Difference between revisions of "DWSIM-3.4/C2/Shortcut-Distillation/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 133: Line 133:
 
|-
 
|-
 
| 02:21
 
| 02:21
| benzene এর জন্য 0.4 এবং tolueneএর জন্য 0.6 লিখুন।
+
| benzene এর জন্য 0.4, toluene এর জন্য 0.6 লিখুন।
  
 
|-
 
|-

Revision as of 10:57, 19 June 2017

Time
Narration
00:01 DWSIM এ Shortcut distillation column সিমুলেট করার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এখানে Shortcut distillation column সিমুলেট করব।
00:13 আমরা নিম্ন গনণা করা শিখব:

Minimum number of stages

Minimum reflux ratio

Optimal Feed stage location

Condenser এবং reboiler heat duty

00:23 একটি নির্দিষ্ট প্রোডাক্ট স্পেসিফিকেশন পেতে।
00:26 টিউটোরিয়ালটি রেকর্ড করতে DWSIM 3.4 ব্যবহার করছি।
00:30 এখানে এগোতে অবশ্যই জানা উচিত:
00:32 flowsheet এ কম্পোনেন্ট যোগ করা।
00:35 thermodynamic packages চয়ন করা।
00:37 material streams জোড়া এবং তাদের বৈশিষ্ট্য নির্দিষ্ট করা।
00:41 পূর্বের আবশ্যক টিউটোরিয়ালগুলি spoken-tutorial.org তে উল্লিখিত।
00:47 পরের দুটি স্লাইডে, distillation প্রব্লেমের স্পেসিফিকেশন উল্লেখ করি।
00:55 এই প্রব্লেম স্টেটমেন্ট Lehigh University এর অধ্যাপক Bill Luyben দ্বারা দেওয়া হয়।
01:00 আমি ইতিমধ্যে DWSIM খুলেছি।
01:03 System of Units এ ক্লিক করুন।
01:07 Custom 1 চয়ন করুন।
01:10 এটি ইউনিট কাস্টমাইজ করতে দেয় যা আমরা পরে করব।
01:14 এখন Configure Simulation বোতামে ক্লিক করুন।
01:18 ChemSep ডেটাবেস থেকে Benzene যোগ করুন।
01:27 এরপর Toluene.
01:33 এরপর Thermodynamics এবং তারপর Property Package এ ক্লিক করব।
01:40 নীচে যান এবং Raoult’s Law চয়ন করুন।
01:44 Thermodynamics এর নীচে Options মেনু দেখেন। এতে ক্লিক করুন।
01:49 Units System এ ক্লিক করুন।
01:53 এখন এটিকে ভিতরে নিয়ে আসি।
01:56 Pressure মেনু সবচেয়ে উপরে দেখায়।
01:58 ক্লিক করে atmosphere এর জন্য atm চয়ন করুন।
02:04 Pressure মেনুর নীচে Molar flow rate মেনু রয়েছে।
02:08 এতে ক্লিক করুন এবং kmol/hour চয়ন করুন।
02:13 Back to simulation এ ক্লিক করুন।
02:15 এখন একটি feed stream রাখি যা ডিস্টিল করতে হবে।
02:21 benzene এর জন্য 0.4, toluene এর জন্য 0.6 লিখুন।
02:29 Apply এবং Close করুন।
02:32 আমরা এই স্ট্রিমের নাম বদলে Feed করব।
02:39 Properties এ ক্লিক করুন। উপরে স্ক্রোল করুন।
02:43 Specification এ ক্লিক করুন।
02:46 Pressure and Vapor Fraction চয়ন করুন।
02:50 Molar flow rate বিকল্পতে যান।
02:53 এর ইউনিট হল kmol/per hour
02:57 এই field এ ক্লিক করুন। 100 লিখুন।
03:02 Molar Fraction (Vapor Phase) এ যান।
03:08 ডিফল্ট ভ্যালু হল 0।
03:10 এটি saturated liquid দেখায়।
03:13 এটি এইভাবে ছেড়ে দিন।
03:16 flowsheet এ Shortcut column সন্নিবেশ করি।
03:20 Object palette থেকে এতে যান।
03:23 Shortcut Column, Fenske-Underwood-Gilliland মেথড ভিত্তিক।
03:27 এতে ক্লিক করে ফ্লোশীট পর্যন্ত টানুন।
03:32 এটি ব্যবস্থিত করি।
03:34 এখন দুটি output streams যুক্ত করি।
03:37 একটি হবে distillate, অপরটি Bottoms.
03:41 এটি করতে, দুটি material streams টেনে আনি।
03:46 এটি আউটপুট স্ট্রিম তাই তাদের অনির্দিষ্ট ছেড়ে দেবো।
03:56 আমরা এই স্ট্রীমের নাম বদলে Distillate এবং Bottoms করব।
04:05 এখন Condenser duty এবং Reboiler duty এর জন্য দুটি Energy streams যোগ করি।
04:17 এই স্ট্রীমগুলিকে C-Duty এবং R-Duty নাম দিন।
04:24 এখন Shortcut distillation column উল্লিখিত করতে প্রস্তুত।
04:27 এতে ক্লিক করে এটি চয়ন করুন।
04:30 Selected Object উইন্ডোতে যান।
04:32 Properties ট্যাবে Connections মেনুতে যান।
04:37 প্রথম বিকল্প হল Feed. এখন Feed মেনুতে ক্লিক করুন। একটি মেনু সহ ডাউন অ্যারো দেখায়।
04:44 এই অ্যারোতে ক্লিক করুন। এখানে Feed চয়ন করি।
04:48 এখন পরবর্তী বিকল্পে ক্লিক করুন যা হল Distillate.
04:51 ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে Distillate চয়ন করুন।
04:56 Bottoms এর জন্য Bottoms চয়ন করুন।
04:59 পরের বিকল্প হল Condenser Duty.
05:02 এতে ক্লিক করে C-Duty চয়ন করুন।
05:07 একইভাবে, Reboiler এর জন্য R-Duty চয়ন করুন।
05:12 এটি ফ্লোশীটের সংযোগ সম্পন্ন করে।
05:14 Properties ট্যাবে Parameters সেকশনে যান।
05:19 এই সেকশন Shortcut Column এর বিভিন্ন এট্রিবিউট উল্লিখিত করতে ব্যবহৃত হয়।
05:25 এই সেকশনে, প্রথম বিকল্প হল Condenser.
05:30 ডিফল্টরূপে, এটি Total Condenser.
05:33 একটি partial condenser প্রয়োজন হলে এটি এখানে বদলাতে পারেন।
05:36 এখানে, এটি এইভাবেই ছেড়ে দিন।
05:39 Reflux Ratio লিখুন। এতে ক্লিক করুন।
05:42 এখানে, আমরা এর পরের ক্ষেত্রে 2 লিখি।
05:49 আমরা Product composition নির্দিষ্ট করব।
05:52 প্রথমে bottoms এ light key বর্ণণ উল্লিখিত করি।
05:57 এটি করতে light key তে ক্লিক করি।
06:01 অ্যারোতে ক্লিক করুন এবং Benzene চয়ন করুন।
06:04 প্রদত্ত ক্ষেত্রে, পরবর্তী রোতে, 0.05 লিখুন।
06:10 একইভাবে, heavy key এর জন্য, Toluene চয়ন করুন।
06:15 এখন Distillate এ heavy key উল্লিখিত করি।
06:18 আমরা 0.05 লিখি।
06:23 তালিকাতে পরের বিকল্প Condenser Pressure.
06:26 ডিফল্ট ভ্যালু হল 0 atmosphere. এটি বদলে 1 atmosphere করব।
06:32 একইভাবে, reboiler pressure বদলে 1 atmosphere করি।
06:37 এখন সিমুলেশন রান করব।
06:39 এটি করতে, Calculator বিকল্পে যান।
06:42 Play বোতামে ক্লিক করুন। এখন, Recalculate বোতামে ক্লিক করুন।
06:47 গণনা সম্পূর্ণ হলে, Shortcut column এ ক্লিক করুন।
06:53 Properties ট্যাবে,Results মেনুতে যান।
06:58 এটি সকল প্রয়োজনীয় ফলাফল দেখায় যেমন:
07:00 Minimum Reflux Ratio
07:03 Minimum Number of Stages
07:05 Actual Number of Stages
07:07 Optimal Feed Stage ইত্যাদি।
07:10 আমি এই স্লাইডে এই ফলাফল সূচীবদ্ধ করেছি।
07:15 এখন এই সিমুলেশন সংরক্ষণ করি।
07:20 এটি shortcut end হিসাবে সংরক্ষণ করেছি।
07:24 সংক্ষিপ্তকরণ করি।
07:26 আমরা শিখেছি: shortcut distillation column উল্লিখিত করা।
07:29 key components, purities এবং minimum reflux ratio উল্লিখিত করা।
07:34 কাস্টম ইউনিটের ব্যবহার।
07:36 minimum reflux ratio, optimal feed location এবং total number of trays গণনা করা।
07:43 এখন কিছু অনুশীলনী দেই. এই স্লাইডে অনুশীলনীটি mass balance সম্পর্কে।
07:48 আমি স্ট্রিম এবং সরঞ্জাম দেখতে নীল রঙ ব্যবহার করি।
07:52 এখন পরের অনুশীলনীতে যাই।
07:54 এইভাবে energy balance করুন।
07:58 বিভিন্ন product purities সহ সিমুলেশন পুনরাবৃত্তি করুন।
08:02 এনার্জি প্রয়োজনীয়তার পরিবর্তন নির্ধারণ করুন।
08:06 বিভিন্ন থার্মোডাইনামিক্স সহ এই সিমুলেশন পুনরাবৃত্তি করুন।
08:08 বিভিন্ন ফিড কন্ডিশন সহ সিমুলেশনটি পুনরাবৃত্তি করুন।
08:12 আপনার ফলাফলের যুক্তি দেওয়ার চেষ্টা করুন। আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি।
08:16 এই ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়।
08:20 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
08:24 আমরা কর্মশালার আয়োজন করি, সার্টিফিকেট দেই। আমাদের সাথে যোগাযোগ করুন।
08:31 আপনার এখানে কোনো প্রশ্ন রয়েছে?
08:33 minute এবং second চয়ন করুন যেখানে প্রশ্ন রয়েছে।
08:37 আপনার প্রশ্ন সংক্ষেপে ব্যাখ্যা করুন। FOSSEE টিমের কেউ তার উত্তর দেবে।
08:41 দয়া করে এই সাইটে যান।
08:44 FOSSEE টিম জনপ্রিয় বইগুলির সমাধানকৃত উদাহরণের কোডিং নির্দেশ করে।
08:48 যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেয়।
08:52 আরো জানতে এই সাইটে যান।
08:56 FOSSEE টিম কমার্শিয়াল সিমুলেটর ল্যাব DWSIM এ স্থানান্তরিত করতে সহায়তা করে।
09:00 যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেয়।
09:04 আরো জানতে এই সাইটে যান।
09:07 স্পোকেন টিউটোরিয়াল এবং FOSSEE প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত।
09:14 অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Nancyvarkey, Satarupadutta