত্বপূর্ণ।
16:43 Enhance এবং Sharpen এ যান।
16:47 অনেক টুল প্রয়োগ করার পর উদাহরণস্বরূপ rotating বা transformation টুল, perspective টুল বা resizing, ইমেজ বেশী সফ্ট হয়ে যাবে।
17:02 Sharpening এর দ্বারা আপনি সেটি রিডু করতে পারেন।
17:08 আপনাকে লেয়ার্সের সাথে পরিচিত হওয়া উচিত।
17:15 প্রথম লেয়ার ডাবল করুন এবং উদাহরণস্বরূপ যাচাই করুন যে Overlay মোড বা অন্যান্য মোডে কি হয়।
17:26 এখানে অন্বেষণ করার অনেক কিছু রয়েছে এবং আমি তা পরে কখনো বলব।
17:33 আপনি দেখেন যে প্রতিবার আমি যখন মোড বদলাই তখন আপনি সম্পূর্ণরূপে একটি আলাদা ইমেজ পাই।
17:41 আপনি যদি ইমেজের শুধু একটি অংশ বদলাতে চান তাহলে layer mask জুড়ুন এবং আপনি আপনার ইমেজে যা দেখতে চান তা white দ্বারা ভরুন।
17:58 যে জিনিস আপনি দেখতে চান না তা black দ্বারা ভরুন।
18:05 গ্রে আংশিকরূপে দৃশ্যমান এবং এটি স্বচ্ছ।
18:12 এবং আমার মনে হয় এই সপ্তাহের জন্য এতটাই।
18:17 আমি আশা করি পরের সপ্তাহে আবার দেখা হবে।
18:25 আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta