Blender/C2/Types-of-Windows-File-Browser-Info-Panel/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 22:03, 23 February 2017 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত।
00:05 এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 2.59 এ ফাইল ব্রাউজার এবং ইনফো প্যানেল সম্পর্কে।
00:15 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
00:24 এই টিউটোরিয়ালটি দেখার পর, আমরা ফাইল ব্রাউজার, ইনফো প্যানেল এবং উভয়ক্ষেত্রে উপলব্ধ বিভিন্ন বিকল্প সম্পর্কে শিখব।
00:40 আমি ধরে নেই যে আপনি ব্লেন্ডার ইন্টারফেসের মৌলিক উপাদান সম্পর্কে জানেন।
00:45 না হলে আমাদের আগের টিউটোরিয়াল Basic Description of the Blender Interface পড়ুন।
00:55 3D ভিউয়ের নীচে বাঁদিকের কোণায় Editor Type মেনুতে যান।
01:02 menu খুলতে বাম ক্লিক করুন। এতে ব্লেন্ডারে উপলব্ধ বিভিন্ন ধরনের উইন্ডোসের সূচী রয়েছে।
01:14 File Browser এ বাম ক্লিক করুন।
01:18 এটি হল File Browser
01:21 এখানে আমরা সিস্টেমে সংরক্ষিত আমাদের সকল blend files পেতে পারি।
01:29 এই চারটি অ্যারো বোতাম আমাদের ডিরেক্টরির ভিতরে সর্বত্র স্থানান্তর করতে সহায়তা করে।
01:37 Back arrow আমাদের আগের ফোল্ডারে নিয়ে যাবে।
01:41 কীবোর্ড শর্টকাটের জন্য, back space টিপুন।
01:48 Forward arrow আমাদের পরের ফোল্ডারে নিয়ে যাবে।
01:52 কীবোর্ড শর্টকাটের জন্য, shift এবং backspace টিপুন।
01:59 Up arrow বোতাম আপনাকে বর্তমান ডিরেক্টরিতে নিয়ে যাবে।
02:05 কীবোর্ড শর্টকাটের জন্য, P টিপুন।
02:10 Refresh বোতাম আপনার বর্তমান ডিরেক্টরিতে ফাইলের সূচী রিফ্রেশ করবে।
02:19 Create new directory আপনার বর্তমান ডিরেক্টরির ভিতরে নতুন ডিরেক্টরি বা ফোল্ডার তৈরী করবে।
02:29 এই বোতামগুলি আপনাকে আপনার ফাইল এবং ফোল্ডার ক্রমানুশারে সাজাতে সাহায্য করবে।
02:39 Filter বাটন আপনার ডিরেক্টরির ভিতরে ফাইলগুলি ফিল্টার করতে সক্ষম করবে।
02:46 ফিল্টার ট্যাবের আগে উপস্থিত শুধুমাত্র সক্রিয় আইকন ডিরেক্টরির ভিতরে দৃশ্যমান হবে।
02:57 সুতরাং এটি ব্লেন্ডারে 'File Browser' উইন্ডো সম্পর্কে ছিল।
03:03 editor এ যান, ফাইল ব্রাউজারের উপরের বাম কোণায় menu টিপুন।
03:10 menu খোলার জন্য বাম ক্লিক করুন।
03:15 3D View তে বাম ক্লিক করুন।
03:19 আমরা ডিফল্ট ব্লেন্ডার কর্মপরিসরে ফিরে এসেছি।
03:24 এখন, 'info' প্যানেল দেখা যাক।
03:30 ব্লেন্ডার ইন্টারফেসের মধ্যে সবচেয়ে উপরের প্যানেল 'info' প্যানেল - মুখ্য মেনু প্যানেল।
03:40 'file' এ বাম ক্লিক করুন।
03:42 এটি আমাদের কাছে আছে - open a new বা an existing file, save the file, user preferences window, তাছাড়া import এবং export অপশন্স।
03:58 open এ বাম ক্লিক করুন।
04:02 এটি ফাইল ব্রাউসারের অনুরূপ ব্রাউসার খুলবে।
04:07 আপনি এখান থেকে blend file খুলতে পারেন, যা আপনি ইতিমধ্যেই সিস্টেমে সংরক্ষণ করে রেখেছেন।
04:14 ফাইল খোলার আগে 'load UI' এর সক্রিয়তা User Interface বা UI এর সাথে blend file খুলতে সহায়তা করবে যা আপনি ঐ জন্যেই সংরক্ষণ করেছেন।
04:26 ওপেন ফাইল উইন্ডো থেকে প্রস্থান করার জন্য Back to Previous এ বাম ক্লিক করুন।
04:35 Add এ বিভিন্ন বস্তুর রিপোজিটরী রয়েছে, যা আপনি আপনার সীনে জুড়তে পারেন।
04:42 Add এ বাম ক্লিক করুন।
04:46 এটি হল অবজেক্ট রিপোজিটরী।
04:50 আমরা এই মেনু ব্যবহার করে 3D ভিউতে নতুন বস্তু যোগ করতে পারি।
04:56 কীবোর্ড শর্টকাটের জন্য , Shift এবং A টিপুন।
05:04 এখন 3D ভিউতে একটি প্লেন যোগ করা যাক।
05:09 3D কার্সার সরানোর জন্য স্ক্রিনে কোথাও একটি বাম ক্লিক করুন।
05:15 আমি এই স্থান নির্বাচন করছি।
05:20 Add মেনুর জন্য Shift এবং A টিপুন।
05:25 Mesh. plane এ বাম ক্লিক করুন।
05:30 3D কার্সারের স্থানে 3D ভিউতে একটি নতুন প্লেন জুড়ে গেছে।
05:37 3D কার্সার সম্পর্কে বুঝতে দয়া করে Navigation - 3D কার্সার টিউটোরিয়ালটি দেখুন।
05:46 একইভাবে, আপনি 3D ভিউতে আরো কিছু বস্তু যোগ করার চেষ্টা করতে পারেন।
05:53 এখন info প্যানেলে ফেরত যান।
05:56 রেন্ডার মেনু খুলতে Render এ বাম ক্লিক করুন।
06:00 রেন্ডারে ইমেজ বা ভিডিও রেন্ডার বিকল্প আছে যেমন render image, render animation, show বা hide render view ইত্যাদি।
06:14 রেন্ডার সেটিংস পরের টিউটোরিয়ালে বিস্তারিতভাবে শিখব।
06:19 Info প্যানেলে help এর আগে square আইকনে যান।
06:26 এটি হল Choose Screen Layout
06:31 এটি ডিফল্ট ব্লেন্ডার ইন্টারফেস দেখায় যার উপর আমরা কাজ করছি।
06:37 Choose Screen Layout এ বাম ক্লিক করুন।
06:41 এই সূচী আপনাকে বিভিন্ন লেআউট বিকল্প দেয়।
06:48 Animation, compositing, Game logic, Video editing.
06:55 আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি বেছে নিতে পারেন।
07:04 Choose Screen Layout থেকে প্রস্থানের জন্য ব্লেন্ডার স্ক্রিনে কোথাও একটি বাম ক্লিক করুন বা কীবোর্ডে Esc টিপুন।
07:15 Scene, বর্তমান সীন প্রদর্শন করে, যার উপর আমরা কাজ করছি।
07:22 সুতরাং এটি 'info' প্যানেল সম্পর্কে ছিল।
07:25 এখন ব্লেন্ডারে ফাইল ব্রাউজার ব্যবহার করে সিস্টেমে একটি নতুন ডিরেক্টরি বানানোর চেষ্টা করুন।
07:32 তারপর স্ক্রিন লেআউট default থেকে Animation এ বদলান।
07:39 ফাইল ব্রাউজার এবং ইনফো প্যানেলের এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল।
07:47 এই প্রকল্পটি ভারত সরকারের MHRD এর "আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন" দ্বারা সমর্থিত।
07:55 এর উপর অধিক তথ্য নিম্ন লিঙ্কে উপলব্ধ।
08:00 oscar.iitb.ac.in এবং spoken-tutorial.org/NMEICT-Intro
08:14 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল
08:16 কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
08:20 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট) ও দেওয়া হয়।
08:25 আরো বিস্তারিত জানার জন্য contact@spoken-tutorial.org তে যোগযোগ করুন।
08:32 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।
08:33 আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।

Contributors and Content Editors

Kaushik Datta, PoojaMoolya, Pratik kamble, Ranjana