Avogadro/C4/File-Extensions/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 20:23, 30 October 2017 by Antarade (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00: 01 ফাইল এক্সটেনশান-এর এই টিউটোরিয়ালটিতে স্বাগতম।
00: 05 এই টিউটোরিয়ালে, আমরা শিখব, 'computational chemistry প্রোগ্রামগুলি

যেমন:
GAMESS, Gaussian, MOPAC, NWChem 'ইত্যাদির জন্য ইনপুট ফাইলগুলি প্রস্তুত করা

00: 18 GAMESS এবং Gaussianসফ্টওয়্যার থেকে উত্পন্ন আউটপুট ফাইলগুলি ব্যবহার করে Molecular orbitals এবং calculated IR spectrum দেখা ।
00: 28 এখানে আমি উবুন্টু লিনাক্স 'OS সংস্করণ 14.04 ব্যবহার করছি।

'Avogadro সংস্করণ 1.1.1

00: 38 এই টিউটোরিয়ালটি অনুসরণ করার জন্য আপনার 'Avogadro ইন্টারফেস-এর সাথে পরিচিত হওয়া উচিত ।
00: 43 যদি না হয়, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য, অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট দেখুন।
00: 49 এই টিউটোরিয়ালের জন্য প্রয়োজনীয় উদাহরণ ফাইলগুলি কোড ফাইল হিসাবে প্রদান করা রয়েছে ।
00: 55 দয়া করে ডাউনলোড করুন এবং ডেস্কটপে একটি ফোল্ডারে সেগুলি সংরক্ষণ করুন।
01: 00 এখানে আমি Avogadro উইন্ডোটি খুলেছি ।
01: 04 Insert fragment লাইব্রেরী ব্যবহার করে Build মেনু থেকে একটি বেনজিন অণু লোড করুন।
01: 12 টুল বার থেকে অটো-অপ্টিমাইজেশান টুল ব্যবহার করে জ্যামিতিটি অপটিমাইজ করুন।
01: 20 Extensions মেনুতে ক্লিক করুন
01: 23 Avogadro ব্যবহার করে আমরা জনপ্রিয় কোয়ান্টাম কোডগুলির জন্য ইনপুট ফাইলগুলি তৈরি করতে পারি যেমনঃ

GAMESS

Gaussian

MOLPRO

MOPAC

Q-CHEM ইত্যাদি।

01:36 Gaussian বিকল্পটিতে ক্লিক করুন। একটি গ্রাফিকাল ডেটা ইনপুট ডায়লগ বাক্স খোলে।
01: 43 Gaussian প্রোগ্রামের জন্য ইনপুট ফাইল কীভাবে তৈরি করবেন তা প্রদর্শন করা যাক ।
01: 49 আমাদের ডায়ালগ বাক্সে দেখানো প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি পূরণ করতে হবে।
01:55 Avogadro নিজে molecular orbitals. গণনা করতে পারে না।
01:59 সুতরাং বেনজিন' অণুmolecular orbitals. দেখতে আমরা একটি ইনপুট ফাইল তৈরি করব ।
02: 05 'Gaussian ইনপুট ডায়ালগ বক্সে, শিরোনাম হিসাবে টাইপ করুন Benzene hyphen MO
02: 11 Calculation ড্রপ ডাউন থেকে Frequenciesনির্বাচন করুন।

Processors হিসাবে 1.

Theory হিসাবে B3LYP.

6-31G(d) হিসাবে Basis set.

Charge zero.

Multiplicity 1.

Output হিসাবে Standard.

Format হিসাবে cartesian

checkpoint check box.-এ টিক দিন ।

02: 40 আপনি ডায়ালগ বাক্সের নীচের অংশে ইনপুট ফাইলের preview দেখতে পারেন।
02: 45 আপনি বিকল্প পরিবর্তন করার সাথে সাথে এটিও আপডেট হয়ে যাবে ।
02: 49 Generate বোতামটি ক্লিক করুন।
02: 52 একটি Save input Deck ডায়ালগ বক্স খোলে ।
02: 56 Gaussian input ফাইলটি একটি ডট কম এক্সটেনশন দ্বারা সংরক্ষিত হবে।
03: 02 ফাইলের নাম হিসাবে Benzene. টাইপ করুন। অবস্থান হিসাবে বেছে নিন। Save বোতামটি ক্লিক করুন।
03: 10 ডেস্কটপে ফাইলটি Benzene.com হিসাবে সংরক্ষিত হয় । Gedit 'দিয়ে ফাইলটি খোলা যাক ।
03: 18 এখন এই ফাইলটিকে গাউসিয়ান সফ্টওয়্যার প্রোগ্রামের জন্য একটি ইনপুট ফাইল হিসাবে ব্যবহার করা যেতে পারে।
03: 24 Gaussian সফটওয়্যার সম্পর্কে
03: 28 Gaussian হল computational chemistry এর জন্য একটি কম্পিউটার প্রোগ্রাম।
03: 32 এটি Gaussian Inc. দ্বারা তৈরী করা ও লাইসেন্সকৃত একটি বাণিজ্যিক সফ্টওয়্যার।

আরো তথ্যের জন্য এখানে ক্লিক করুন। http://www.gaussian.com/

03: 41 Avogadro উইন্ডোতে ফিরে আসুন । ডায়ালগ বাক্সটি বন্ধ করুন।
03: 46 এখন দেখি কিভাবে GAMESS প্রোগ্রামের জন্য একটি ইনপুট ফাইল তৈরি করতে হয়
03: 51 একটি নতুন উইন্ডো খুলুন । Tools মেনু থেকে “New” ক্লিক করুন।
03: 56 উপাদানটি 'অক্সিজেন এ পরিবর্তন করুন
04: 01 অটো-অপ্টিমাইজেশান টুল ব্যবহার করে জ্যামিতিটি অপটিমাইজ করুন।
04: 08 Extensions মেনুতে ক্লিক করুন। সাব-মেনু থেকে GAMESS, Input generator নির্বাচন করুন
04: 16 একটি GAMESS ইনপুট ডায়লগ বক্স খোলে। দুটি ট্যাব আছে Basic setup এবং Advanced setup
04: 24 আমরা Gaussian ইনপুট ফাইলের সাথে যেমন করেছি, তেমনি প্রয়োজনীয় তথ্য পূরণ করুন ।
04: 29 Basic Setup এর অধীনে, আমরা ক্যালকুলেটের ক্ষেত্রের অধীনে 'Equilibrium Geometry নির্বাচন করব।
04: 36 'wave function. নির্ধারণের জন্য approximation -এর পদ্ধতি হিসাবে RHF, Restricted Hartee Fock
04: 44 যেহেতু জল একটি ছোট অণু, আমরা Basis set. হিসাবে 6-31G(d,p) নির্বাচন করবো
04: 52 gas phase, এ singlet, কারণ সমস্ত ইলেকট্রন জোড়ায় থাকে ।
04: 58 জল একটি নিরপেক্ষ অণু, তাই চার্জ neutral হবে ।
05: 02 অপ্টিমাইজেশান নিয়ন্ত্রণ করার কিছু 'আরও প্যারামিটার যুক্ত করতে Advanced Setup এ ক্লিক করুন।
05: 08 আপনি ফাংশন সেট পরিবর্তন করতে চাইলে Basis ক্লিক করুন।
05: 12 Data. তে ক্লিক করুন।
05: 14 Title হিসাবে water-MO টাইপ করুন।
05: 18 Point Group কে CnV তে পরিবর্তন করুন
05: 21 Order of Principal Axis তে 2
05: 24 এখন আমরা যেমন ডিফল্ট পরামিতিগুলি তেমনি রাখব।
05: 29 Generate' এ ক্লিক করুন। একটি Save Input deck খুলুন
05: 34 ডিফল্টরূপে, ফাইল এক্সটেনশন হল dot inp
05: 38 ফাইলের নাম হিসাবে Water টাইপ করুন।
05: 42 ফাইলের অবস্থান হিসাবে Desktop চয়ন করুন । Save বোতামে ক্লিক করুন।
05: 48 GAMESS ইনপুট ফাইলটি Desktop-এ Water.inp হিসাবে সংরক্ষিত হয় ।
05: 55 GAMESS সম্পর্কে
05: 57 'GAMESS হল General Atomic and Molecular Electronic Structure System '।

(GAMESS) এটি হল ab initio quantum chemistry package ।

06: 08 এটাশিক্ষাক্ষেত্র এবং শিল্প উভয় ক্ষেত্রেই বিনামূল্যে পাওয়া যায়।
06: 14 ইনস্টলেশন এবং ডাউনলোড সংক্রান্ত তথ্য নিম্নলিখিত লিংক এ দেওয়া রয়েছে । HTTP: //

www.msg.ameslab.gov/gamess/download.html

06: 20 এখন আমরা GAMESS এবং Gaussian প্রোগ্রামগুলির জন্য ইনপুট ফাইল তৈরি করেছি।
06: 26 এই ইনপুট ফাইলগুলি সংশ্লিষ্ট প্রোগ্রামগুলিতে লোড করার জন্য প্রস্তুত।
06: 31 দর্শকরা দয়া করে লক্ষ্য করুন: Gaussian একটি বাণিজ্যিক সফটওয়্যার। তাই আমি

ইনপুট ফাইল লোড করার ইন্টারফেস প্রদর্শন করতে সক্ষম হবে না

06: 41 যেমন আগে উল্লেখ করা হয়েছে GAMESS' একটি ফ্রি সফটওয়্যার।
06: 45 যারা আগ্রহী তারা GAMESS' সফটওয়্যারটি প্রদত্ত লিংক থেকে ডাউনলোড করতে পারেন।

এবং আউটপুট ফাইল তৈরি করতে ইনপুট ফাইল লোড করুন । http://www.msg.ameslab.gov/gamess/download.htm

06: 53 ডেস্কটপে কিছু Gaussian এবং GAMESS'আউটপুট ফাইল আছে।
06: 58 আমি এই ফাইলগুলি এই টিউটোরিয়াল -এর সাথে কোড ফাইল হিসাবে দিয়েছি ।
07: 03 এই আউটপুট ফাইলগুলিকে avogadro তে দেখুন ।
07: 07 একটি নতুন Avogadro উইন্ডো খুলুন
07: 10 টুল বারে open আইকনে ক্লিক করুন।
07: 13 ফাইল অবস্থান-এ নেভিগেট করুন । Benzene.log নির্বাচন করুন
07: 18 ফাইলটি খোলে, আমরা প্যানেলে benzene এর গঠন দেখতে পাচ্ছি ।
07: 24 Gaussian ব্যবহার করে Benzene.log তৈরি করা হয়েছিল ।
07: 28 এতে molecular orbitals এবং C-CC-H বন্ড স্ট্রেচিং সম্পর্কে তথ্য রয়েছে।
07: 36 কখনও কখনও লগ ফাইল কক্ষপথ বিষয়ক তথ্য প্রদর্শন নাও হতে পারে।
07: 40 এই ধরনের ক্ষেত্রে, .fchk ফাইলটি কোডফাইল হিসাবে দেওয়া আছে।
07: 47 orbitals,দেখতে, তালিকা থেকে orbital নামের উপর ক্লিক করুন ।
07: 54 যদি আপনি orbitals -এর প্রদর্শন পরিবর্তন করতে চান

display types তে surfaces বিকল্পের পাশে spanner -এ ক্লিক করুন।

08: 02 Surface Setting ডায়লগ বাক্সে, slider টেনে এনে অপাসিটি পরিবর্তন করুন। প্যানেলটি দেখুন।
08: 10 Render ড্রপ ডাউন-এ, তিনটি বিকল্প আছে- fill, lines এবং points।
08: 17 ডিফল্টভাবে orbitals , fill হিসাবে থাকে ।
08: 21 লোবগুলির রং পরিবর্তন করার একটি বিকল্প রয়েছে।
08: 25 positive এবং negative বিকল্পের পাশে Color ট্যাবে ক্লিক করুন।
08: 30 একটি Select Color ডায়ালগ বক্স খোলে।
08: 33 নির্বাচন করতে যেকোনও রঙে ক্লিক করুন । OK বোতামটি ক্লিক করুন।
08: 38 প্যানেলটি পর্যবেক্ষণ করুন, orbitals রং এখন পরিবর্তিত হয়ে গেছে । ডায়ালগ বাক্সটি বন্ধ করুন।
08: 45 কাঠামো থেকে কক্ষপথ মুছে ফেলার জন্য; Display Types.Surfaces বিকল্পটি থেকে টিক সরান ।
08: 51 vibrational frequencies দেখতে Vibrations ট্যাবে ক্লিক করুন।
08: 56 Vibrations উইন্ডোতে, তালিকা থেকে যেকোনো কম্পাঙ্কে ক্লিক করুন।
09: 01 উইন্ডোটির নীচের অংশে Start Animation বাটনে ক্লিক করুন
09: 06 প্যানেলটি দেখুন। C-Cএবং C-H বন্ডগুলির প্রসারন এখন অ্যানিমেশন-এর মাধ্যমে দেখা যাচ্ছে ।
09: 13 আমরা কাঠামোর জন্য IR বর্ণালীও দেখতে পারি ।
09: 17 Show Spectra. ক্লিক করুন।
09: 20 একটি Spectra Visualization উইন্ডো খোলে। এটি Benzene-এর গণনাকৃত IR spectrum দেখায় ।
09: 27 একটি নতুন উইন্ডো খুলুন । GAMESS প্রোগ্রাম ব্যবহার করে জলের অণুর জন্য নির্মিত log ফাইলটি খুলুন ।
09: 35 'লগ ফাইলটি জল-এর কাঠামো এবং Molecular orbital তথ্য নিয়ে প্রর্দশিত হচ্ছে ।
09: 41 তালিকা থেকে orbital নামের উপর ক্লিক করুন । orbital প্যানেলে প্রদর্শিত হয়।
09: 47 এর সংক্ষিপ্ত বিবরণ দেখা যাক
09: 49 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি,

computational chemistry প্রোগ্রামগুলি যেমন: GAMESS and Gaussian. এর জন্য ইনপুট ফাইলগুলি প্রস্তুত করা

09: 58 benzene এবং water অণুর জন্য Molecular orbitals দেখুন
10: 04 Gaussian থেকে উত্পন্ন লগ ফাইল ব্যবহার করে অণুর জন্য' গণনাকৃত IR বর্ণালী দেখুন।
10: 11 অনুশীলনী হিসাবে, প্রদত্ত কোড ফাইলগুলি থেকে benzene অণুর জন্য লগ ফাইলটি খুলুন।
10: 18 তালিকা থেকে যেকোন Molecular Orbital প্রদর্শন করুন
10: 22 lobes প্রদর্শন এবং রঙ পরিবর্তন করুন। ছবিটি JPEG ফরম্যাটে সংরক্ষণ করুন।
10: 29 এই ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে দেখায় । যদি আপনার কাছে ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি এটি ডাউনলোড করে দেখুন।
10: 35 আমরা স্পোকেন টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালা পরিচালনা করি এবং সার্টিফিকেটগুলি দিযে থাকি । আমাদের সাথে যোগাযোগ করুন ।
10: 42 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত হয়।
10: 48 অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছেন ।

যোগদান করার জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Antarade