Difference between revisions of "Blender/C2/3D-Cursor/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 27: Line 27:
 
| 00:25
 
| 00:25
  
|  এই টিউটোরিয়াল দেখার পর, আমরা শিখব যে 3D কার্সার কি ?
+
|  এই টিউটোরিয়াল দেখার পর, আমরা শিখব যে 3D কার্সার কি?
  
 
|-
 
|-
Line 296: Line 296:
 
| 05:50
 
| 05:50
  
| যদি আপনার কাছে একই সময়ে একের অধিক বস্তু নির্বাচিত থাকে, ধরুন কিউব এবং UV sphere এখানে আছে,
+
| যদি আপনার কাছে একই সময়ে একের অধিক বস্তু নির্বাচিত থাকে, ধরুন কিউব এবং UV sphere এখানে আছে
  
 
|-
 
|-
Line 434: Line 434:
 
|09:00
 
|09:00
  
| কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল,
+
| কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল
  
 
|-
 
|-

Latest revision as of 21:51, 23 February 2017

Time Narration
00:03 ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 2.59 এ 3D কার্সার সম্পর্কে।
00:15 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
00:25 এই টিউটোরিয়াল দেখার পর, আমরা শিখব যে 3D কার্সার কি?
00:32 কিভাবে ব্লেন্ডারে 3D কার্সার ব্যবহার করে 3D ভিউতে নতুন বস্তু এবং ব্লেন্ডারে 3D কার্সারের জন্য স্নাপ্পিং বিকল্প জুড়ব।
00:46 আমি ধরে নেই, আপনি আগে থেকেই সিস্টেমে ব্লেন্ডার সংস্থাপন করতে জানেন।
00:51 না হলে, ব্লেন্ডার সংস্থাপন করার আমাদের আগের টিউটোরিয়ালটি পড়ুন।
00:57 3D কার্সার ক্রস হেয়ারের সাথে লাল এবং সাদা রঙের বৃত্ত, যা আপনি ব্লেন্ডার পর্দার কেন্দ্রে দেখতে পারেন।
01:06 ব্লেন্ডারে 3D কার্সার দেখি। এটি করতে আমাদের ব্লেন্ডার খুলতে হবে।
01:12 ব্লেন্ডার খোলার দুটি উপায় আছে।
01:15 প্রথমে, ডেস্কটপে ব্লেন্ডার আইকনে যান। ব্লেন্ডার আইকনে ডান ক্লিক করুন। Open এ বাম ক্লিক করুন।
01:27 ব্লেন্ডার খোলার দ্বিতীয় এবং সহজ উপায় হল ডেস্কটপে ব্লেন্ডার আইকনে বাম ডবল ক্লিক করুন।
01:42 এটি ব্লেন্ডার 2.59. দয়া করে মনে রাখবেন যে এখানে প্রদর্শিত পর্দার রেজল্যুশন 1024*768 পিক্সেল।
01:54 ব্লেন্ডার ইন্টারফেসে ফন্টের আকার বৃদ্ধি করা হয়েছে যাতে আপনি দেওয়া সমস্ত বিকল্প বুঝতে পারেন।
02:01 ইন্টারফেস ফন্টের আকার কিভাবে বৃদ্ধি করে, তা শিখতে ইউসার প্রেফারেন্সেসের টিউটোরিয়ালটি দেখুন।
02:12 এটি স্বাগত পৃষ্ঠা বা স্প্ল্যাশ স্ক্রীন হিসাবে পরিচিত। ব্লেন্ডার সম্পর্কে শিখতে এটি কিছু দরকারী রেফারেন্স লিংক দেখায়।
02:20 স্প্ল্যাশ স্ক্রীন অপসারণের জন্য কীবোর্ডে ESC টিপুন বা
02:25 ব্লেন্ডার ইন্টারফেসে স্প্ল্যাশ স্ক্রীন ছাড়া অন্য কোথাও বাম মাউস ক্লিক করুন।
02:32 এখন আপনি ডিফল্ট ব্লেন্ডার কর্মক্ষেত্র দেখতে পারেন।
02:37 3D কার্সার কিউব দ্বারা বেষ্টিত পর্দার কেন্দ্রের ডানদিকে আছে।
02:43 আমরা কার্সার সঠিকভাবে দেখতে পারি না তাই কিউব মুছে ফেলা দরকার।
02:48 ডিফল্টরূপে, কিউব আগে থেকেই নির্বাচিত।
02:51 এটি মুছতে, কীবোর্ডে ডিলিট বোতাম টিপুন। ডিলিট এ বাম ক্লিক করুন।
02:58 এখানে, আপনি এখন 3D কার্সার ভালমত দেখতে পারেন।
03:04 3D কার্সারের প্রধান উদ্দেশ্য হল 3D ভিউতে জড়িত নতুন বস্তুর স্থান নির্দিষ্ট করা।
03:15 ADD এ যান। Mesh এ যান। কিউবে বাম ক্লিক করুন।
03:19 3D ভিউতে নতুন বস্তু জুড়তে কীবোর্ড শর্টকাট shift & A বোতামও ব্যবহার করতে পারেন।
03:27 একটি নতুন কিউব 3D ভিউতে জুড়ে গেছে।
03:30 যেমনকি আপনি দেখতে পারেন, নতুন কিউব 3D কার্সার হিসাবে একই স্থানে প্রদর্শিত হয়েছে।
03:38 এখন দেখি যে নতুন স্থানে নতুন বস্তু কিভাবে যোগ করতে পারি।
03:44 প্রথমে 3D কার্সার নতুন স্থানে সরাতে হবে।
03:48 এইজন্য 3D স্পেসে যেকোনো স্থানে বাম ক্লিক করুন।
03:53 আমি কিউবের বামদিকে ক্লিক করছি।
03:59 নতুন বস্তু Mesh যোগ করতে Shift & A টিপুন। UV Sphere এ বাম ক্লিক করুন।
04:10 UV Sphere 3D কার্সারের নতুন স্থানে প্রদর্শিত হয়।
04:15 এখন আমরা 3D কার্সারের জন্য স্নাপ্পিং বিকল্প দেখব।
04:22 Object এ যান। Snap এ যান। এটি Snap মেনু।
04:29 এখানে বিভিন্ন বিকল্প আছে।
04:31 আপনি কীবোর্ড শর্টকাট Shift & S ও ব্যবহার করতে পারেন।
04:38 কার্সারের চয়ন, 3D কার্সারের নির্বাচিত আইটেম দেখায়।
04:45 উদাহরণস্বরূপ, 3D কার্সারে কিউব প্রদর্শন করি।
04:50 কিউবে ডান ক্লিক করুন। Snap মেনু উপরে আনতে Shift & S টিপুন।
04:58 Selection to cursor এ বাম ক্লিক করুন। কিউব 3D কার্সারে প্রদর্শিত হয়।
05:06 এখন কিউব ডানদিকে নিয়ে যান। সবুজ হাতলে বাম ক্লিক করুন, মাউস ধরুন এবং ডানদিকে টেনে আনুন।
05:17 কীবোর্ড শর্টকাটের জন্য G & Y টিপুন।
05:23 3D ভিউতে মুভিং অবজেক্ট সম্পর্কে অধিক জানতে Basic description of Blender interface এর এই টিউটোরিয়ালটি দেখুন।
05:35 স্ন্যাপ মেনু উপরে আনতে Shift & S টিপুন। Cursor to selected এ বাম ক্লিক করুন।
05:43 3D কার্সার নতুন স্থানে কিউবের কেন্দ্রে প্রদর্শিত হয়।
05:50 যদি আপনার কাছে একই সময়ে একের অধিক বস্তু নির্বাচিত থাকে, ধরুন কিউব এবং UV sphere এখানে আছে
05:59 Cursor to selected, দুটি নির্বাচিত বস্তুর কেন্দ্রে 3D কার্সার প্রদর্শিত হয়।
06:07 আমি দেখাই। যেমনকি আপনি দেখতে পারেন, কিউব আগে থেকেই নির্বাচিত।
06:12 UV sphere নির্বাচন করতে Shift এবং রাইট ক্লিক করুন। এখন আপনার কাছে একই সময়ে দুটি নির্বাচিত বিকল্প আছে।
06:22 স্ন্যাপ মেনু উপরে আনতে Shift & S টিপুন। Cursor to selected এ টিপুন।
06:30 3D কার্সার দুটি নির্বাচিত বস্তুর কেন্দ্রে প্রদর্শিত হয়।
06:36 এখন ল্যাম্পে Shift এবং রাইট ক্লিক করুন। স্ন্যাপ মেনু উপরে আনতে Shift & S টিপুন।
06:47 Cursor to selected এ টিপুন। 3D কার্সার 3টি নির্বাচিত বস্তুর কেন্দ্রে প্রদর্শিত হয়।
06:58 3D কার্সার সরানোর জন্য 3D ভিউতে যেকোনো স্থানে টিপুন। আমি নীচে ডানদিকে টিপছি।
07:07 স্ন্যাপ মেনু উপরে আনতে Shift & S টিপুন।
07:12 Cursor to Center এ টিপুন। 3D কার্সার 3D ভিউয়ের কেন্দ্রে প্রদর্শিত হয়।
07:22 বস্তু অনির্বাচিত করার জন্য কীবোর্ডে A টিপুন।
07:28 এখন UV sphere এ ডান ক্লিক করুন। এটি অনির্বাচিত করার জন্য A টিপুন।
07:39 স্ন্যাপ মেনু উপরে আনতে Shift & S টিপুন।
07:44 Cursor to active এ টিপুন।
07:47 3D কার্সার, পূর্ববর্তী সক্রিয় নির্বাচন UV sphere এর কেন্দ্রে প্রদর্শিত হয়।
07:56 3D কার্সার অতিরিক্ত সুবিধা প্রদান করে, যখন মডেলিং এর সময় পিভট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়।
08:03 কিন্তু আমরা এটি পরের টিউটোরিয়ালে দেখব।
08:08 এখন 3D কার্সার ব্যবহার করে বিভিন্ন স্থানে 3D ভিউতে নতুন বস্তু যোগ করার চেষ্টা করুন।
08:16 এরপর, স্ন্যাপ মেনুতে স্নাপ্পিং বিকল্প খুলুন। শুভকামনা।
08:26 এখন ব্লেন্ডার 3D কার্সারের উপর টিউটোরিয়ালটি শেষ করি।
08:31 এই প্রকল্পটি ভারত সরকারের MHRD এর "আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন" দ্বারা সমর্থিত।
08:40 এই সম্বন্ধে আরও তথ্য oscar.iitb.ac.in এবং http://spoken-tutorial.org/NMEICT-Intro ওয়েবসাইটে উপলব্ধ।
09:00 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল
09:02 কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
09:06 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট) ও দেওয়া হয়।
09:11 আরো বিস্তারিত জানার জন্য contact@spoken-tutorial.org তে যোগযোগ করুন।
09:17 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।
09:19 আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।

Contributors and Content Editors

Kaushik Datta, Ranjana