DWSIM/C2/Calculation-of-Bubble-Points-and-Dew-Points/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 19:58, 20 June 2020 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 DWSIM এ Calculation of Bubble Points এবং Dew Points এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এখানে আমরা বানানো শিখব: প্রদত্ত চাপে Bubble Point তাপমাত্রা,
00:15 প্রদত্ত চাপে Dew Point তাপমাত্রা।
00:19 টিউটোরিয়ালটি রেকর্ড করতে, আমি DWSIM 5.2 (ক্লাসিক UI) এবং উইন্ডোজ 10 ব্যবহার করছি।
00:28 এই টিউটোরিয়ালে প্রদর্শিত প্রক্রিয়া অন্যান্য অপারেটিং সিস্টেমেও অনুরূপ, যেমন - Linux, Mac OS X বা FOSSEE OS on ARM.
00:40 টিউটোরিয়ালটি অনুশীলন করতে জানতে হবে: একটি ফ্লোশীটে কম্পোনেন্ট যোগ করা।
00:46 থার্মোডাইনামিক প্যাকেজগুলি চয়ন করা। ম্যাটেরিয়াল স্ট্রীম যোগ করে তাদের বৈশিষ্ট্য নির্দিষ্ট করা।
00:54 পূর্বাবশ্যক টিউটোরিয়ালগুলি আমাদের ওয়েবসাইটে উল্লিখিত।
00:59 আপনি এই সাইট থেকে এই টিউটোরিয়ালস এবং সকল সংশ্লিষ্ট ফাইল অ্যাক্সেস করতে পারেন।
01:05 এই টিউটোরিয়ালে, DWSIM ব্যবহার করে গণনা করব:

1) 2 bar এ Bubble Point তাপমাত্রা

2) 10 bar এ Dew Point তাপমাত্রা

01:15 এখানে কম্পোনেন্ট, ইনলেট স্ট্রিম শর্তাবলী এবং প্রোপার্টি প্যাকেজ রয়েছে।
01:21 আমি ইতিমধ্যে আমার মেশিনে DWSIM খুলেছি।
01:26 File মেনুতে যান এবং New Steady-state Simulation চয়ন করুন।
01:33 Simulation Configuration Wizard উইন্ডো দেখায়।
01:37 নীচে, Next এ ক্লিক করুন।
01:41 এখন Compounds Search ট্যাবে,লিখুন Methane.
01:46 ChemSep ডাটাবেস থেকে Methane চয়ন করুন।
01:50 এরপর Ethane যোগ করুন।
01:54 একইভাবে, Propane যোগ করুন।
01:58 এরপর Isobutane যোগ করুন।
02:02 এরপর N-Butane যোগ করুন।
02:06 একইভাবে, Isopentane যোগ করুন।
02:10 এরপর N-pentane যোগ করুন।
02:14 উইন্ডোর নীচে, Next এ ক্লিক করুন।
02:18 Property Packages খোলে।
02:21 Available Property Packages থেকে, Soave-Redlich-Kwong এ ডাবল ক্লিক করুন।
02:28 এরপর Next এ ক্লিক করুন।
02:31 আমরা Flash Algorithm নামে নতুন উইন্ডোতে আসি।
02:36 Default Flash Algorithm থেকে Nested Loops(VLE) চয়ন করুন।
02:41 নীচে Next এ ক্লিক করুন।
02:44 পরবর্তী বিকল্প হল System of Units.
02:48 System of Units এ C5 চয়ন করুন।
02:52 নীচে, Finish বোতামে ক্লিক করুন।
02:55 ভালো দৃশ্যতার জন্য সিমুলেশন উইন্ডোটি বড় করি।
03:00 এখন একটি ম্যাটেরিয়াল স্ট্রিম সন্নিবেশ করি যার জন্য Bubble points এবং Dew points গণনা করতে হবে।
03:07 মেন সিমুলেশন উইন্ডোর ডানদিকে, Flowsheet Objects এ যান।
03:12 Filter List ট্যাবে, লিখুন: Material Stream.
03:17 প্রদর্শিত তালিকা থেকে, ফ্লোশীটে একটি ম্যাটেরিয়াল স্ট্রীম ড্রেগ এবং ড্রপ করুন।
03:23 তার বৈশিষ্ট্য দেখতে ম্যাটেরিয়াল স্ট্রিম MSTR-000 তে ক্লিক করুন।
03:29 এই স্ট্রীমের নাম বদলে Feed করি।
03:33 এখন আমরা ফিড স্ট্রীমের বৈশিষ্ট্য নির্দিষ্ট করব।
03:37 Input Data তে যান।
03:39 Flash Spec হিসাবে Temperature and Pressure (TP) চয়ন করুন, যদি চয়নিত না থাকে।
03:44 ডিফল্টরূপে, Temperature and Pressure ইতিমধ্যে Flash Spec হিসাবে চয়নিত।
03:50 Temperature বদলে 25 degC করুন এবং Enter টিপুন।
03:56 Pressure বদলে 5 bar করুন এবং Enter টিপুন।
04:00 এখন ফীড স্ট্রীম কম্পোজিশন নির্দিষ্ট করি।
04:05 Composition এ, Basis হিসাবে Mole Fractions চয়ন করুন, যদি চয়নিত না থাকে।
04:13 ডিফল্টরূপে, Mole Fractions ইতিমধ্যে Basis হিসাবে চয়নিত।
04:18 এখন Methane এর জন্য, Amount হিসাবে 0.05 লিখুন এবং Enter টিপুন।
04:26 Ethane এর জন্য 0.1 লিখুন এবং Enter টিপুন।
04:33 একইভাবে Propane এর জন্য 0.15 লিখুন এবং এন্টার টিপুন।
04:39 এবং Isobutane এর জন্য, 0.1 লিখুন এবং এন্টার টিপুন।
04:45 এরপর, N-butane এর জন্য, 0.2 লিখুন এবং এন্টার টিপুন।
04:51 Isopentane এর জন্য, 0.25 লিখুন এবং এন্টার টিপুন।
04:57 শেষে, N-pentane এর জন্য, 0.15 লিখুন এবং এন্টার টিপুন।
05:04 ডানদিকে, Accept Changes নামে সবুজ টিকে ক্লিক করুন।
05:08 এখন দেখি যে প্রোপার্টি প্যাকেজ কিভাবে কম্পাউন্ডের ফেজ ইকুইলিব্রিয়াম ডেটা গণনা করে।
05:14 এটি করতে Utilities এ যান।
05:17 Add Utility তে ক্লিক করুন।
05:20 Add Utility উইন্ডোতে, Object Type এ Material Streams চয়ন করুন।
05:27 Utility Type এ Phase Envelope চয়ন করুন।
05:31 Flowsheet Object এ, Feed চয়ন করুন।
05:35 তারপর, নীচে Add Utility বোতামে ক্লিক করুন।
05:40 Phase Envelope উইন্ডো খোলে।
05:43 ভালো দৃশ্যতার জন্য Phase Envelope উইন্ডো সামঞ্জস্য করি।
05:49 Name হিসাবে BubblePoint-DewPoint লিখুন।
05:55 Settings এ, Bubble Points ট্যাবে ক্লিক করুন।
06:00 Custom Initialization এর জন্য চেক বাক্স চয়ন করুন।
06:05 আমরা প্রদত্ত চাপের জন্য bubble point তাপমাত্রা গণনা করতে যাচ্ছি।
06:10 তাই Initial Flash মেথড PVF রাখুন।
06:14 এখানে, আমরা শুধুমাত্র Initial Pressure এবং Pressure Step বদলাবো।
06:19 Initial Pressure হিসাবে 1 লিখুন এবং এন্টার টিপুন।
06:24 Pressure Step হিসাবে 1 লিখুন এবং এন্টার টিপুন।
06:30 আমরা PVF Flash করায় আমরা কোনো তাপমাত্রা ভ্যালু বদলাবো না।
06:36 এখন, Dew Points ট্যাবে যান।
06:39 আমরা একই প্রক্রিয়া Bubble Points Initialization হিসাবে পুনরাবৃত্তি করব।
06:44 Custom Initialization এর জন্য চেক বাক্স চয়ন করুন।
06:49 আমরা প্রদত্ত চাপের জন্য dew point তাপমাত্রা গণনা করতে যাচ্ছি।
06:54 তাই এখানেও Initial Flash মেথডটি PVF রাখুন।
06:59 তাই এখানে শুধুমাত্র Initial Pressure এবং Pressure Step বদলাবো।
07:04 Initial Pressure হিসাবে 1 লিখুন এবং এন্টার টিপুন।
07:10 Pressure Step হিযাবে 1 লিখুন এবং এন্টার টিপুন।
07:16 এখন নীচে Calculate বোতামে ক্লিক করুন।
07:20 গণনা প্রক্রিয়া ব্যাকগ্রাউন্ডে চলে।
07:25 আমরা ভিন্ন চাপ এবং তাপমাত্রায় dew points এবং bubble point দেখতে পারি।
07:32 Results এ, Table এ ক্লিক করুন।
07:36 Pb কলামে, 2 বারে দেখুন যাতে আমাদের bubble point গণনা করতে হয়েছিল।

এখানে Pb কলামে 2 bar রয়েছে।

07:45 2 বারের সাথে Tb কলামে তাপমাত্রা দেখুন।
07:50 আমরা দেখি যে bubble point তাপমাত্রা হল মাইনাস 91.9274 ডিগ্রি সেলসিয়াস।
07:58 এরপর, 10 বারে Dew point তাপমাত্রা নির্ণয় করতে হবে।
08:03 Pd কলামে, 10 বারে দেখুন যাতে আমাদের dew point বের করতে হবে।
08:09 এখানে Pd কলামে 10 বার রয়েছে।
08:12 10 বারের সাথে সংশ্লিষ্ট Td কলামে তাপমাত্রা দেখুন।
08:17 আমরা দেখি যে dew point তাপমাত্রা হল 87.396 ডিগ্রি সেলসিয়াস।
08:24 এটি বিকল্পিত উপায় রয়েছে যার দ্বারা উপরের ফলাফলের সঠিকতা যাচাই করতে পারি।
08:30 এর জন্য, ফ্লোশীট উইন্ডোতে ফিরে আসি।
08:34 Feed এ ক্লিক করুন।
08:37 Input data তে, Flash Spec হিসাবে Pressure and Vapor Fraction (PVF) চয়ন করুন।
08:44 Vapor Phase Mole Fraction হিসাবে 0 লিখুন এবং এন্টার টিপুন।
08:50 Pressure হিসাবে 2 বার লিখুন এবং এন্টার টিপুন।
08:56 এখন তাপমাত্রা দেখুন যা হল 91.9274 ডিগ্রি সেলসিয়াস।
09:03 এটি 2 bar চাপে bubble point তাপমাত্রা।
09:07 এটি Phase envelope এর থেকে প্রাপ্ত ভ্যালুর সাথে মেলে।
09:11 একইভাবে, Dew point তাপমাত্রা যাচাই করি।
09:16 Flash Spec কে একই Pressure and Vapor Fraction (PVF) রাখুন।
09:21 Vapor Phase Mole Fraction হিসাবে 1 লিখুন এবং এন্টার টিপুন।
09:27 Pressure হিসাবে 10 লিখুন এবং এন্টার টিপুন।
09:32 এরপর তাপমাত্রা যাচাই করুন যা হল 87.396 ডিগ্রি সেলসিয়াস।
09:38 এটি 10 বার চাপে dew point তাপমাত্রা।
09:42 এটি Phase envelope এর থেকে প্রাপ্ত ভ্যালুর সাথে মেলে।
09:46 সংক্ষিপ্তকরণ করি।
09:48 এখানে আমরা বানানো শিখেছি: প্রদত্ত চাপে Bubble Point তাপমাত্রা,
09:54 প্রদত্ত চাপে Dew Point তাপমাত্রা।
09:57 অনুশীলনী হিসাবে, প্রদত্ত কম্পোনেন্ট সিস্টেম এবং ইনলেট কন্ডিশনের জন্য নিম্ন গণনা করুন।
10:04 20 ডিগ্রি সেলসিয়াসে Bubble Point চাপ গণনা করুন।
10:08 60 ডিগ্রি সেলসিয়াসে Dew Point চাপ গণনা করুন।
10:12 নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, http://spoken-tutorial.org

এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।

10:19 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য আমাদের লিখুন।
10:26 আপনার প্রশ্ন থাকলে ফোরামে পোস্ট করুন।
10:31 FOSSEE দল DWSIM এ বিদ্যমান ফ্লোশীটগুলির রূপান্তরন সমন্বয় করে।
10:37 যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেই।
10:40 বিশদ বিবরণের জন্য, এই সাইটটি দেখুন।
10:43 FOSSEE দল জনপ্রিয় বইগুলির সমাধানকৃত উদাহরণের কোডিং নির্দেশ করে।
10:48 যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেই। বিশদ বিবরণের জন্য, এই সাইটটি দেখুন।
10:55 FOSSEE দল DWSIM এর কমার্শিয়াল সিমুলেটর ল্যাবগুলি মাইগ্রেট করতে সহায়তা করে।
11:01 যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেই। বিশদ বিবরণের জন্য, এই সাইটটি দেখুন।
11:08 Spoken Tutorial এবং FOSSEE প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
11:16 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta