C-and-C++/C3/Working-With-2D-Arrays/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time' Narration
00:01 C এবং C ++2 dimensional Arrays এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এই টিউটোরিয়ালে আমরা শিখব,
00:10 2 dimensional Array কি?
00:13 এটি একটি উদাহরণের সাহায্যে করব।
00:16 টিউটোরিয়ালটি রেকর্ড করতে
00:18 উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 11.10 এবং
00:22 উবুন্টুতে gcc এবং g ++ কম্পাইলার সংস্করণ 4.6.1 ব্যবহার করছি।
00:29 2 dimensional Array এর ভূমিকা দিয়ে শুরু করা যাক।
00:33 2-D অ্যারে রো কলাম ম্যাট্রিক্সে সংরক্ষিত হয়েছে।
00:38 বাম ইনডেক্স রো নির্দেশ করে।
00:41 ডান ইনডেক্স কলাম নির্দেশ করে।
00:44 C এবং C ++ এ ম্যাট্রিক্স বা অ্যারের শুরুর ইনডেক্স সর্বদা 0 হয়।
00:52 এখানে আমরা রো কলাম ম্যাট্রিক্সে একটি 2 dimensional Array দেখি,
00:58 শুরুর ইনডেক্স হল 0.
01:01 এখন একটি 2 dimensional Array ঘোষিত করা দেখি।
01:04 এর সিনট্যাক্স হল
01:07 ডেটা-টাইপ, অ্যারের নাম, রো এবং কলাম
01:13 এখানে আমরা 2 টি কলাম এবং 3 টি রো এর সাথে 2 dimensional Array "num" ঘোষিত করেছি।
01:21 এখন একটি উদাহরণ দেখা যাক।
01:23 আমি ইতিমধ্যে প্রোগ্রাম লিখে ফেলেছি। এটি খুলি।
01:28 উল্লেখ্য যে ফাইলের নাম 2d hyphen array dot c
01:33 এই প্রোগ্রামে আমরা 2 dimensional অ্যারের এলিমেন্টের সমষ্টি নির্ণয় করব।
01:41 এখন আমি কোড ব্যাখ্যা করি।
01:44 এটি আমাদের হেডার ফাইল।
01:46 এটি আমাদের মেন ফাংশন।
01:49 এখানে আমি i এবং j ভ্যারিয়েবল ঘোষিত করেছি।
01:53 তারপর আমরা 3 টি rows এবং 4 টি columns এর সাথে num1
01:58 এবং আবার 3 টি rows এবং 4 টি columns এর সাথে num2 ঘোষিত করেছি।
02:03 num1 এবং num2 হল 2 dimensional Array.
02:07 এখানে আমরা ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট হিসেবে num1 ম্যাট্রিক্সের এলিমেন্ট নেই।
02:13 এলিমেন্ট রো হিসাবে সংরক্ষিত হয়েছে।
02:16 আমরা রো হিসাবে i এবং কলাম হিসাবে j বিবেচিত করেছি।
02:22 এই ফর লুপ যাচাই করবে যে i 0 থেকে 2 পর্যন্ত রান করে।
02:28 এই ফর লুপ যাচাই করবে যে j 0 থেকে 3 পর্যন্ত রান করে।
02:33 একইভাবে, এখানে আমরা ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট হিসেবে num2 ম্যাট্রিক্সের এলিমেন্ট নেই।
02:40 এখানে আমরা ম্যাট্রিক্স num1 প্রদর্শন করি।
02:43 এখানে %3d টার্মিনালে ম্যাট্রিক্স সারিবদ্ধ করতে ব্যবহৃত হয়েছে।
02:49 এখন এখানে আমরা ম্যাট্রিক্স num2 প্রদর্শন করি।
02:52 তারপর আমরা num1 ম্যাট্রিক্স এবং num2 ম্যাট্রিক্স যোগ করি এবং ফলাফল প্রদর্শন করি।
02:59 এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট।
03:01 এখন, Save এ টিপুন।
03:05 প্রোগ্রাম এক্সিকিউট করি।
03:07 আপনার কীবোর্ড Ctrl, Alt এবং T একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন।
03:15 কম্পাইল করতে লিখুন,gcc স্পেস 2d hyphen array ডট c স্পেস hyphen o স্পেস arr' এবং Enter টিপুন
03:28 এক্সিকিউট করতে লিখুন ডট স্লেস arr এখন Enter টিপুন।
03:34 এখানে আমরা দেখি enter the elements of 3 into 4 array num1.
03:39 আমি এখন মানগুলি লিখব।
03:52 এখন আমরা দেখি enter the elements of 3 into 4 array num2.
03:57 আমি মানগুলি লিখব।
04:10 আউটপুট প্রদর্শিত হয়েছে।
04:13 এখানে আমরা num1 ম্যাট্রিক্স দেখতে পারি।
04:16 এখানে আমরা num2 ম্যাট্রিক্স দেখতে পারি।
04:20 এবং এটি হল num1 এবং num2 এর যোগফল।
04:24 এখন আমরা একই প্রোগ্রাম C ++ এ এক্সিকিউট করা দেখবো।
04:29 আমি ইতিমধ্যে প্রোগ্রামটি দেখেছি। আমি এটি খুলে ব্যাখ্যা করব।
04:34 এটি হল C ++ এ 2 dimensional arrays এর প্রোগ্রাম।
04:38 লক্ষ্য করুন যে আমাদের ফাইলের নাম 2D hyphen array dot cpp.
04:43 এক্সটেনশন হল .cpp
04:47 এখন কোড ব্যাখ্যা করি।
04:50 এটি হল iostream হিসাবে হেডার ফাইল।
04:53 এটি আমাদের ইউসিং স্টেটমেন্ট।
04:56 এটি মেন ফাংশন।
04:58 এখানে cout ফাংশন আছে। আমরা C ++ এ আউটপুট প্রিন্ট করতে cout ব্যবহার করি।
05:06 আমাদের কাছে cin ফাংশন আছে, আমরা C ++ এ লাইন পড়তে cin ব্যবহার করি।
05:13 এখানে আমরা \t ব্যবহার করি যার অর্থ অনুভূমিক ট্যাব যা 4টি স্পেসের সমান।
05:21 বাকি কোড আমাদের C কোডের অনুরূপ।
05:25 এখন Save এ টিপুন।
05:27 এক্সিকিউট করি।
05:28 টার্মিনালে ফিরে আসি।
05:31 প্রম্পট পরিষ্কার করি।
05:33 কম্পাইল করতে লিখুন, g++ স্পেস 2D hyphen array ডট cpp hyphen o স্পেস arr1 এবং Enter টিপুন।
05:47 এক্সিকিউট করতে লিখুন ডট স্লেস arr1 এখন Enter টিপুন।
05:52 এখানে আমরা দেখি enter the elements of 3 into 4 array num1.
05:57 আমি মানগুলি লিখব।
06:07 এখন আমরা দেখি enter the elements of 3 into 4 array num2.
06:13 আমি একইভাবে মানগুলি লিখব।
06:24 আউটপুট প্রদর্শিত হয়েছে।
06:26 আমরা num1 ম্যাট্রিক্স, num2 ম্যাট্রিক্স দেখতে পারি।
06:31 এবং এটি হল num1 এবং num2 এর যোগফল।
06:36 আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
06:39 স্লাইডে ফিরে আসি। সংক্ষিপ্তকরণ করি।
06:43 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি,
06:45 2D অ্যারেতে উপাদান যোগ করা।
06:48 2D অ্যারে প্রিন্ট করা।
06:50 এবং 2D অ্যারের সমষ্টি নির্ণয় করা।
06:54 নির্দেশিত কাজ হিসাবে
06:55 একটি প্রোগ্রাম লিখুন যা ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট হিসেবে দুটি 2D অ্যারে নেয়।
07:01 তাদের বিয়োগ করে ফলাফল নির্ণয় করুন।
07:05 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
07:08 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
07:11 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন।
07:15 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল,
07:17 টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
07:21 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়।
07:25 এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact at spoken hyphen tutorial dot org তে ইমেল করুন।
07:32 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
07:36 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত।
07:43 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
07:48 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
07:54 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble