ExpEYES/C3/Characteristics-of-Sound-Waves/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 11:35, 26 February 2017 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Characteristics of Sound Waves এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এই টিউটোরিয়ালে আমরা শিখব

একটি শব্দ তরঙ্গ কিভাবে উৎপন্ন করে।

একটি শব্দ উৎসের ফ্রিকোয়েন্সি রেসপন্স।

শব্দের বেগ কিভাবে নিরূপণ করে।

শব্দ তরঙ্গের Interference এবং Beats

শব্দ উৎসের জোরপূর্বক দোলন। (Forced oscillations)

00:29 এবং দেখাবো

Xmgrace প্লটস

Fourier Transform এবং

আমাদের পরীক্ষণের জন্য সার্কিট ডায়াগ্রাম।

00:38 এখানে আমি ব্যবহার করছি

ExpEYES সংস্করণ 3.1.0

উবুন্টু লিনাক্স OS সংস্করণ 14.10.

00:49 টিউটোরিয়ালটি অনুসরণ করতে ExpEYES Junior ইন্টারফেস সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটটে যান।
01:01 প্রথমে শব্দের সংজ্ঞা দিয়ে শুরু করি। শব্দ সেই কম্পন যা চাপ এবং স্থানচ্যুতির শ্রাব্য যান্ত্রিক তরঙ্গ হিসাবে প্রসারিত হয়।
01:13 এর প্রসারিত হতে একটি মাধ্যমের প্রয়োজন। মাধ্যম বায়ু, জল বা যে কোনো ধাতু হতে পারে।
01:22 এই টিউটোরিয়ালে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য দেখাতে আমরা বিভিন্ন পরীক্ষণ করব।
01:30 এখন শব্দ তরঙ্গের কম্পাঙ্ক দেখাতে একটি পরীক্ষণ করি।
01:35 এই পরীক্ষণে গ্রাউন্ড (GND) Piezo buzzer (PIEZO) এ জোড়া হয়েছে. Piezo buzzer (PIEZO), SQR1 এ জোড়া হয়েছে।
01:44 Microphone (MIC), A1 এ জোড়া হয়েছে। এখানে Piezo buzzer(PIEZO) শব্দের উৎস। এটি হল সার্কিট ডায়াগ্রাম।
01:55 প্লট উইন্ডোতে ফলাফল দেখি।
01:59 প্লট উইন্ডোতে Setting Square waves এ কম্পাঙ্ক 3500Hz সেট করুন।
02:07 SQR1 চেক বাক্সে টিপুন. SQR1 এর কম্পাঙ্ক 3500Hz সেট করা হয়েছে। একটি ডিজিটাইজড শব্দ তরঙ্গ উৎপন্ন হয়।
02:20 তরঙ্গাকৃতি বদলাতে frequency স্লাইডার সরান।
02:27 SQ1 এ টিপে CH2 তে ড্রেগ করুন। SQ1 এর ইনপুট ডেটা CH2 তে নির্ধারিত হয়েছে। একটি বর্গাকার তরঙ্গ উৎপন্ন হয়।
02:40 compressions এবং rear-fractions শুরু করতে mSec/div স্লাইডার ড্র্যাগ করুন।
02:48 CH2 তে টিপে FIT এ ড্রেগ করুন। ডানদিকে SQ1 এর ভোল্টেজ এবং কম্পাঙ্ক দেখায়।
02:59 শব্দ তরঙ্গ সেট করতে frequency স্লাইডার সরান।
03:04 Piezo buzzer দ্বারা উৎপাদিত শব্দ তরঙ্গ কালো রঙে প্রদর্শিত।
03:10 Piezo buzzer কে MIC এর ক্রমশ কাছে এবং দূরে নিয়ে গেলে তরঙ্গের এম্প্লিটিউড পরিবর্তন হয়।
03:19 এখন Piezo buzzer এর ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখবো।
03:24 প্লট উইন্ডোতে EXPERIMENTS বোতামে টিপুন। Select Experiment সূচী খোলে। সূচী থেকে Frequency Response এ টিপুন।
03:39 দুটি নতুন উইন্ডোজ Audio Frequency response Curve এবং Schematic খোলে। Schematic উইন্ডো পরীক্ষণের সার্কিট ডায়াগ্রাম দেখায়।
03:52 Audio Frequency response Curve উইন্ডোতে, START বোতামে টিপুন।
03:59 Piezo buzzer এর Frequency response শুরু হয়। Frequency response এর 3700Hz এ সর্বাধিক এম্প্লিটিউড থাকে।
04:11 একই উইন্ডোতে Grace বোতামে টিপুন। Grace উইন্ডো Frequency response Curve দেখিয়ে খোলে।
04:22 এখন শব্দ উৎসের বেগ পরিমাপ করব।
04:27 প্লট উইন্ডোতে, EXPERIMENTS বোতামে টিপুন। Select Experiment সূচী খোলে। সূচী থেকে Velocity of Sound তে টিপুন।
04:41 দুটি নতুন উইন্ডোজ EYES Junior: Velocity of Sound এবং Schematic খোলে। Schematic উইন্ডো পরীক্ষণের সার্কিট ডায়াগ্রাম দেখায়।
04:55 EYES Junior: Velocity of Sound উইন্ডোর Measure Phase বোতামে টিপুন।
05:02 আমরা MIC এবং Piezo buzzer এর মাঝে দূরত্ব বদলে ভিন্ন-ভিন্ন Phase ভ্যালু পেতে পারি।
05:11 ভিন্ন-ভিন্ন Phase ভ্যালু পেতে Measure Phase বোতামে টিপুন।
05:16 বিভিন্ন Phase ভ্যালু থেকে শব্দের বেগ নিরূপণ করতে আমরা 178deg এবং 106deg ব্যবহার করব।
05:28 আমরা এই ভ্যালু পেতে পারি যখন Piezo, MIC এর কাছে এবং 2cm দূরে রাখা হয়।
05:37 একেবারে সঠিক ফলাফল পেতে নিশ্চিত করুন যে MIC এবং Piezo buzzer একই অক্ষে রাখা হয়েছে।
05:45 শব্দের বেগের ভ্যালু গণনা করতে এখানে সূত্র প্রদর্শিত। পরীক্ষণ দ্বারা প্রাপ্ত শব্দের বেগ হল 350m/sec.
05:59 অনুশীলনী হিসেবে শব্দের তরঙ্গদৈর্ঘ্য ভ্যালু গণনা করুন। সূত্র: λ= v/f(Lambda = v upon f)
06:09 এখন, আমরা দেখাবো

Interference

Beats

Xmgrace plot এবং

দুটি শব্দ উৎসের Fourier Transform

06:20 পরীক্ষণে Grace প্লট দেখতে,
06:23 নিশ্চিত করুন যে আপনি আপনার সিস্টেমে নিম্ন সংস্থাপিত করেছেন

python-imaging-tk

grace

scipy এবং

python-pygrace

06:34 এই পরীক্ষণে আমরা শব্দের উৎস হিসেবে দুটি Piezo buzzers ব্যবহার করি।
06:41 এই পরীক্ষণে Piezo 1, SQR1 এবং গ্রাউন্ড (GND) এ জোড়া হয়েছে। Piezo 2, SQR2 এবং গ্রাউন্ড (GND) এ জোড়া হয়েছে। এটি হল সার্কিট ডায়াগ্রাম।
06:56 প্লট উইন্ডোতে ফলাফল দেখি।
07:00 প্লট উইন্ডোতে কম্পাঙ্ক 3500Hz সেট করুন।
07:06 SQR1 এবং SQR2 চেক বাক্সে টিপুন। SQR1 এবং SQR2 এর কম্পাঙ্ক 3500Hz সেট করা হয়েছে।
07:20 একটি ডিজিটাইজড শব্দ তরঙ্গ উৎপন্ন হয়।
07:24 তরঙ্গাকৃতি পরিবর্তন করতে frequency স্লাইডার সরান।
07:29 EXPERIMENTS বোতামে টিপুন এবং Interference of Sound চয়ন করুন। EYES: Interference of Sound উইন্ডো খোলে।
07:39 উইন্ডোতে নীচে NS যা হল number of samples এর ভ্যালু বদলে 1000 করুন।
07:48 SQR1 এবং SQR2 চেক বাক্সে টিপুন। START বোতামে টিপুন। Interference প্যাটার্ন দেখায়।
08:00 এখন, Xmgrace বোতামে টিপুন। Grace প্যাটার্নের সাথে একটি নতুন উইন্ডো খোলে।
08:08 এখন Beats প্যাটার্ন দেখাবো।
08:11 EXPERIMENTS বোতামে টিপুন এবং Interference of Sound চয়ন করুন। EYES: Interference of Sound উইন্ডো খোলে।
08:20 উইন্ডোতে নীচে স্থিত SQR1 এবং SQR2 চেক বাক্সে টিপুন।
08:28 START বোতামে টিপুন। Beats প্যাটার্ন দেখায়।
08:33 এখন Xmgrace বোতামে টিপুন। Grace প্যাটার্নের সাথে একটি নতুন উইন্ডো খোলে।
08:42 FFT তে টিপুন। Fourier Transform এর সাথে একটি নতুন উইন্ডো খোলে।
08:49 Fourier Transform সম্পর্কে আরো জানতে এই ওয়েব পৃষ্ঠায় যান, https://en.wikipedia.org/wiki/Fourier_transform.
08:55 এখন একটি কম কম্পাঙ্কের শব্দ তরঙ্গ দেখাতে একটি পরীক্ষণ করি। এটি হল সার্কিট ডায়াগ্রাম।
09:03 EXPERIMENTS বোতামে টিপুন এবং Interference of Sound চয়ন করুন। EYES: Interference of Sound উইন্ডো খোলে।
09:13 উইন্ডোর নীচে SQR1 এর ভ্যালু 100 সেট করুন এবং বাক্স চেক করুন।
09:21 START বোতামে টিপুন, একটি অল্প এম্প্লিটিউড তরঙ্গ দেখায়।
09:29 Fourier Transform এর একটি Grace প্লট পেতে FFT তে টিপুন।
09:34 সংক্ষিপ্তকরণ করি।
09:36 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি

একটি শব্দ তরঙ্গ কিভাবে উৎপন্ন করে।

শব্দ উৎসের ফ্রিকোয়েন্সি রেসপন্স।

শব্দ তরঙ্গের বেগ কিভাবে নিরূপণ করে।

শব্দ তরঙ্গের Interference এবং Beat

শব্দ উৎসের জোরপূর্বক দোলন। (Forced oscillations)

09:56 এছাড়াও দেখিয়েছি

Xmgrace প্লটস

Fourier Transform এবং

আমাদের পরীক্ষণের জন্য সার্কিট ডায়াগ্রাম।

10:04 অনুশীলনী হিসেবে

একটি sound burst ক্যাপচার করুন।

একটি ঘণ্টা বা হাততালি শব্দের উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি হল সার্কিট ডায়াগ্রাম।

10:15 এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
10:24 আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন।
10:32 স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত।
10:40 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta