GIMP/C2/Sketching/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 10:31, 29 December 2015 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:23 Meet The GIMP এ আপনাদের স্বাগত। এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত।
00:41 আজ দেখানোর জন্য নতুন কিছু রয়েছে।
00:44 এখানে জোসেফ দ্বারা দেওয়া একটি ভিডিও রয়েছে এবং এটি আপনাকে দেখাবে যে স্কেচ এফেক্ট প্রয়োগ করে ইমেজ কিভাবে বানায়?
00:55 আমি আপনাকে এই দেখাবো যে gimp 2.4 প্রয়োগ করে একটি স্কেচ এফেক্টের নির্মান কিভাবে করে?
01:06 আপনাকে স্কেচ এফেক্ট দেখাতে আমি লেয়ার্সের সাথে কাজ করতে যাচ্ছি।
01:14 পরের জিনিস যা আমি করতে যাচ্ছি লেয়ার্সের নামান্তর করা যাতে আমি একটি আন্দাজ পাই যে আমি কোন লেয়ারে কাজ করছি।
01:23 তাই আমি শীর্ষের লেয়ার নির্বাচন করি এবং তারপর Filters, Blur, Gaussian blur এ যাই।
01:36 প্রীভিউয়ের সাহায্যে আমি ইমেজ ঘোরাতে পারি একটি স্পট প্রাপ্ত করতে যেখানে আমরা কিছু লাইন দেখতে পারি।
01:45 এখানে Blur Radius খুবই গুরুত্বপূর্ণ।
01:48 আমি আপনাকে ভিন্নতা দেখাতে এখানে প্রীভিউ বানাই আপনি 30 blur radius এবং 5 blur radius প্রয়োগ করছেন।
01:59 এই ইমেজের জন্য আমি blur radius 15 রাখব এবং OK তে টিপব।
02:08 এখন আমরা শীর্ষের লেয়ারে একটি ভালো blur পেয়েছি।
02:12 তাই পরের জিনিস যা আপনাকে করতে হবে রঙ ইনভার্ট করা।
02:18 তাই কলর, ইনভার্টে যান।
02:21 এখন আমরা নিজের টুলবাক্সে ফিরে যাই, শীর্ষের লেয়ার নির্বাচন করি এবং ওপেসিটি (অস্বচ্ছতা) 50% এ সেট করি।
02:28 আমরা একটি ভালো ধূসর ইমেজ পেয়েছি।
02:31 এখন আমরা শীর্ষের লেয়ার ডান ক্লিক করে এই দুটি লেয়ার একসাথে মার্জ করব এবং Merge Visible Layer কে নির্বাচন করে Merge এ টিপুন।
02:40 পরের জিনিস যা আমি করতে চাই ইমেজে কনট্রাস্ট বাড়ানো এবং এটি করতে আমি Levels টুল চয়ন করি।
02:48 যেমনকি আপনি দেখতে পারেন এই ইমেজে অধিকাংশ তথ্য মাঝখানে রয়েছে।
02:54 আমাকে স্লাইডারকে সেই ভ্যালু পর্যন্ত স্লাইড করতে হবে।
03:01 এখন আমি মাঝের স্লাইডার বামদিকে স্লাইড করি যাতে ইমেজ একটু সাদা করতে পারি
03:13 OK তে টিপি।
03:16 এখন আপনি দেখতে পারেন যে লাইন্স বের হওয়া শুরু হয়ে গেছে কিন্তু আমি এখনো ইমেজে কিছু রঙ পাই।
03:23 এখন আমি colour এবং Desaturate এ যাই এবং Luminosity বিকল্প চয়ন করি এবং এখন আমি একটি কালো এবং সাদা ইমেজ পাই।
03:32 এখন আমি আবার Levels টুল চয়ন করি এবং ইমেজে অধিক কনট্রাস্ট আনতে স্লাইডার সমাযোজিত করি।
03:47 স্লাইডার এইভাবে সমাযোজিত করুন যাতে আপনি ইমেজে ভালো কনট্রাস্ট পেয়ে যান।
03:56 আমার মনে হয় এটি ভালো।
04:00 তাই আমরা এখন ভালো স্কেচ এফেক্ট যুক্ত একটি ইমেজ পেয়েছি।
04:07 আমার মনে হয় এই ইমেজে একটি বর্ডার লাগানো উচিত।
04:11 তাই আমি একটি নতুন লেয়ার বানাই এটিকে white নাম দেই এবং লেয়ার ফিল টাইপ হিসেবে white চয়ন করি এবং সাময়িকভাবে ওপেসিটির ভ্যালু কমাই যাতে আমরা ইমেজের আরপার দেখতে পারি।
04:27 এখন আমি টুলবাক্স থেকে rectangle selection টুল্স চয়ন করি এবং ইমেজে একটি rough selection টানি।
04:38 rectangle কে সমাযোজিত করি।
04:42 rectangle সমাযোজন সমাপ্ত করে নীচে বাম কোণে যান এবং Toggle Quick Mask এ টিপুন এবং আমরা একটি সাদা এবং কালো বর্ডার পাই যা এডিট করা যেতে পারে।
04:55 আমরা কিছু আকর্ষণীয় এফেক্ট তৈরী করতে ফিল্টার্স ব্যবহার করতে পারি তাই আমি Filters, Distorts, Waves এ যাই।
05:06 এই বাক্সে আপনি দেখতে পারেন যে সেখানে আকর্ষণীয় বর্ডার বানাতে অনেক বিকল্প রয়েছে।
05:18 আমি স্লাইডার্স সমাযোজিত করি যাতে আমি ছোট ঢেউ পাই।
05:30 এটি ভালো দেখায়।
05:32 এখন আমি কিছু blur যোগ করতে চাই।
05:34 তাই Filters এ যান কিন্তু আমার মনে হয় যে আমাকে কিছু ভিন্ন এফেক্ট প্রয়োগ করা উচিত।
05:41 তাই আমি Noise এ যাই এবং Spread চয়ন করি এবং আমি Horizontal কে 22 এ সেট করি।
06:02 তাই এখন toggle quick mask button এ যান এবং এটিতে টিপুন।
06:09 আপনি এখানে দেখতে পারেন যে এখানে মার্জিন এলাকা রয়েছে যার মানে হল আমরা একটি সিলেকশন করেছি।
06:17 এখন আমি সেই লেয়ারে একটি মাক্স লাগাতে যাচ্ছি এবং এটিকে পূর্ণ ওপেসিটির জন্য সাদা রঙ দ্বারা ভরি এবং ইমেজে একটি চয়ন করি আমরা সেই চয়নে কালো রং ড্রেগ করতে পারি এবং এলাকাকে পূর্ণরূপে পারদর্শী বানাতে পারি।
06:39 আমি Select >> None এ যাই, সেই লেয়ারে ফিরে যান যা আমরা সাময়িকভাবে পারদর্শী সেট করে ছিলাম এবং আমি ওপেসিটি বাড়িয়ে 100% করব।
06:53 পরে আপনি আপনার বর্ডারের রঙ বদলাতে চাইলে, আপনি কিছু করতে চাইলে রঙিন ডায়ালগে যান, একটি রঙ চয়ন করুন এবং সেই লেয়ারে ড্র্যাগ করুন এবং আপনি একটি ভিন্ন রঙের লেয়ার পাবেন।
07:10 এখানে একটি ভালো স্কেচ এফেক্ট ছিল এবং জোসেফ এই ভিডিওর জন্য আপনাকে ধন্যবাদ।
07:17 এখন দেখি যে সেখানে কি হয়েছে।
07:22 আমি এখানে একটি ইমেজ তৈরী করেছি এবং আমার কাছে কালো এবং সাদা থেকে একটি ধুসর গ্রেডিয়েন্ট এবং কালো এবং সাদা দ্বারা ভরা এলাকা রয়েছে।
07:37 আমি আগেই লেয়ার ডাবল করে ফেলেছি যা প্রথম পদক্ষেপ ছিল।
07:45 এখন আমি এই ইমেজ ইনভার্ট করতে চাই তাই colours এ এর পরে ইনভার্টে যান।
07:53 আপনি দেখতে পারেন যে এই ইমেজ এখন একেবারে বিপরীত এবং ওপেসিটিকে 50% এ কম করি।
08:06 সম্পূর্ণ ইমেজ ধুসর হয়ে যায় কারণ অর্ধেক কালো এবং অর্ধেক সাদা মিলে ধুসর তৈরী করে।
08:19 এখানেও অর্ধেক কালো এবং অর্ধেক সাদা মিলে ধুসর তৈরী করে।
08:28 তাই পরের ধাপে এই লেয়ারকে blur করতে হবে।
08:33 তাই Filters, Blur, Gaussian Blur এ যান।
08:40 আমি এখানে এই শৃঙ্খলা আনলক করেছি যাতে আমি শুধু ভার্টিকাল blur বদলাতে পারি এবং হরাইজন্টাল blur নয় কারণ ইমেজ বেশ অস্পষ্ট হয়ে যাবে।
08:55 তাই এটি আমার কাঙ্ক্ষিত ফলাফল এবং আমি OK তে টিপি।
09:01 এখন আপনি এখানে গাঢ় ধূসর এবং হালকা ধূসর লাইন দেখেন।
09:06 এখানে এই লাইন ফোরগ্রাউন্ডকে blur করার ফলাফল।
09:18 আমি এখানে জুম করে ওপেসিটি বাড়ালে আপনি এখানে কালো, সাদা রঙ দেখতে পারেন এবং তার মাঝে একটি গ্রেডিয়েন্ট রয়েছে।
09:32 অন্যান্য লেয়ারে আমাদের কাছে সাদা এবং কালো রয়েছে এবং এখন এটি একেবারে বিপরীত নয়।
09:44 তাই ওপেসিটি কম করুন এবং আপনি দেখতে পারেন যে এখানে আরেকটি গাঢ় ধূসর রয়েছে এবং অন্যদিকে মাঝারি ধূসর।
10:00 এটি মাঝারি ধূসর এবং এখানেও।
10:05 কিন্তু প্রথমে চোখের ট্রিকে দেখি।
10:10 তাই আমি colour picker চয়ন করি এবং আমি দেখতে পারি যে এখানে এটি লাল, সবুজ এবং নীল রঙের জন্য 128, 128, 128 এবং 50% ধুসর রয়েছে এবং এটি মাঝারি ধূসর এবং এখানে 127,127,127 ও 50% ধূসর।
10:43 এখানে একটু শেডস রয়েছে যা সাধারণত একই রঙের এবং আমার কাছে এইদিকে 127 এবং ঐদিকে 128 রয়েছে।
10:57 আমরা 255 কে 2 দ্বারা ভাগ করলে আমরা নয়তো 127 পাই না হলে 128 পাই যদি আপনার কাছে কোনো ফ্লোটিং পয়েন্ট না থাকে।
11:15 তাই আমাদের এই লাইন মার্জ করতে হবে।
11:19 লেয়ারে যান এবং মার্জ করুন।
11:29 তাই এখানে সেই রঙের স্তর পাই যা জোসেফের ইমেজে ছিল এবং এখন আমি শুধু এই স্লাইডার টেনে কালো রঙ আরো গাঢ় এবং ধুসর রঙ আরো সাদা বানাতে পারি।
11:56 আপনি পরিবর্তনশীল বেধের একটি লাইন দেখতে পারেন এবং আমি যদি এই স্লাইডার বাঁদিকে টানি তাহলে লাইন অধিক পাতলা হয়ে যায়।
12:12 সম্পূর্ণ ইমেজে একবার দেখি, Shift + Ctrl + E টিপলে আপনি দেখেন যে আমার কাছে যেখানে গ্রেডিয়েন্ট এবং রঙ ফিল ছিল এখন সেখানে লাইন রয়েছে।
12:25 আমি আশা করি আপনি এটি বুঝে গেছেন এবং আপনি এটি করার অভ্যাসও করতে পারেন।
12:31 কিছু ইমেজ এই প্রভাবের সাথে বেশ ভালো দেখায়।
12:37 জোসেফের ইমেজ বেশ মজাদার ছিল। আমার এটি পছন্দ।
12:44 এই সপ্তাহে Meet The GIMP এ একটি নতুন অধ্যায় শুরু করি।
12:48 আপনি হোম পেজে গেলে আপনি নীচে ডানদিকে 23HQ.com তে ফটো সমূহের জন্য উপায় পান।
13:00 সেখানে আমার দেখানো অনেক ইমেজ রয়েছে এবং সপ্তাহব্যাপী সপ্তাহতে আমি তাদের একটি নেবো এবং এই সম্পর্কে কিছু বলবো, আজ এখানে এটি একটি নেবো।
13:13 এটি fireworks এ Mainzelmann দ্বারা নির্মিত এবং ওটি এই ইমেজে white balance এবং রঙ সংক্রান্ত মন্তব্যের জন্য অনুরোধ করে এবং আমার মনে হয় এটি বেশ ভালো মনে হচ্ছে।
13:28 আমি মন্তব্য করেছি কিন্তু এটি শুধুমাত্র জার্মান ভাষায় রয়েছে।
13:32 ঠিক আছে, এক নজর দেখি।
13:35 এটি সাধারণত ওয়েবসাইট থেকে নেওয়া তার ইমেজ এবং এখানে টুল বাক্সে ড্রপ করা হয়েছে এবং তারপর GIMP ওয়েব থেকে ইমেজ খুলি।
13:48 আমার মনে হয় যে আকাশ একটু বেশী গাঢ়।
13:53 এখানে নীচের অংশে বিল্ডিং বেশ ভালো যাকে ইমেজে রাখতে হবে কিন্তু এখানে আকাশ প্রায় কালো হতে হবে, এর মত বাস্তবে কালো হওয়া উচিত নয় এবং হয়তো এখানে ধোয়ার মত মেঘ সংরক্ষণ করা যেতে পারে।
14:13 তাই আমি Curves Tool চয়ন করি এবং দেখি যে আমরা কি করতে পারি?
14:24 আপনি দেখেন যে এখানে আমাদের এই ইমেজে সাদা রঙ অনেক বেশী রয়েছে।
14:31 এই ইমেজে এক্সপোজার খুবই ভাল এবং মান হিস্টোগ্রামে বেশ ভালোমত বিতরিত এবং আমাদের কাছে এখানে কালো রঙ রয়েছে, আপনি দেখেন যা বাস্তবে কালো নয়।
14:48 আমরা এখানে এটি একটু অধিক গাঢ় করতে পারি।
14:56 তাই আমি এই কালো বিন্দু এই পর্যন্ত টানতে পারি।
15:01 এই কালো বিন্দু কালো রঙের সংজ্ঞা এবং আমি এখন বলতে পারি যে এটি কালো।
15:12 তাই আপনি দেখতে পারেন যে এই firework একটু বেশী গুরুত্বপূর্ণ এবং আমি হিস্টোগ্রামের এই অংশ একটু অধিক গাঢ় করতে চাই।
15:26 তাই আমি এখানে একটি বিন্দু রাখি এবং শুধু কার্ভ নীচে টানি।
15:33 আমাকে এই বিল্ডিং এর জন্য একটু জায়গা ছাড়তে হবে।
15:41 আমার মনে হয় যে এটি বিল্ডিং এর গুরুত্বপূর্ণ অংশ।
15:52 তাই আমি কার্ভ একটু নীচে টানি এবং আমি দেখতে পারি যে বিল্ডিং এখনও সেখানে রয়েছে।
16:07 এখন এখানে এই ক্ষেত্র গাঢ় রঙে রয়েছে এবং এটি সাদা রঙে রয়েছে হয়তো এটি এখন একটু বেশী সাদা তাই আমি এটি নীচে টানি।
16:25 এখন কিছু আলাদা করে দেখি।
16:32 না এটি কাজ করে না।
16:35 শুধু বিন্দুগুলি টানি।
16:39 আমি এর ব্যবহার কখনো করিনি তাই এটি একটু প্রয়োগাত্মক।
16:51 আমার মনে হয় এটি কাজ করে।
16:54 ইমেজে প্রথমবার দেখলে এটি একটু বেশী আকর্ষনীয় করতে কিন্তু এখন রঙ বেশ ভালো মনে হয়।
17:03 আমার মনে হয় যে এই ইমেজের উপর কাজ হয়ে গেছে।
17:07 আরো তথ্যের জন্য http://meetthegimp.org তে যান এবং মন্তব্য পাঠাতে info@meetthegimp.org তে লিখুন।
17:22 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta