GIMP/C2/Resolutions/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 10:43, 24 November 2015 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:23 Meet The GIMP এ আপনাদের স্বাগত।
00:25 এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত।
00:30 রেজুলেশনের জন্য Image ও image properties এ যান এবং এখানে আপনি দেখতে পারেন যে এই ইমেজের প্রস্থ 508 পিক্সেল এবং 72 বাই 72 ppi.
00:46 ppi এর মানে হল প্রতি পিক্সেলে ইঞ্চি।
00:50 এখানে আমার স্ক্রীনে এক ইঞ্চিতে 72 পিক্সেল রয়েছে।
00:56 ppi মূলত dpi অর্থাৎ ডটস পার ইঞ্চ এর মতই
01:03 এবং সঠিক রেজল্যুশন প্রিন্টিং এর জন্য গুরুত্বপূর্ণ।
01:07 এখন এই বলি যে আপনি কাগজের এক ইঞ্চিতে ইঙ্কের কতগুলি বিন্দু রাখবেন।
01:14 একটি ইঞ্চি দীর্ঘ লাইনে প্রতি ইঞ্চিতে মোটামুটি 300 বিন্দু আছে এবং তারা এত ঘনিষ্ঠভাবে প্রিন্ট হয়েছে যে আপনি শুধু একটি লাইন দেখেন না কি বিন্দু।
01:27 কেউ ইমেজ প্রিন্ট করতে চাইলে তারা ইমেজ 300 ppi তে হওয়ার জন্য বলতে পারে বা তারা বলতে পারে যে আমাদের 50 dpi তে এই ইমেজের প্রয়োজন বা কোয়ালিটি যথেষ্ট ভাল হবে না।
01:46 তাই আপনি এই সম্পর্কে কি করতে পারেন?
01:49 আপনি এটি খুব সহজে বদলাতে পারেন।
01:53 Image এবং Scale Image এ যান।
01:56 এই ডায়লগে আপনি width, height দেখতে পারেন যা আমি বহুবার প্রয়োগ করেছি।
02:04 আপনি এখানে X রেজল্যুশন Y রেজল্যুশন ও দেখতে পারেন এবং ভ্যালু 72 পিক্সেলে ইঞ্চ রয়েছে এবং আমি এটি পিক্সেল্সে মিলিমিটার বা পিক্সেল পয়েন্ট পিকাতে বদলাতে পারি।
02:21 কিন্তু এটি পিক্সেলে ইঞ্চি ই রাখি।
02:26 X রেজল্যুশন এবং Y রেজল্যুশনের ভ্যালু 72 ppi এবং আমি এটি 300 ppi তে বদলাই।
02:40 এখন ইমেজ scale করলে আপনি দেখেন যে কিছুই বদলায়নি, শুধু এই বাদে যে যখন image properties এ যাই।
02:49 এখানে আপনি দেখেন যে রেজলিউশন 300 by 300 ppi তে বদলে গেছে এবং প্রিন্টের আকার প্রায় 3 টি বড় স্ট্যাম্পের সমান।
03:03 যা 4 by 3 cms এর সমান।
03:07 এটি একটি বড় স্ট্যাম্প।
03:09 ইমেজে রেজল্যুশন ছাড়া আমি কিছুই বদলায়নি।
03:17 স্ক্রীনে কিছুই বদলায়নি এটি এখনো প্রতি ইঞ্চিতে 72 পিক্সেল রয়েছে।
03:24 এই সংখ্যা মূলত অর্থহীন।
03:27 এর মানে হল যদি আপনি জানেন যে আপনি প্রতি ইঞ্চিতে 300 টি বিন্দুতে প্রিন্ট করতে চান যা বাস্তবে একটি ভালো ভ্যালু এবং ধরুন আপনি এটি 10 by 15 ইঞ্চিতে চান তাহলে আপনি দেখেন যে এই পিক্সেল যথেষ্ঠ নয়।
03:51 তাই আপনাকে পিক্সেল বাড়াতে হবে।
03:55 কিন্তু প্রিন্টারের জন্য ইমেজের কোয়ালিটি নির্ভর করে যে আপনি কাছে সেই আকারের কতগুলি পিক্সেল রয়েছে বা প্রিন্ট হওয়ার সেই ক্ষেত্র কতটা লম্বা বা কতটা বড়।
04:10 এবং সেই প্রোপার্টি প্রিন্টার দ্বারা সেট করা হয় এবং এটি দরকার নয় যে আপনাকে এটিকে ইমেজে সেট করতেই হবে।
04:21 কিন্তু কেউ যদি আপনাকে এই ইমেজ প্রতি ইঞ্চিতে 200 থেকে 300 বিন্দুতে সেট করতে বলে তাহলে শুধু এই করুন এবং এটি চর্চা করবেন না।
04:32 আমি শো নোটসে এই সম্পর্কে গুরত্বপূর্ণ চর্চার কিছু লিঙ্ক দেবো। আপনি এটি সেখানে দেখতে পারেন।
04:39 আমি বিল বোর্ডের জন্য এই ইমেজ চাইলে এই ইমেজ স্কেল করতে হবে।
04:44 আমার মনে হয় বিল বোর্ডের জন্য ভালো ভ্যালু প্রতি ইঞ্চিতে 5 বিন্দুতে হবে।
04:51 ইমেজ স্কেল করুন এবং আপনি দেখেন যে কিছুই বদলায়নি কিন্তু এখন image properties এ প্রিন্টের আকার 100 by 76 inches অর্থাৎ 2 m 50 যা এখানে এই ইমেজের সাথে একটি ভালো পোস্টার হবে।
05:10 নিজে থেকে প্রিন্ট না করা পর্যন্ত এই রেজল্যুশন এখানে আমাদের জন্য মূলত অর্থহীন।
05:18 আরো তথ্যের জন্য http://meetthegimp.org তে যান এবং কোনো মন্তব্য করতে চাইলে info@meetthegimp.org তে লিখুন। শুভবিদায়।
05:30 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta