Digital-Divide/C2/Getting-to-know-computers/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 16:01, 23 February 2017 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Getting to know Computers এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে শিখব
00:09 কম্পিউটারের বিভিন্ন উপাদান সম্পর্কে।
00:11 বিভিন্ন উপাদান সংযোগ করাও শিখব।
00:15 সাধারণত, কম্পিউটার 2 ধরনের হয়
00:18 ডেস্কটপ বা ব্যক্তিগত কম্পিউটার এবং ল্যাপটপ।
00:23 আজকাল ট্যাবলেট পিসি বা ট্যাবও অনেক জনপ্রিয়।
00:31 কম্পিউটারের কার্যাবলী।
00:33 একটি কম্পিউটার তার আকারের চেয়ে পাঁচটি গুণ কাজ সঞ্চালিত করে।
00:40 এটি ইনপুটের মাধ্যমে তথ্য বা নির্দেশ গ্রহণ করে।
00:45 এটি ইউসারের প্রয়োজনীয়তা অনুযায়ী তথ্য সংসাধিত করে।
00:50 এটি তথ্য সঞ্চয় করে।
00:52 আউটপুট রূপে ফলাফল দেয়।
00:56 এটি কম্পিউটারের ভিতরে সকল অপারেশন নিয়ন্ত্রণ করে।
01:01 কম্পিউটারের মৌলিক সংগঠন এই ব্লক ডায়াগ্রামে দেখানো হয়েছে।
01:08 ইনপুট ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
01:11 আউটপুট ইউনিট।
01:14 ইনপুট ইউনিট, তথ্য এবং প্রোগ্রামকে কম্পিউটারে সংগঠিত পদ্ধতিতে সংরক্ষণ করতে সাহায্য করে।
01:23 কীবোর্ড, মাউস, ক্যামেরা এবং স্ক্যানার হল কিছু ইনপুট যন্ত্র।
01:31 সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
01:33 এটি গাণিতিক এবং লজিক্যাল অপারেশনের মত অপারেশন সঞ্চালিত করে
01:38 তথ্য এবং নির্দেশাবলী সংরক্ষণ করে।
01:41 সাধারণত, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা CPU এইরকম দেখায়।
01:48 এই ইউনিটে সামনে এবং পেছনে অনেকগুলি পোর্ট থাকে।
01:53 আমরা কিছুক্ষণ পর এগুলি সম্পর্কে শিখব।
01:57 এটি তথ্য এবং নির্দেশাবলী নেয়, তাদের সংসাধিত করে এবং আউটপুট বা ফলাফল দেয়।
02:05 অপারেশন কার্যান্নিত করাকে প্রসেসিং বলে।
02:11 তথ্য এবং নির্দেশাবলী সহ আউটপুট কে স্টোরেজ ইউনিটে সংরক্ষিত করা হয়।
02:18 ইউনিট যা তথ্য থেকে প্রাপ্ত ফলাফলের উৎপাদনের প্রক্রিয়া সমর্থন করে তাকে আউটপুট ইউনিট বলে।
02:26 মনিটর এবং প্রিন্টার হল কিছু আউটপুট যন্ত্র।
02:33 একটি ডেস্কটপের 4 টি প্রমুখ উপাদান থাকে।
02:38 মনিটর, CPU
02:40 কীবোর্ড এবং মাউস।
02:43 ক্যামেরা, প্রিন্টার বা স্ক্যানার ও কম্পিউটারের সাথে যুক্ত করা যেতে পারে।
02:50 এটিকে মনিটর বা কম্পিউটারের স্ক্রীন বলি।
02:55 এটি টিভি স্ক্রীনের মত দেখায়।
02:57 এটি কম্পিউটারের ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট।
03:02 এটি কম্পিউটারের ইউজার ইন্টারফেস দেখায়।
03:05 কীবোর্ড এবং মাউস ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রাম খুলে কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারেন।
03:13 কীবোর্ড, কম্পিউটারে টেক্সট, ক্যারেক্টার বা অন্যান্য কমান্ড লিখতে এটি ডিজাইন করা হয়েছে।
03:21 এটি হল কম্পিউটার মাউস।
03:24 এতে 2 টি ক্লিক যোগ্য বোতাম এবং মাঝে একটি স্ক্রোল বোতাম রয়েছে।
03:31 বাম মাউস বোতাম টিপলে অনেক প্রক্রিয়া সক্রিয় এবং
03:35 ডান মাউস বাটন টিপলে প্রমিত প্রক্রিয়া যেমন শর্টকাট সক্রিয় হয়।
03:43 মাউস হুইল, স্ক্রোল বোতাম ঘুরিয়ে স্ক্রোল উপরে বা নীচে করতে ব্যবহৃত হয়।
03:49 মাউস হল কীবোর্ড ছাড়া কম্পিউটারের সাথে যোগাযোগ করার একটি বিকল্পিত উপায়।
03:57 এখন, CPU এর বিভিন্ন অংশ দেখি।
04:02 CPU এর সামনে একটি POWER ON সুইচ রয়েছে।
04:08 কম্পিউটার চালু করতে, সেই সুইচ টেপা জরুরী।
04:14 একটি reset বোতাম ও রয়েছে, যা প্রয়োজন হলে কম্পিউটার পুনরায় চালু করে।
04:21 সামনের দিকে 2 বা অধিক USB পোর্ট এবং DVD/CD-ROM রিডার-রাইটার ও দেখবেন।
04:30 USB পোর্ট কম্পিউটারে পেন-ড্রাইভ সংযোগ করতে
04:35 এবং DVD/CD-ROM রিডার-রাইটার CD বা DVD রিড বা রাইট করতে ব্যবহৃত হয়।
04:43 এখন কম্পিউটারের পিছনে দেখি।
04:48 পেছনের পোর্ট, কম্পিউটারের অন্যান্য যন্ত্র CPU এর সাথে সংযোগ করতে ব্যবহৃত হয়।
04:55 এটি কেব্ল্স ব্যবহার করে করা হয়।
04:58 CPU এর ভিতরে অনেক উপাদান থাকে।
05:02 যখন কম্পিউটার চলে, তখন অনেক তাপ উৎপন্ন করে।
05:08 পেছনের পাখা উপাদানগুলি ঠান্ডা করতে বায়ু প্রবাহ প্রদান করে।
05:14 বেশি গরম হলে CPU এর ক্ষতি হতে পারে, এমনকি ডেটারও ক্ষতি হতে পারে।
05:21 এটি হল কেস কুলিং ফ্যান।
05:23 এটি CPU এর স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে এবং বেশি গরম হওয়া প্রতিরোধ করে।
05:30 পাওয়ার সাপ্লাই ইউনিট কে PSU ও বলা হয়, এটি শক্তি সরবরাহ করে।
05:37 এখন, বিভিন্ন উপাদান CPU এর সাথে সংযোগ করি।
05:42 যেভাবে দেখানো হয়েছে সেভাবে উপাদান রাখুন।
05:46 যেভাবে দেখানো হয়েছে সেইভাবে সকল কেব্ল্স রাখুন।
05:51 প্রথমে, মনিটর CPU এর সাথে জুড়ি।
05:55 পাওয়ার কেবল মনিটরের সাথে জুড়ুন।
06:00 অন্য প্রান্ত পাওয়ার সাপ্লাই সকেটের সাথে যুক্ত করি।
06:04 এটি হল CPU এর পাওয়ার কেবল।
06:08 এইভাবে CPU এর সাথে জুড়ুন।
06:11 এরপর, পাওয়ার সাপ্লাই সকেটের সাথে জুড়ুন।
06:14 এরপর, কীবোর্ড কেবল CPU এর সাথে যুক্ত করুন।
06:19 কীবোর্ডের পোর্ট সাধারণত বেগুনী রঙের হয়।
06:23 মাউস সবুজ রঙের পোর্টের সাথে যুক্ত করতে পারেন।
06:28 অথবা, আপনি USB কীবোর্ড এবং মাউস যে কোনো USB পোর্টের সাথে যুক্ত করতে পারেন।
06:35 অবশিষ্ট USB পোর্ট পেন ড্রাইভ, হার্ড ডিস্ক ইত্যাদি জুড়তে ব্যবহৃত করা যেতে পারে।
06:42 এটি LAN কেবল
06:44 এটি LAN পোর্ট।
06:46 এটি ওয়্যার কানেকশন দ্বারা কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়।
06:52 LAN কেবলের অপর প্রান্ত modem বা wi-fi রাউটারের সাথে যুক্ত হয়।
06:58 wi-fi কানেকশন কনফিগার এবং সংযোগ করা অন্য টিউটোরিয়ালে শিখব।
07:03 LAN পোর্ট সক্রিয় হলে সক্রিয়তা গ্রহণ করে LED লাইট ঝিকমিক করে।
07:10 CPU তে অন্যান্য সিরিয়াল পোর্ট রয়েছে।
07:15 এটি PDA, modem বা অন্যান্য সিরিয়াল ডিভাইস জুড়তে ব্যবহৃত হয়।
07:21 CPU এর উপরে কিছু সমান্তরাল পোর্ট রয়েছে।
07:25 এটি প্রিন্টার বা স্ক্যানারের মত যন্ত্রের সাথে জুড়তে ব্যবহৃত হয়।
07:31 এখন, অডিও জ্যাকস দেখি।
07:34 গোলাপী রঙের পোর্ট মাইক্রোফোন জুড়তে ব্যবহৃত হয়।
07:38 নীল পোর্ট লাইন ইন যেমন রেডিও বা টেপ প্লেয়ার জুড়তে ব্যবহৃত হয়।
07:45 সবুজ পোর্ট হেডফোন / স্পিকার জুড়তে ব্যবহৃত হয়।
07:51 এখন সকল যন্ত্র যুক্ত করার পর, কম্পিউটার চালাই।
07:57 প্রথমে, মনিটর এবং CPU এর পাওয়ার সাপ্লাই বোতাম চালু করি।
08:03 এখন, মনিটরে পাওয়ার বোতামে টিপুন
08:07 CPU এর সামনের, পাওয়ার অন সুইচ টিপুন।
08:12 কম্পিউটার প্রথমবার চালু করলে কালো স্ক্রীনে শব্দের কয়েকটি লাইন দেখতে পারেন।
08:18 এটি BIOS সিস্টেম যা নিম্ন তথ্য প্রদর্শন করে।
08:22 CPU সম্পর্কে।
08:25 কম্পিউটারের কত মেমরি রয়েছে।
08:28 ফ্লপি এবং হার্ড ডিস্ক ড্রাইভ সম্পর্কে।
08:33 BIOS একটি সফটওয়্যার যা কম্পিউটার প্রথমবার চালু করলে CPU কে সবচেয়ে প্রথমে নির্দেশ দেয়।
08:41 অপারেটিং সিস্টেম লোড করার সম্পূর্ণ পদ্ধতিকে কম্পিউটার বুটিং বলে।
08:48 সকল প্রয়োজনীয় যাচাই হয়ে গেলে আপনি সিস্টেমের ইন্টারফেস দেখবেন।
08:54 উবুন্টু লিনাক্স ব্যবহার করলে এইরকম
08:58 এবং উইন্ডোজ ব্যবহার করলে এইরকম স্ক্রীন দেখবেন।
09:02 এখন, একটি ল্যাপটপ দেখি।
09:06 এটি সহজে বহনীয় এবং আকারে ছোট।
09:09 ল্যাপটপ হালকা এবং ছোট হওয়ায় ব্যবহারের এটি কোলে নিয়ে কাজ করতে পারেন।
09:16 অতএব, এটিকে ল্যাপটপ বলা হয়।
09:18 ডেস্কটপের মত এতে একই উপাদান থাকে
09:23 ডিসপ্লে, কীবোর্ড
09:25 টাচপ্যাড, যা নির্দেশিত এবং সঞ্চার করার যন্ত্র।
09:29 CD/DVD রিডার-রাইটার এবং
09:32 মাইক এবং স্পিকার যা একক ইউনিটে নির্মিত।
09:36 এখানে LAN এবং USB পোর্ট রয়েছে।
09:40 এখানে ভিডিও পোর্টও রয়েছে যার দ্বারা প্রজেক্টর জোড়া যায়।
09:46 অডিও জ্যাক যেমন মাইক এবং হেডফোনের জন্য এখানে পৃথক আইকন রয়েছে।
09:53 এটি পূর্বে নির্মিত কুলিং ফ্যান
09:57 যা ল্যাপটপকে গরম হওয়া থেকে রক্ষা করে।
10:01 AC অ্যাডাপ্টারের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালিত হয় এবং এতে চার্জ সঞ্চার হওয়ার ব্যাটারি রয়েছে।
10:09 এটি সহজে বহনীয় এবং বিদ্যুৎ উৎস ছাড়া ব্যবহার করা যেতে পারে।
10:16 সংক্ষেপে, এখানে শিখেছি
10:20 ডেস্কটপ ও ল্যাপটপের বিভিন্ন উপাদান সম্পর্কে
10:23 এবং ডেস্কটপের বিভিন্ন উপাদান কিভাবে জোড়ে।
10:28 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
10:31 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
10:34 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
10:37 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে।
10:42 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
10:46 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
10:52 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
10:56 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
11:01 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro
11:11 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
11:16 ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta