GIMP/C2/Questions-And-Answers/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 12:45, 24 November 2015 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:23 Meet the GIMP এ আপনাদের স্বাগত।
00:25 এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত।
00:31 আজকের টিউটোরিয়ালে আমি আপনাকে প্রশ্ন এবং উত্তর এডিশনের প্রতিশ্রুতি দিয়ে ছিলাম, তাই এখন কিছু খবর দিয়ে শুরু করি।
00:40 আমি আপনাকে আগেই gimpusers.com সম্পর্কে বলেছি এবং তাদের কাছে গিম্পের ভিডিও পডকাস্ট সম্পর্কে একটি বড় খবর রয়েছে কিন্তু আমার মনে হয় আপনি আগেই ভিডিও পডকাস্ট সম্পর্কে জানেন।
00:55 এখন ডাউনলোড পৃষ্ঠায় যাই এবং আপনি এখানে গিম্প 2.4.0 রিলিজ ক্যান্ডিডেট দেখেন এবং এটি Windows এর জন্য উপলব্ধ এবং আমার মনে হয় Apple Macintosh এর জন্যও উপলব্ধ এবং আমার সিস্টেম ছাড়া অধিকাংশ Linux সিস্টেমের জন্য এটি উৎস।
01:19 কারণ উবুন্টু কিছু লাইব্রেরি যা প্রয়োজন তা সামলাতে সক্ষম নয়।
01:27 এখানে গিম্প 2.4.0 রয়েছে এবং আপনি যখন gimpusers.com এ থাকেন, পর্দায় এই এলাকায় দেখুন।
01:42 এটি দুটি মেলিং সূচীর আয়না যা গিম্প সম্পর্কে অনেক তথ্য দেয়।
01:49 প্রথমে gimp user মেলিং সূচী এবং আমি আপনাকে তা পড়ার পরামর্শ দেবো।
02:02 gimp developer সূচী আমার চিন্তার বাইরে এবং সম্ভবত আপনার চিন্তারও বাইরে।
02:12 এখানে একটি চর্চা রয়েছে যা একটি প্রশ্নের উত্তর দেয় এবং আমি এই বিষয়ে জানি না।
02:20 এখন এখানে এটি দেখি।
02:22 এখানে প্রথম প্রশ্ন অ্যালেক্স বর্স করেছে এবং সে জিজ্ঞাসা করেছে: স্যাম্পল পয়েন্ট ট্যাব কি করেছে?
02:34 আমি সেই প্রশ্ন বুঝতে পারিনি।
02:38 কিন্তু আমি অ্যালেক্সকে জানতাম কারণ সে আপনার জন্য ফাইল প্রদান করতে আমাকে সাহায্য করেছে এবং আমার জন্য গুগল সাইট সেট আপ করার চেষ্টা করেছে।
02:51 এখানে টিম জেডলিকার থেকে উত্তর এসেছে এবং আমি টিম কেও জানি কারণ টিমের কাছে ইন্টারনেটে একটি বড় সার্ভার এবং ইন্টারনেটের মাধ্যমে একটি বড় পাইপ রয়েছে এবং যে ফাইল আমি এখানে ব্যবহার করি তাও আপনি ডাউনলোড করতে পারেন, আমি এটি সম্ভব করার প্রক্রিয়ায় রয়েছি।
03:14 আমি আপনাকে এই সম্পর্কে বলতে থাকবো এবং শুধুমাত্র meetthegimp.org তে ব্লকে দেখুন এবং দেখুন যদি আপনি ডাউনলোড আইকন খোঁজেন।
03:29 এখানে টিম, অ্যালেক্সের প্রশ্নের উত্তর দেয়।
03:33 এবং এখানে আমি আপনাদের দুজনের এই প্রশ্ন এবং উত্তরের কথোপকথনের জন্য ধন্যবাদ জানাই।
03:40 টিম লেখে যে স্যাম্পল পয়েন্ট গাইডের মতই বানানো হয় এই বাদ দিয়ে যে আপনাকে Ctrl কী টিপে থাকতে হবে এবং আপনি যা স্যাম্পল করতে চান সেই পয়েন্ট টেনে এনে measurement bar এ কার্সার রাখুন এবং Ctrl কী টিপে ধরে রেখে স্যাম্পল পয়েন্ট বানাতে পারেন।
04:03 আগে আরো কিছু প্রশ্ন রয়েছে কিন্তু আমি সেগুলি পরে দেখবো।
04:08 আমি সেই সম্পর্কে কোথাও শুনিনি এবং আমাকে এটি চেষ্টা করতে হতো।
04:13 এটি করতে, আমি গিম্প শুরু করেছি এবং ইমেজ লোড করেছি যা My Ship in the Fog এর মত জানা যাবে।
04:25 এখন, আমি বামদিকে ruler এ যাবো, Ctrl কী টিপব এবং ruler বাইরে টানবো এবং আপনি দেখতে পারেন যে এখানে মাউসের কার্সার আয় ড্রপারে বদলে গেছে এবং আমি একের বদলে দুটি লাইন পাই।
04:45 শুধু মাউস বোতাম এবং Ctrl কী ছেড়ে দিন এবং আপনি এটিতে নম্বর (1) এর সাথে একটি পয়েন্ট পান।
04:54 এবং আপনি যখন মাউস বোতাম টিপে এবং Ctrl কী না টিপে রুলার বাইরের দিকে টানি তখন এখানে আমি শুধু একটি লাইন পাই যা এর উপর জিনিসগুলি সমযোজিত করতে ব্যবহৃত হয়।
05:09 এখন উপরের দিকে রুলার দ্বারা একই পদ্ধতি করার চেষ্টা করি।
05:13 আমি Ctrl কী এবং মাউস বোতাম টিপি এবং রুলার নীচে টেনে এটি এখানে ছেড়ে দেই।
05:20 এখানে আমার কাছে সংখ্যা (2) রয়েছে এবং সংখ্যা (1) ইতিমধ্যে সেখানে রয়েছে কিন্তু আমি এখানে কোন ডায়ালগ দেখতে পারি না।
05:28 তাই টুল বিকল্পে টিপুন এবং টুলবাক্স থেকে কলর পিকার নির্বাচন করুন কিন্তু আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না।
05:39 কিন্তু ফাইলে উল্লিখিত একটি ডায়ালগ ছিল, তাই আমি file এ টিপি, dialogs এ যাই এবং এখানে স্যাম্পল পয়েন্ট নামক ডায়ালগ রয়েছে।
05:53 আপনি এটিতে টিপলে আপনি এখানে 1 এবং 2 এর জন্য স্যাম্পল পয়েন্ট পান।
06:01 এই ছবিতে বিভিন্ন পয়েন্ট সম্পর্কে রঙের তথ্য পাওয়ার একটি পদ্ধতি রয়েছে।
06:10 এখন আমি রঙের তথ্য পাওয়ার একটি ভাল উপায় জানতে পারি।
06:17 আমি এখানে পিক্সেল থেকে RGB তে বদলাতে পারি এবং আমি লাল, সবুজ, নীল এবং আলফার জন্য ভ্যালু শতাংশতে পাই।
06:32 এখানে পিক্সেলের সাথে আপনি রঙের বাস্তবিক সংখ্যাগত ভ্যালু দেখেন এবং RGB নির্বাচিত থাকলে আপনি এখানে HTML এর জন্য Hex কোড দেখেন এবং আমি RGB কে HSV কলর মডেলে বা CMYK কলর মডেলে বদলাতে পারি এবং আমি এটি পরে করব।
07:03 পরের প্রশ্নেও কলর এবং কলর পিকার সম্পর্কিত।
07:10 আমি Ship in the Fog এর আমার পডকাস্টে উল্লিখিত করেছি যে আপনি কলর পিকার নিয়ে ইমেজের রঙের তথ্য প্রাপ্ত করতে পারেন এবং Glulio জিজ্ঞাসা করে যে এখানে পরিনামী রঙের রঙের তথ্য কিভাবে প্রাপ্ত হয় শুধুমাত্র একটি লেয়ারের রঙের তথ্য নয়।
07:36 এর একটি কারণ হল যে আপনি শুধু দেখেছেন কিন্তু সেখানেও ভিন্ন উপায় রয়েছে।
07:42 আমি সেই কলর পিকার নির্বাচন করেছি এবং আমি shift টিপে ইমেজে টিপলে বর্তমান রঙের তথ্য পাই এবং আপনি দেখেন যে এখানে সেই জাহাজ রয়েছে, সেই গাছ সাদা এবং আকাশ ও রয়েছে, যা খুব সন্তোষজনক ফলাফল নয়।
08:02 এটি এইজন্য কারণ আমি সাদা ব্যাকগ্রাউন্ড নির্বাচন করেছি।
08:06 তাই আমি লেয়ার্স ডায়ালগে যাই এবং এটি ডায়লগে মূল ব্যাকগ্রাউন্ড লেয়ারে বদলাই এবং আপনি দেখেন যে আপনার যে স্ক্রীনে দেখেন এটি তার থেকে একেবারে ভিন্ন।
08:18 লেয়ার ডায়লগে sample merged নামক ডায়ালগ রয়েছে এবং আপনি এটি সক্রিয় করলে আপনি সকল স্টেক লেয়ারের ফলাফল পান এবং Sample merged এর সাথে আপনি দেখেন যে কলর পিকারে সর্বদা ফোরগ্রাউন্ড রঙ বদলাতে থাকে।
08:42 sample merged সক্রিয় হওয়ার সাথে আপনি সকল লেয়ারের ফলাফল পান।
08:54 আপনি sample merged বিকল্প নিস্ক্রিয় করলে আপনি সক্রিয় লেয়ার থেকে শুধু রঙের তথ্য পান এবং আমি সেটি আগের শোতে বলতে ভুলে গেছি এবং যখন আপনি নীল রঙ চয়ন করেন আপনি নীল রঙের তথ্য পান।
09:13 এখন ফিরে গিয়ে sample merged নির্বাচন করুন এবং আপনি সকল লেয়ারের তথ্য পান।
09:20 এখানে sample average নামক আরেকটি বিকল্প রয়েছে এবং এটি নির্বাচন করলে আপনি একটি বড় কলর পিকার এবং সেই এলাকায় সকল পিক্সেলের গড় পান।
09:37 এটি কোলাহলপূর্ণ ইমেজের জন্য রঙের তথ্য প্রাপ্ত করার একটি ভালো বিকল্প যেখানে আপনার কাছে সিঙ্গল পিক্সেলের মাঝে বড় তফাৎ রয়েছে।
09:54 Glulio এর কাছে গিম্পের জন্য আরেকটি টিপ রয়েছে।
09:58 আপনি যদি ফাইলের নাম হিসাবে না শুধু .xcf সাথে xcf.pz2 বা xcf.bz2 ব্যবহার করেন তাহলে গিম্প ইমেজ কম্প্রেস বা ছোট হয় এবং আপনি একটি ছোট আকারের ফাইল পান।
10:17 আমি জানি না যে এটি উইন্ডোতে কাজ করে কি নয় এবং আপনাকে সেটি চেষ্টা করতে হবে।
10:24 আপনি ফাইলের নাম xcf.zip দিলে এটি সম্ভবত উইন্ডোজে কাজ করবে কিন্তু আমি জানি না যে এটি সত্য কি নয়।
10:35 সম্ভবত কাউকে এটি চেষ্টা করি উচিত এবং ব্লগে পোস্ট করা উচিত।
10:43 আরেকটি প্রশ্ন ডিমিত্রি (Dmitry) থেকে আসে।
10:47 সে জিজ্ঞাসা করে যে আমি কি বিভিন্ন কোডেক চেষ্টা করে ভিডিও এর গুন বৃদ্ধি করতে পারি।
10:55 কিন্তু আমি বিনামূল্যের সংস্করণে Linux এর জন্য এই কোডেক H 264 পাই নি।
11:03 একটি কমার্শিয়াল সংস্করণ রয়েছে কিন্তু এটি আমার জন্য খুব ব্যয়বহুল।
11:08 এটি শুধুমাত্র একটি শখ এবং আমি জিনিসগুলি আপলোড করতে টাকা দেই এবং এটি অনেক বেশি নয় কিন্তু আমি এখানে এর উপর টাকা খরচ করতে চাই না।
11:23 কিন্তু আমার কাছে আপনার জন্য একটি ভালো প্রশ্ন রয়েছে।
11:26 আমি এটি 800/600 পিক্সেলে রেকর্ড করছি এবং এটি 640/480 পর্যন্ত কম করি শুধু এইজন্য কারণ এটি সবাই করে এবং এইভাবে এটি অ্যাপল টিভি এবং অন্যতে কাজ করে।
11:44 আপনার জন্য আমার প্রশ্ন হল : আপনি কি 800/600 এর মূল ফাইল বেশি পছন্দ করেন?
11:52 ইমেজ একেবারে পরিস্কার এবং আপনি এটি আরো ভাল দেখতে পারেন।
11:56 ফাইল একটু বেশি বড় এবং সেখানে যারা রয়েছে তারা বাস্তবে এই বড় ফাইল দেখতে পারে না।
12:09 আমি একটি টেক্সট ফাইল 800/600 এ বানাবো এবং তা আপলোড করব. সম্ভবত আপনি এটি চেষ্টা করতে পারেন এবং আমাকে কিছু মতামত দিন।
12:21 আমি এখানে Rodrigo এর পরবর্তী কমেন্ট দ্বারা খুব খুশী যা বলে যে এটি নিজের গ্রাফিক কাজের জন্য ফটোশপের বদলে গিম্প নেওয়ার কথা চিন্তা করছে।
12:37 আমি Vitaly এর থেকে মেল দ্বারা একটি প্রশ্ন পেয়েছি যাতে সে জিজ্ঞাসা করে যে কোনো কিছু খারাপ না করে কার্ভ টুল ব্যবহার করার আর কোন উপায় আছে কি ??
12:48 এই প্রশ্নটির উত্তর হল না, গিম্পে নেই।
12:51 ফটোশপ এই সমাযোজিত লেয়ারের সাথে এটি করতে পারে এবং অনেক গিম্প প্রোগ্রামার রয়েছে যারা এর উপর কাজ করছে এবং তা বাস্তবায়ন করার চেষ্টা করছে।
13:03 কিন্তু এখন পর্যন্ত আপনি যদি আপনার রঙের Levels টুলের সাথে বদলান, এটি এইভাবে হয় যে আপনি তারপর যা করেছেন সেই সকল ধাপগুলি আনডু না করে আপনি আপনার কাজ আনডু করতে পারেন না।
13:20 আরেকটি প্রশ্ন Dudley এর তরফ থেকে এবং উপরের তল থেকে এখানে পডকাস্ট পর্যন্ত সে পরামর্শ দিয়েছে এবং সে তার কম্পিউটারে GIMP 2.2.17 সংস্থাপিত করেছে এবং আমি তাকে 2.3 বা 2.4 রিলিজিড ক্যান্ডিডেটের পরামর্শ দেবো কারণ সেটি 2.2 সিরিজের চেয়ে অনেক বেশি ভালো।
13:55 সে Akkana Peck এর দ্বারা লেখা Beginning GIMP: From Novice to Professional এর জন্য জিজ্ঞাসা করছে এবং আমার কাছে এই বই রয়েছে।
14:07 এটি বাস্তবে ভালো যদি আপনি গিম্প দিয়ে শুরু করছেন বা আপনার কাছে কিছু জ্ঞান থাকলে এটি খুব ভালো এবং প্রয়োগিত বই।
14:19 আমি বাস্তবে সেই বইয়ের পরামর্শ দিতে পারি।
14:25 আপনি এটি কিনতে চাইলে এবং আপনি আমেরিকাতে থাকলে আমি ব্লকে একটি লিঙ্ক রাখবো যেখানে আপনি অফারের দ্বারা এই বই কিনতে পারেন এবং দোকানের মালিক তার থেকে কিছু টাকা পায়।
14:43 কাল গরমের ছুটির পর কাজ আবার শুরু করার সময় একটি বাজে ধাক্কা খেয়েছিলাম এবং সেটি যথেষ্ট শকিং হওয়া উচিত কিন্তু আমি ইন্টারনেট এক্সপ্লোরারে উইন্ডোজ কম্পিউটারের সাথে Meet the Gimp এর সাথে ব্লক প্রথমবার দেখলাম।
15:04 আমার বাস্তবে ধাক্কা লেগেছে কারণ সকল ইমেজ বড় হয়ে গিয়েছিল এবং কিছুই ফ্রেমে ফিট হচ্ছিল না ইত্যাদি।
15:17 শো তে অন্তিম জিনিস আমার কাছে আপনার জন্য একটি লিঙ্কের টিপ রয়েছে।
15:23 পডকাস্ট নেটওয়ার্ক ফোটো পডকাস্টের জন্য একটি বড় সোর্স এবং আমি আগে থেকেই সদস্য কিন্তু আমি ওয়েবসাইটে নেই।
15:37 ওয়েবসাইট দেখুন। পডকাস্ট নেটওয়ার্ক সদস্যের দ্বারা বানানো একটি পডকাস্ট এবং যাকে ফোকাস রিং বলে এবং আজকেই পর্ব 8 এসেছে।
15:52 অবশেষে এখানে বামদিকে Meet The Gimp সামনে আসবে।
15:59 আপনি কি Meet The Gimp ছড়াতে সাহায্য করতে চাইবেন এবং মন্তব্য পাঠাতে চাইলে info@meetthegimp.org তে লিখুন এবং আরো তথ্য http://meetthegimp.org তে উপলব্ধ।
16:22 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি. ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta