GIMP/C2/Selecting-Sections-Part-2/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 14:12, 13 January 2016 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:23 Meet The GIMP এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:25 এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত।
00:31 আজ আমি Fuzzy Select Tool সম্পর্কে বলবো।
00:36 এটি মোটামুটি select by colour tool এর মতই।
00:40 কিন্তু fuzzy select tool শুধুমাত্র নিকটবর্তী ক্ষেত্র চয়ন করে এবং colour select tool একই রঙের সকল ক্ষেত্র নির্বাচন করে।
00:54 এখানে কিছু অনুরূপ বিকল্প রয়েছে যেমন Replace, Add, Substract এবং Intersect with the current selection, এখন replace চয়ন করি।
01:08 এখানে আপনি একই বিকল্প দেখতে পারেন, Antialiasing.
01:13 আমরা Antialiasing চয়ন করলে নির্বাচনের বর্ডার শার্প হয় না এবং আপনি মসৃন কোণা পান।
01:23 এটি চয়নিত না থাকলে আপনার কাছে চয়নিত এবং অচয়নিত এর মাঝে বাস্তবে একটি শার্প বর্ডার রয়েছে।
01:33 এরপর Feather Edges এবং Select Transparent Areas বিকল্প রয়েছে।
01:41 সম্ভবত মাস্ক সেন্সর ব্যবহার করার সময় Select transparent areas উপযোগী।
01:50 Sample merged অন্যের মত সমান এবং এটি সকল দৃশ্যমান লেয়ার চয়ন করে।
01:58 এটি চয়নিত না থাকলে এটি উপস্থিত লেয়ারে কাজ করে।
02:04 আপনি ইমেজের সম্পূর্ণ আউটপুট থেকে কিছু বাছতে চাইলে এই বিকল্প চয়ন করুন।
02:11 এটি হল Threshold যা বলে যে চয়নে হতে বা না হতে দুটি রঙের মাঝে কতটা পার্থক্য হওয়া উচিত।
02:24 এটি সেই পিক্সেল্স চয়ন করতে সাহায্য করে যা একটি নিশ্চিত রঙ রাখে।
02:30 পরের গুরুত্বপূর্ণ চয়ন হল যে আপনি আপনার চয়নে কোন মোড রাখতে চান।
02:37 Composite মোড জুড়িত red, green এবং blue চ্যানেলের ধুসর ভ্যালু।
02:44 আপনি আপনার চয়নের ভিত্তিতে red, green, blue চ্যানেল বা Hue, Saturation বা ভ্যালু চ্যানেল চয়ন করতে পারেন।
02:56 এখন Fuzzy Select Tool চেষ্টা করি।
03:01 আমি শুধু ইমেজে টিপি এবং Threshold হল শূন্য এখন দেখি যে কি হয়।
03:08 আমি একটি চয়ন করি যা আকারে এক পিক্সেল।
03:13 আমি এখন Threshold বাড়িয়ে 30 করি এবং ইমেজে টিপি এবং এখানে Toggle Quick Mask এ টিপুন।
03:28 এখন আপনি সেই ক্ষেত্র দেখতে পারেন যা চয়ন করা হয়েছে।
03:37 আমি Quick Mask toggle অচয়নিত করি, টুল বাক্স পেতে ট্যাবে টিপুন এবং সব কিছু অচয়নিত করতে Shift+Ctrl+A টিপুন।
03:49 আমি এটি বিভিন্ন উপায়ে করতে পারি এবং যার জন্য আমি Threshold কমিয়ে শূন্য করি এবং ইমেজে টিপি এবং এখন আমি মাউস ডানদিকে নীচের দিকে টানছি।
04:03 আমি থ্রেশহোল্ড বাড়ালে আপনি দেখতে পারেন যে আমি এই নীল ক্ষেত্রে যাচ্ছি কিন্তু আমি এখনও দেয়ালে রয়েছি।
04:13 আমার মনে হয় যে এই টুল গ্রাফিক ডিজাইনারদের জন্য অধিক উপযোগী, ফটোগ্রাফারের জন্য নয়।
04:22 আপনি শুধু মাউস টেনে থ্রেশোল্ড বদলাতে পারেন।
04:26 এটি কলর সিলেকশন টুলে সেই কাজ করে।
04:32 আমি Select by কে Composite থেকে Hue তে বদলাই এবং সেই পয়েন্টে টিপি এবং নীচে আঁকি।
04:43 আপনি দেখতে পারেন যে আমার কাছে দেওয়ালের নীচে নীল, সবুজ অংশের তুলনায় ভালো উপায় রয়েছে।
04:54 তাই এই টুলের সাথে রঙ পরিভাষার সঠিক মেথড চয়ন ভালো ফলাফল দেয়।
05:05 আমি quick mask এ টিপি এবং আপনি দেখেন যে এটি মোটামুটি সঠিক, শুধুমাত্র কিছু অংশ মেরামত করতে হবে এবং আমি এটি quick mask এ পেন্টিং করে করব এবং এই সিলেকশন টুল্স থেকে নয়।
05:25 আপনি মোড চয়ন করা সম্পর্কে গুলিয়ে ফেললে আপনি নিজের ইমেজ চ্যানেল মোডে ভিন্ন চ্যানেলে দেখতে পারেন।
05:41 ব্লু চ্যানেল চয়ন করুন এবং আপনি দেখতে পারেন যে সবকিছু একই ব্লু ভ্যালু রাখে।
05:50 গ্রিন চ্যানেলে এখানে কিছু পার্থক্য রয়েছে।
05:55 রেড চ্যানেলে এখানে এটি প্রায় একই।
05:59 তাই চয়নের জন্য আমি গ্রীন চ্যানেল চয়ন করব বা এই ক্ষেত্রে হিউ চ্যানেল।
06:10 Selecting colour হল পরবর্তী টুল এবং এখানে এতে একই ফাংশন এবং একই বিকল্প রয়েছে।
06:19 এতে শুধুমাত্র একটি তফাৎ রয়েছে।
06:22 আপনি এখানে টিপলে এই রঙের সাথে আপনি সকল ক্ষেত্র চয়ন করবেন এবং একটি নিকটবর্তী ক্ষেত্র নয়।
06:32 colour selection টুল সকল একই রঙ যুক্ত ক্ষেত্র চয়ন করে।
06:41 পরবর্তী টুলের নাম intelligent scissors বা scissors selection টুল।
06:48 এই অ্যালগরিদম প্রান্ত খোঁজে এবং চয়নের সাথে তাদের অনুসরণ করার চেষ্টা করে।
06:56 আমি এখানে এই লেটার বাক্স চয়ন করতে চাই।
07:10 তাই আমি সিলেকশন টুল সক্রিয় করি এবং একটি পয়েন্ট এখানে টানি এবং আমি কার্সারের কাছে একটি প্লাস চিহ্ন পাই এবং আমি শুধু পয়েন্ট চয়ন করি।
07:42 এই অ্যালগরিদমের বর্ডার অনুসরণ করা উচিত এবং আপনি এখানে দেখতে পারেন যে এটি অন্য রাস্তা নেয় নি, এটি ভিতরের রাস্তা নিয়েছে।
07:56 আমি ইমেজে জুম করি এবং আমি এই পয়েন্ট এই পর্যন্ত ড্রেগ করতে পারি এবং এই পয়েন্ট চয়ন করতে ভুল হয়েছিল।
08:13 তাই আমি এই পয়েন্ট উপরে টানি এবং আপনি দেখতে পারেন যে অ্যালগরিদম বর্ডার অনুসরণ করে যদি আপনি সঠিক তথ্য দেন যে অনুসরণ কোথায় করতে হবে।
08:30 এটি বেশ ভালো দেখায় কিছু সাধারণত আমি এটি প্রয়োগ করি না কারণ এটি করার বেশ ভালো উপায় ও রয়েছে।
08:44 আমার মনে হয় যে আমি colour selection tool প্রয়োগ করব কারণ এটি সর্বদা ভুল রাস্তা নেয়।
08:56 তাই চয়নের সাথে শেষ করেছি।
09:10 আমি শুধু এখানে প্রথম পয়েন্টে টিপি এবং কার্সার প্লাসে বদলে যায়।
09:17 এখন পরবর্তী পয়েন্ট রাখি এবং আমার কাছে এর বাইরে লুপ তৈরী করা এই দুটি রিং রয়েছে।
09:25 আমি এখনও এখানে চারিদিকে পয়েন্ট ঘোরাতে পারি এবং চয়ন ভালো করতে পারি।
09:33 তাই আমি যখন চয়নে দ্বিতীয় বার টিপি তখন চয়ন হয়ে যায়।
09:42 এবং কোয়ালিটি দেখতে আমি Quick Mask সক্রিয় করি এবং এতে জুম করি।
09:57 এখন আমি চয়নের চারিদিকে দেখি।
10:04 এখানে আমার দোষ রয়েছে আমাকে এখানে টিপতে হতো।
10:10 সুতরাং এটি বেশ ইন্টেলিজেন্ট সিসর্স।
10:17 পরবর্তী এবং অন্তিম টুল যা আজ আমি দেখতে চাই তা হল foreground selection টুল।
10:24 কিছু সময় আগে যখন এই অ্যালগরিদম এসেছিল তখন বেশ সংবেদন ছিল কিন্তু গিম্পে এর প্রয়োগ এতটা উত্তেজনাপূর্ণ ছিল না।
10:37 কিন্তু এটি একবার চেষ্টা করি।
10:41 এখানে সেই মোড রয়েছে এবং আন্টিএলিয়াসিং সক্রিয় করার যোগ্য নয়।
10:48 এখানে আমি একটি একক ক্ষেত্র চয়ন করে একটি স্ট্যাচু চয়ন করতে চাই।
10:57 তাই ভালো নিয়ন্ত্রণ পেতে আমি প্রথমে ইমেজে জুম করি।
11:06 এখন আমি selection টুল চয়ন করে নিকটবর্তী ক্ষেত্র বা ভিন্ন ক্ষেত্র চয়ন করতে পারি কিন্তু আমি নিকটবর্তী ক্ষেত্র চয়ন করি।
11:21 প্রথমে automatic laser টুল থেকে একটি রাফ সিলেকশন বানাই এবং আপনি দেখতে পারেন যে যে ক্ষেত্র অচয়নিত রয়েছে তা নীল রঙে রয়েছে।
11:44 আমি একটি ব্রাশ চয়ন করেছি এবং আমি এই স্লাইডার থেকে ব্রাশের ব্যাস নিয়ন্ত্রণ করতে পারি এবং যা আমি চয়ন করতে চাই তার উপর পেন্ট করি।
11:59 আমাকে দেখতে হবে যে সেই জিনিস চয়ন করব না যা আমি ইমেজে রাখতে চাই না।
12:17 আমি মাউস বোতাম ছাড়লে অ্যালগরিদম কাজ করা শুরু করে বং এখানে কিছু ক্ষেত্র চয়ন করতে হবে।
12:27 প্রতিবার সিলেকশন আপডেট হয় এবং সেই জিনিস যেত আমরা পেন্ট করেছি তাদের একই ক্ষেত্র চয়ন করা হয়।
12:42 আমি এখন Mark Background এ টিপি এবং ব্যাকগ্রাউন্ডকে পেন্ট করা শুরু করি যা আমি আমার ইমেজে রাখতে চাই না।
12:54 এই টুল ভালো মত কাজ করে যখন চয়নিত অংশ এবং জিনিসগুলি অচয়নিত থাকে, তাদের মধ্যে অধিক অন্তর হয় এবং এখানে অন্তর অনেক অধিক নয়।
13:12 সিলেকশন গ্রহণ করতে এন্টার টিপুন।
13:17 আমার মনে হয় আপনার ধারণা হয়ে গেছে যে এই টুল কিভাবে কাজ করে।
13:27 Path টুলও এই ভাগের সাথে সম্বন্ধ রাখে কিন্তু আমি তা পরে কখনো দেখব।
13:36 Select মেনুতে কিছু অন্য জিনিস রয়েছে যা আপনি সিলেকশনসের সাথে করতে পারেন এবং তাও পরে কখনো দেখব।
13:48 এই টিউটোরিয়ালের জন্য এতটাই যথেষ্ট।
13:52 এখন আমাদের কিছু মন্তব্য পাঠান এবং আমি বলি যে পরের শোতে নতুন জিনিস হবে যা দর্শকের দ্বারা তৈরী করা কন্টেন্ট।
14:05 আপনি meetthegimp.org তে শো নোটসে এই ফাইলের জন্য একটি লিঙ্ক পাবেন এবং আপনি কিছু মন্তব্য করতে চাইলে অবশ্যই করুন।
14:19 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। শুভবিদায়।

Contributors and Content Editors

Kaushik Datta