LibreOffice-Suite-Writer/C3/Typing-in-local-languages/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 00:47, 27 October 2013 by Antarade (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
সময় আখ্যান


- 00:01 নমস্কার , - LibreOffice রাইটার এ স্থানীয় ভাষাতে লেখার ওপর এই টিউটোরিয়াল এ সবাইকে স্বাগত । - 00:08 এই টিউটোরিয়াল এ, আমি আপনাকে দেখাবো কিভাবে LibreOffice রাইটার -এ কন্নড ভাষায় লেখা যায় । - 00:15 এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স 10.04 এবং LibreOffice সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করচ্ছি। - 00:25 এখন আমি ব্যাখ্যা করব কিভাবে আপনি LibreOffice.এর মধ্যে কন্নড ভাষায় লিখত পারবেন । LibreOffice-এ যেকোন ভাষা কনফিগার করার জন্য এই পদ্ধতি ব্যবহার করতে পারেন ।.. - 00:36 প্যাকেজগুলি ইনস্টল করার জন্য synaptic প্যাকেজ ম্যানেজার ব্যবহার করুন । - 00:40 বিস্তারিত জানার জন্য, স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে উপলব্ধ synaptic প্যাকেজ ম্যানেজার সংক্রান্ত টিউটোরিয়ালগুলি দেখুন । - 00:48 কনফিগারেশন চারটি ধাপ আছে - - 00:52 পরীক্ষা করুন আপনার কম্পিউটারে SCIM ইনস্টল করা রয়েছে কিনা । - 00:55 না থাকলে, synaptic প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে নিম্নলিখিত প্যাকেজগুলি চিহ্নিত করুন এবং SCIM ইনস্টল করুন । - 01:03 এটি করার সময়, টিউটোরিয়ালটি সাময়িকভাবে বন্ধ করুন এবং শেষ হলে পুনরায় শুরু করুন । - 01:08 এরপর, কীবোর্ড ইনপুট পদ্ধতি হিসেবে scim-immodule নির্বাচন করুন । - 01:14 SCIM. কনফিগার করে লেখা ইনপুট এর জন্য ভাষা হিসেবে কন্নড নির্বাচন করুন । - 01:20 LibreOffice. কনফিগার করে, জটিল লেখা বিন্যাসের জন্য কন্নড ভাষা নির্বাচন করুন । - 01:26 আমি এখন এই ধাপগুলি প্রদর্শন করব। - 01:29 সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন এবং Language সাপোর্ট –এর উপর ক্লিক করুন । - 01:41 আপনার স্ক্রীন-এ যদি 'Remind me later' বা 'Install now' আসে, তাহলে 'Remind me later' ক্লিক করুন | - 01:51 কীবোর্ড ইনপুট পদ্ধতি হিসাবে, SCIM-immodule নির্বাচন করুন । - 01:56 এখানে এটি আগে থেকেই নির্বাচিত রয়ছে, আমাদের কিছু করতে হবে না । - 02:01 তৃতীয় ধাপ, SCIM কনফিগার করার জন্য, System, Preferences এবং SCIM Input Method –এর উপর ক্লিক করুন । - 02:14 আপনি এখন পর্দায় এটি দেখতে পারবেন না । কিন্তু আপনি যখন আপনার কম্পিউটারে এটি করবেন , তখন আপনি এই বিকল্পটি দেখতে পাবেন । - 02:22 IMEngine এর মধ্যে, গ্লোবাল সেটআপ বোতামে ক্লিক করুন । - 02:27 SCIM যেসব ভাষাগুলিতে কাজ করতে পারে, সেগুলির একটি তালিকা প্রদর্শন করচ্ছে । - 02:38 এইখানে প্রায় সব বহুল ব্যবহৃত ভারতীয় ভাষা অন্তর্ভুক্ত রয়েছে যেমন হিন্দি, কন্নড, বাংলা, গুজরাটি, তামিল, তেলুগু, মালায়ালম,উর্দু ইত্যাদি । - 02:48 আমাদের টিউটোরিয়াল এর জন্য হিন্দি এবং কন্নড ভাষা নির্বাচিত করা হলো । - 02:55 আপনার কনফিগারেশন সংরক্ষণ করার জন্য, OK ক্লিক করুন । - 02:59 SCIM-এর পরিবর্তন নিশ্চিত করার জন্য কম্পিউটার পুনরায় চালু করতে হবে | - 03:04 তাই, এটি করুন ও আবার এই টিউটোরিয়ালের ফিরে আসুন | - 03:08 এখন আমরা LibreOffice এর মধ্যে কন্নড ভাষা কনফিগার করব | - 03:14 ক্লিক করুন অ্যাপ্লিকেশন, অফিস এবং LibreOffice রাইটার | - 03:27 এবার প্রধান মেনু থেকে টুলস ও সেখান থেকে Options বিকল্প ক্লিক করুন | - 03:33 আপনি Options ডায়ালগ বাক্স দেখতে পাচ্ছেন | - 03:37 এই বাক্সে, আপনি Language Settings এবং তারপর Languages option –এর ওপর ক্লিক করব | - 03:46 জটিল লেখা বিন্যাসের জন্য Enabled চেক বক্স এ ক্লিক করুন, যদি না আগে থেকে সেটি নির্বাচিত করা থাকে | - 03:53 CTL ড্রপ ডাউন থেকে কন্নড নির্বাচন করুন | - 04:00 এরফলে, আপনার স্থানীয় ভাষা হিসাবে কন্নড নির্ধারিত হয়ে যাবে | - 04:04 OK ক্লিক করুন | - 04:10 আমরা এখন কন্নড এবং ইংরেজিতে একটি বাক্য লিখবো | - 04:15 আমরা Baraha পদ্ধতি, Nudi পদ্ধতি এবং ইউনিকোড ফন্ট ব্যবহার করব | পরিশেষে আমরা ফাইলটি সংরক্ষণ করব | - 04:24 আমি এখন এইটি করে দেখাবো | - 04:27 খোলা টেক্সট ডকুমেন্ট এ, লেখা যাক , “Ubuntu GNU/Linux supports multiple languages with LibreOffice." | - 04:45 CONTROL কী ধরে রাখুন এবং স্পেস বার টিপুন | - 04:52 একটি ছোট উইন্ডো পর্দার নীচের অংশে ডানদিকে প্রর্দশিত হবে | - 04:56 সহজ ফোনেটিক পদ্ধতিতে লেখা ইনপুট করার জন্য Kannada KN-ITRANS নির্বাচন করুন যা , Baraha পদ্ধতির অনুরূপ | - 05:05 আপনি Nudi কীবোর্ড বিন্যাস চাইলে, ক্লিক করুন Kannada - KN KGP | - 05:10 আমি KN-ITRANS ইনপুট পদ্ধতি ব্যবহার করব যা শিক্ষার্থীদের জন্য সরল ও সহজতম | - 05:16 ইংরেজিতে "Sarvajanika Tantramsha" লিখুন | - 05:27 আপনি পর্দায় কন্নড লেখাটি দেখতে পাবেন | - 05:31 CONTROL কী ধরে রেখে , স্পেস বার চাপুন | - 05:33 উইন্ডোটি চলে গেছে | - 05:35 আমরা এখন ইংরেজিতে লিখতে পারি | - 05:37 সুতরাং কন্ট্রোল কী ও স্পেস বার একসাথে, ইংরেজি ও নির্বাচিত অন্যান্য ভাষার মধ্যে একটির থেকে আরেকটিতে যেতে সাহায্য করে | - 05:48 কন্নড ভাষায় লেখা এবং 'Arkavathu' ব্যবহার করে, Nudi তে লেখার সম্পর্কে নির্দিষ্ট তথ্যর জন্য www.Public-Software.in/Kannada তে উপলব্ধ কন্নড ভাষায় লেখার উপর ডকুমেন্টগুলি পড়ুন | - 06:05 ভারতীয় ভাষায় লেখার সময় আমরা কেবল ইউনিকোড হরফ ব্যবহার করব যেহেতু ইউনিকোড হলো সর্বজনীন স্বীকৃত হরফ | - 06:13 আমি Lohit কন্নড ইউনিকোড হরফ ব্যবহার করছি | - 06:16 মনে রাখবেন, এখানে আপনাকে কন্নড ভাষায় লেখার পদ্ধতি দেখানো হয়েছে, - 06:20 এই একই পদ্ধতিতে, LibreOffice রাইটার ব্যবহার করে SCIM ইনপুট পদ্ধতির অন্তর্গত, যেকোনো ভাষায় লেখা যাবে | - 06:28 অবশেষে, একটি অনুশীলনী রয়েছে | - 06:31 কন্নড বাহ্সায় ৩ টি বইএর একটি তালিকা লিখুন | . - 06:33 শিরোনামগুলির ইংরেজি ট্রান্সলিটারেশন দিন | - 06:37 আমি এখানে এই অনুশীলনী-টি করে রেখেছি | - 06:42 সংক্ষেপে, এই টিউটোরিয়াল-এ, - 06:46 আমরা কীবোর্ড এবং ভাষা সেটিংস জন্য উবুন্টু এবং LibreOffice এ কনফিগার করার পদ্ধতি শিখেছি | - 06:51 আমরা দেখেছি, কিভাবে বিভিন্ন পদ্ধতিতে যেমন, Baraha এবং Nudi তে লেখা যায় | - 06:57 আমরা দেখেছি কিভাবে একটি দ্বিভাষী নথি লেখা যায় | - 07:00 নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন । - 07:03 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় | - 07:06 আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন। - 07:11 কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে । যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় | - 07:19 অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন । - 07:26 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত । - 07:35 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । - 07:37 http://spoken-tutorial.org/NMEICT-Intro - 07:43 এই টিউটোরিয়ালটি পরিবর্তনের জন্য এটি দ্বারা সরবরাহিত হয়েছে. - 07:47 আপনাকে ধন্যবাদ এবং LibreOffice লেখক অনেক ভাষা অন্বেষণ ভোগ করেন.

Contributors and Content Editors

Antarade, Gaurav