ExpEYES/C2/Panel-connections-and-software-interface/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 11:25, 26 February 2017 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 Panel connections এবং Software interface এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব

প্যানেলে বিভিন্ন টার্মিনাল

এক্সেসেরী সেট বা সহায়ক সামগ্রী এবং

সফ্টওয়্যার ইন্টারফেস।

00:17 আমরা নিম্ন দেখানোও শিখব

ওহমের সূত্র

শ্রেণী সংযোগে কার্যকর রোধ

সমান্তরাল সংযোগে কার্যকর রোধ এবং

আমাদের পরীক্ষণের সার্কিট ডায়াগ্রাম দেখানো।

00:33 এখানে ব্যবহার করছি

ExpEYES সংস্করণ 3.1.0

উবুন্টু লিনাক্স OS সংস্করণ 14.04

00:43 টিউটোরিয়ালটি অনুসরণ করতে ExpEYES Junior ইন্টারফেস সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটটে যান।
00:55 ExpEYES Junior যন্ত্রের উপযোগিতা সম্পর্কে আলোচনা করি।
01:00 এই যন্ত্র নিম্নে পরীক্ষণ করতে ব্যবহৃত হয়

উচ্চ মাধ্যমিক

স্নাতক

ইলেক্ট্রিকল এবং

ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোর্সে।

01:12 এটি নিম্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়: ইলেক্ট্রিসিটি, শব্দ, চুম্বকত্ব, আলো, ডায়োড, ট্রানজিস্টর এবং অন্যান্য।
01:23 প্যানেলের উপরের টার্মিনাল দিয়ে শুরু করি। প্যানেলে চারটি গ্রাউন্ড টার্মিনাল থাকে। এই টার্মিনালে ভোল্টেজ হল শূন্য ভোল্ট (0 ভোল্ট)।
01:35 অন্যান্য ইনপুট টার্মিনালে ভোল্টেজ গ্রাউন্ডের ভিত্তিতে মাপা হয়।
01:42 ইনপুট টার্মিনাল A1 এবং A2, -5V থেকে +5V এর মাঝে ভোল্টেজ মাপতে পারে।
01:51 বামদিকে IN1 এবং IN2 টার্মিনাল, 0 থেকে 5V এর মাঝে ভোল্টেজ মাপতে পারে।
01:59 এছাড়া IN1 ভালো সঠিকতার সাথে 5000 pF(pico farads) পর্যন্ত ধারকত্ব মাপতে পারে।
02:07 PVS হল Programmable voltage source. এটি 1.25 mV (milli volts) এর সর্বনিম্ন অন্তরালের সাথে 0-5 ভোল্টের রেঞ্জে ভোল্টেজ দিতে ব্যবহৃত হয় এবং 5 mA (milli amps) পর্যন্ত বিদ্যুৎপ্রবাহ দিতে পারে।
02:25 SINE মোটামুটি 4 ভোল্ট এমপ্লিটিউডে একটি ধ্রুবক ফ্রিকোয়েন্সি 150 Hz দেয়।
02:33 SEN প্রধানত নিম্ন সংযোজক সেন্সর এলিমেন্টের জন্য ব্যবহৃত হয়

photo-transistors


Light Dependent Resistors


Thermistors ইত্যাদি

02:45 এটি 5 ভোল্টের সাথে 5.1K অভ্যন্তরীণ রোধ যুক্ত একটি ভোল্টেজ মাপার টার্মিনাল।
02:52 SQR1 এবং SQR2 টার্মিনাল 0.7 Hertz থেকে 100 Kilo Hertz পর্যন্ত ফ্রিকোয়েন্সির সাথে 0 থেকে 5V এর Square waves দিতে পারে।
03:05 OD1 সফটওয়্যার কন্ট্রোলের অধীনে 0V বা 5V এর ডিজিটাল আউটপুট দেয়।
03:13 MIC বাইরের শব্দ উৎস থেকে শব্দ নেয়।
03:18 CCS এর মানে Constant Current Source.
03:22 এটি 3 kΩ (kilo ohms) একটি লোড রোধের সাথে 1 mA (one milli Amps) বিদ্যুৎপ্রবাহ দেয় যেহেতু ভোল্টেজ 4 ভোল্টের নীচে রাখতে হবে।
03:31 Inverting amplifier বাহ্যিক ভোল্টেজ পরিবর্ধিত করতে ব্যবহৃত হয়। এটি বাহ্যিক condenser বা mic আউটপুট পরিবর্ধিত করতেও ব্যবহৃত হয়।
03:42 যন্ত্রের সাথে কিছু সহায়ক সামগ্রী দেওয়া হয়েছে।
03:47 এক্সেসরিজের সূচী হল নিম্নরূপ

দুটি Piezo Electric Discs

দুটি 3000 পেচ্যানো কুন্ডলী

DC মোটর।

03:56

স্ক্রু ড্রাইভার

চারটি স্থায়ী চুম্বকের সেট

তারের সাথে চারটি ক্রোকোডায়ল ক্লিপ্স

ট্রানজিস্টার।

04:05

দুটি সিলিকন ডায়োড

LDR এবং Thermistor

ক্যাপাসিটর।

04:12

চারটি 5mm LEDs

চারটি তার

রোধক।

04:19 এটি ExpEYES Junior এর graphical user interface (GUI). GUI প্লট উইন্ডো হিসাবেও পরিচিত।
04:28 প্লট উইন্ডোর বামদিকে ইনপুট টার্মিনাল A1, A2, IN1, IN2, SEN, SQ1 এবং SQ2 রয়েছে।
04:40 ATR, WHI এবং অন্যান্য trigger sources তরঙ্গাকৃতি ঠিক করতে ব্যবহৃত হয়।
04:48 আমরা ATR, WHI এবং অন্যান্য trigger sources সম্পর্কে আসন্ন টিউটোরিয়ালে আলোচনা করব।
04:56 CH1, CH2, CH3, CH4 হল স্লাইডারের সাথে প্লটিং চ্যানেল।
05:04 ডানদিকের Channel sliders প্লট উইন্ডোতে সেই তরঙ্গাকৃতি ঘোরাতে ব্যবহৃত হয়।
05:11 A1 এ টিপে CH1 পর্যন্ত টানুন। আমরা নীচের বাক্সে সংযোগের তথ্য দেখতে পারি।
05:21 A2 তে টিপে CH2 পর্যন্ত টানুন। আমরা আগের মত সংযোগের তথ্য দেখতে পারি।
05:29 চ্যানেল CH2 থেকে FIT পর্যন্ত টানুন। এটি A2 এর ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি দেখায়।
05:38 CH2 থেকে NML পর্যন্ত টানুন। এটি FIT দ্বারা প্রদর্শিত ডিসপ্লে সরায়।
05:44 msec/div(milli second/division) সময়ের অক্ষ দেখায়।
05:51 Volt/div ভোল্ট অক্ষ দেখায়।
05:56 Trig level হল trigger নিয়ন্ত্রক।
06:00 CH2 তে টিপে DEL পর্যন্ত টানুন। এটি CH2 সরায়।
06:07 CH1 এ টিপে DEL পর্যন্ত টানুন। এটি CH1 এর প্রদর্শন নিষ্ক্রিয় করে।
06:15 FTR হল তরঙ্গের Fourier spectrum.
06:20 Setting Squarewaves এ আমাদের কাছে কিছু ইনপুট এবং চেক বাক্স রয়েছে।
06:26 এই input box এ আমরা তরঙ্গের ফ্রিকোয়েন্সি বদলাতে পারি।
06:33 এটি phase difference- dphi কে পার্সেন্টেজে বদলানোর জন্য।
06:38 Set PVS = ইনপুট বাক্সে আমরা 0 থেকে 5V এর মাঝে পছন্দসই ভোল্টেজ ভ্যালু লিখতে পারি। ভ্যালু সেট করতে এন্টার টিপুন।
06:52 SQR1, SQR2 এবং BOTH চেকবাক্স ফ্রিকোয়েন্সি সক্রিয় করতে ব্যবহৃত হয়। স্লাইডার ব্যবহার করে ফ্রিকোয়েন্সি বদলানো যাবে।
07:04 Set State চেকবাক্স OD1 এবং CCS নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
07:11 Measure C on IN1 বোতাম ধারকত্ব মাপতে ব্যবহৃত হয়।
07:16 Measure R on SEN বোতাম রোধ মাপতে ব্যবহৃত হয়।
07:21 বোতামের নীচে Python কোড লিখতে একটি কমান্ড উইন্ডো রয়েছে। আমরা Python কোড সম্পর্কে আসন্ন টিউটোরিয়ালে আলোচনা করব।
07:31 Save Traces to বোতাম হল .txt ফাইলের মত ট্রেস সংরক্ষণ করতে।
07:37 LOOP চেক বাক্স, SCAN এবং XMG বোতাম সম্পর্কে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব।
07:45 EXPERIMENTS বোতাম পরীক্ষণের সূচী দেখায়। Quit বোতাম উইন্ডো বন্ধ করতে ব্যবহৃত হয়।
07:53 এখন যন্ত্র এবং তার ইন্টারফেস ব্যবহার করে ওহমের সূত্র ব্যাখ্যা করব।
07:59 এই পরীক্ষণে আমরা রোধকের উপর ভোল্টেজ নির্ভরতা দেখাবো এবং ওহমের সূত্র যাচাই করব।
08:09 যন্ত্র সিস্টেমের সাথে যুক্ত হয়েছে।
08:12 এই পরীক্ষণে PVS, 2.2 KΩ (কিলো ওহম) রোধের সাথে IN1 এর সাথে যুক্ত হয়েছে। IN1, 1KΩ (কিলো ওহম) এর সাথে গ্রাউন্ড (GND) এর সাথে যুক্ত হয়েছে।
08:25 এটি সংযোগের সার্কিট ডায়াগ্রাম।
08:30 সফ্টওয়্যার ইন্টারফেস খুলুন।
08:32 প্লট উইন্ডোতে, ভোল্টেজ মাপতে IN1 এ টিপুন।
08:37 PVS=1 Volt এর জন্য সংশ্লিষ্ট IN1 ভ্যালু হল 0.309 ভোল্ট।

PVS=2V এর জন্য, IN1 এর ভ্যালু 0.619V

PVS=3V এর জন্য, IN1 এর ভ্যালু 0.928V

09:01 অনুশীলনী হিসাবে - PVS এর ভ্যালু 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত বদলান এবং সংশ্লিষ্ট IN1 ভ্যালু যাচাই করুন।
09:10 এখন শ্রেণী সংযোগে কার্যকর রোধ যাচাই করতে একটি পরীক্ষণ করি।
09:16 এই পরীক্ষণে আমরা ভোল্টেজ দেখাবো যখন রোধকের শ্রেণীতে যুক্ত থাকে।
09:23 এই পরীক্ষণে - IN1, CCS এর সাথে যুক্ত রয়েছে, CCS রোধকের মাধ্যমে গ্রাউন্ডের সাথে যুক্ত।
09:33 প্লট উইন্ডোতে CCS চেকবাক্স চয়ন করুন। ভোল্টেজ দেখাতে IN1 এ টিপুন।
09:42 এটি সংযোগের সার্কিট ডায়াগ্রাম।
09:45 1 KΩ (কিলো ওহম) রোধক CCS এবং GND এর সাথে যুক্ত থাকলে মাপা ভোল্টেজ হল 0.979V.
09:54 একইভাবে 560 Ω (ওহম) রোধের জন্য মাপা ভোল্টেজ হল 0.543V.
10:02 1 KΩ (কিলো ওহম) এবং 560Ω (ওহম) রোধের শ্রেণী সমন্বয় করতে মাপা ভোল্টেজ হল 1.524V.
10:14 এখন সমান্তরাল সংযোগের জন্য কার্যকর রোধ যাচাই করতে একটি পরীক্ষণ করি।
10:21 এই পরীক্ষণে আমরা ভোল্টেজ দেখাবো যখন রোধক সমান্তরালভাবে যুক্ত থাকে।
10:28 এই পরীক্ষণে IN1, CCS এর সাথে যুক্ত রয়েছে। CCS একটি রোধকের মাধ্যমে গ্রাউন্ড (GND) এর সাথে যুক্ত।
10:38 এটি সংযোগের সার্কিট ডায়াগ্রাম।
10:40 প্লট উইন্ডোতে CCS চেকবাক্স চয়ন করুন। ভোল্টেজ দেখাতে IN1 এ টিপুন।
10:49 এই পরীক্ষণ আগে 1000Ω (ওহম) রোধকের সাথে তারপর দুটি 1000 Ω (ওহম) রোধকের সমান্তরাল সংযোগে করা হয়।
11:01 এটি সমান্তরাল সংযোগে 1000Ω (ওহম) রোধের সার্কিট ডায়াগ্রাম। IN1 এর মাপা ভ্যালু হল 0.952V.
11:11 এটি দুটি 1000Ω (ওহম) রোধকের সমান্তরাল সংযোগের সার্কিট ডায়াগ্রাম। IN1 এর মাপা ভ্যালু হল 0.474V.
11:25 আবার এই পরীক্ষণ 2.2K Ω (কিলো ওহম) রোধকের সাথে আবার দুটি 2.2K Ω (কিলো ওহম) রোধকের সমান্তরাল সংযোগে করা যেতে পারে।
11:38 এটি 2.2K Ω (কিলো ওহম) রোধের জন্য সার্কিট ডায়াগ্রাম। IN1 এর মাপা ভ্যালু হল 2.132V.
11:48 এটি দুটি 2.2KΩ (কিলো ওহম) রোধের সমান্তরাল সংযোগের জন্য সার্কিট ডায়াগ্রাম। IN1 এর মাপা ভ্যালু হল 1.063V.
12:03 সংক্ষিপ্তকরণ করি।
12:05 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি

প্যানেলে বিভিন্ন টার্মিনাল

এক্সেসেরী সেট বা সহায়ক সামগ্রী এবং

সফ্টওয়্যার ইন্টারফেস।

12:14 আমরা নিম্ন দেখানোও শিখেছি

ওহমের সূত্র

শ্রেণী সংযোগে কার্যকর রোধ

সমান্তরাল সংযোগে কার্যকর রোধ এবং

উপরোক্ত পরীক্ষণের সার্কিট ডায়াগ্রাম দেখানো।

12:29 একটি অনুশীলনী হিসেবে- শ্রেণী এবং সমান্তরাল রোধকের সংযোগ দ্বারা কার্যকর রোধ মাপুন।
12:37 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
12:47 আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন।
12:55 স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত।
13:02 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta